মঞ্চে আসছে ‘জালাল উদ্দিন রুমী’
Published: 30th, September 2025 GMT
১২০৭ সালের ৩০ সেপ্টেম্বর সুফি কবি জালাল উদ্দিন রুমীর জন্ম। প্রাচ্যের এক অখ্যাত গ্রামে যাঁর জন্ম, সেই কবির শায়েরি দুনিয়াজুড়ে বিক্রি হচ্ছে সমানতালে। তাঁকে স্মরণ করে আজ মঞ্চে আসছে নতুন নাটক, জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে মঙ্গলবার উদ্বোধন হবে বাংলাদেশ পারফরম্যান্স আর্ট গ্রুপের প্রযোজনা ‘জালাল উদ্দিন রুমী’। নাটকটি লিখেছেন অপূর্ব কুমার কুন্ডু। নির্দেশনা দিয়েছেন সুজন মাহাবুব। তিনি একক চরিত্রে অভিনয়ও করেছেন।
সুফি দার্শনিক, কবি ও মরমি সাধক জালাল উদ্দিন রুমি জীবনের শেষ ৫০টি বছর কাটিয়েছেন তৎকালীন কোনিয়ায়।
নাট্যকার জানালেন, ‘জালাল উদ্দিন রুমী’ নাটকের কাহিনি গড়ে উঠেছে রুমির জীবনের শেষ এক ঘণ্টাকে ঘিরে। নাট্যকারের ভাষায়, সূর্যাস্তের পর মাগরিবের আজানের মধ্য দিয়ে নাটকের শুরু এবং আলোকিত পূর্ণ চাঁদের জ্যোৎস্নায় সমাপ্তি ঘটে। তৎকালীন কোনিয়ার শাসনকর্তা মঈন উদ্দীন শাহ পরওয়ানের অনুরোধে জালাল উদ্দিন রুমীর দেওয়া মৃত্যু–পরবর্তী সমাধিস্থল নির্মাণভাবনা এবং শোকগাথা তথা এপিটাফ রচনার পটভূমিও এসেছে এ নাটকে।
‘জালাল উদ্দিন রুমী’ নাটকে সুজন মাহাবুব.উৎস: Prothomalo
কীওয়ার্ড: জ ল ল উদ দ ন র ম
এছাড়াও পড়ুন:
দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপ বাংলাদেশের উত্তরাঞ্চল পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, শুক্রবার (৩ অক্টোবর) বৃষ্টি অব্যাহত থাকতে পারে। দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরো পড়ুন:
টানা বৃষ্টিতে সড়কজুড়ে জলাবদ্ধতা, ভোগান্তিতে রাজধানীবাসী
১০৬ মিলিমিটার বৃষ্টির রেকর্ড, ঘনীভূত হতে পারে লঘুচাপ
আবহাওয়া অধিদপ্তর জানায়, বর্তমানে স্থল গভীর নিম্নচাপটি উপকূলীয় ওড়িশা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি সমুদ্রে অবস্থানরত মাছ ধরা ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি অবস্থান করতে বলা হয়েছে।
সংস্থাটি জানায়, রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে আজ দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে, আজ ভোর ৬টার দিকে রাজধানীতে বৃষ্টি শুরু হয়। সকাল সাড়ে ৮টার দিকে এই প্রতিবেদন লেখার সময় বৃষ্টির পরিমাণ কমে যায়। ঢাকার আকাশ মেঘে ঢেকে আছে।
ঢাকা/মাসুদ