কক্সবাজারে ছাত্রলীগ কর্মীর ছুরিকাঘাতে জামায়াত নেতা নিহত
Published: 30th, September 2025 GMT
কক্সবাজার সদরের চৌফলদণ্ডীতে ছুরিকাঘাতে জমায়াতের যুব বিভাগের নেতা আমজাদ হোসেন (২৪) নিহত হয়েছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ইউনিয়নের নতুন মহাল খামার দোকান এলাকায় ঘটনাটি ঘটে। এলাকাবাসী জানান, অভিযুক্ত রাফি নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী।
নিহত আমজাদ নতুন মহাল এলাকার নুরুল কবিরের ছেলে এবং একই এলাকার জামায়াতের যুব বিভাগের সেক্রেটারি।
আরো পড়ুন:
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ হেফাজতে যুবকের মৃত্যু, ফাঁড়ি ঘেরাও
বাকেরগঞ্জে হাত-পা বেঁধে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
স্থানীয়রা জানান, পূর্ব শত্রুতার জেরে একই এলাকার ছৈয়দ নুরের ছেলে রাফি ও তার ভাগ্নে মোফাচ্ছেলের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী আমজাদকে ছুরিকাঘাতে হত্যা করে। অভিযুক্ত রাফি নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী।
এদিকে, নিহত আমজাদের ভাই সাদ্দাম ছাত্রদলের নেতা হওয়ায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলোর পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল বের করা হয়।
চৌফলদণ্ডী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনজুর আলম জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস খান জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ঢাকা/তারেকুর/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর হত য অভ য গ আমজ দ
এছাড়াও পড়ুন:
জকসু নির্বাচন: ছাত্রদলের সমন্বিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানে
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জবি) নির্বাচনে ছাত্রদল ও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ যৌথভাবে ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ নামে সমন্বিত প্যানেল ঘোষণা করেছে।
সোমবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এ প্যানেল ঘোষণা করেন।
আরো পড়ুন:
জকসু নির্বাচন: ২ দিনে ৩৫ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ
জকসু: ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন সেই খাদিজা, লড়তে পারেন জিএস পদে
ঘোষিত প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি একেএম রাকিব, সাধারণ সম্পাদক পদে শাখা ছাত্রদলে যুগ্ম আহ্বায়ক সদ্য পদ পাওয়া খাদিজাতুল কুবরা এবং সহ-সাধারণ সম্পাদক পদে শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য বিএম আতিকুর রমান তানজিল মনোনীত হয়েছে।
প্যানেলে অন্যান্যদের মাঝে রয়েছেন- মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে অনিক কুমার দাস, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে নুসরাত চৌধুরী জাফরিন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে মো. মাশফিকুল ইসলাম রাইন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে আল শাহরিয়ার শাওন, আইন ও মানবাধিকার সম্পাদক পদে লড়বেন অর্ঘ্য শ্রেষ্ঠ দাস, আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক পদে অপু মুন্সী, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে তাকরিম আহমেদ, ক্রীড়া সম্পাদক পদে মো. কামরুল হাসান নাফিজ, পরিবহন সম্পাদক পদে মাহিদ হাসান, সমাজসেবা ও শিক্ষার্থীকল্যাণ সম্পাদক পদে মো. আনন বিন রহমান, পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে লড়বেন রিয়াসাল রাকিব।
এছাড়া নির্বাহী সদস্য পদে রয়েছেন- ইমরান হাসান ইমন, সাদমান সাম্য, সুলতান মাহমুদ শুভ, মনিরুজ্জামান মনির, তৌহিদুল ইসলাম তানিম ও মো. আরিফুল ইসলাম আরিফ। আরেকজন নির্বাহী সদস্যের নাম পরবর্তীতে জানানো হবে বলে জানানো হয়েছে।
ঢাকা/লিমন/মেহেদী