বন্দরে কাপড় ব্যবসায়ী বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, মামলা
Published: 30th, September 2025 GMT
বন্দরে কাপড় ব্যবসায়ী বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। তবে এ ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার কিংবা লুন্ঠিত মালামাল উদ্ধারের সংবাদ জানাতে পারেনি পুলিশ।
এ ব্যাপারে ক্ষতিগ্রস্থ কাপড় ব্যবসায়ী সজিব মাহমুদ বাদী হয়ে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ১০/১২ জনের অজ্ঞাত নামা ডাকাত দলকে আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করে। যার মামলা নং- ৪১(৯)২৫ ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কোড- ১৮৬০।
এর আগে গত শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত ৮টা হইতে সাড়ে ৮টা মধ্যে বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নস্থ হরিবাড়ী এলাকায় এ ডাকাতির ঘটনাটি ঘটে।
মামলার বাদী ও বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে, বন্দর উপজেলার হরিবাড়ী এলাকার মৃত হায়দার আলী সজিব মাহমুদ দীর্ঘ দিন ধরে কাপড়ের ব্যবসা করে আসছিল। গত শনিবার রাত ৮টা থেকে রাত সাড়ে ৮টার মধ্যে ১০/১২ জনের অজ্ঞাত নামা ডাকাত দল মুখে কালো কাপড় বাধা অবস্থায় কাপড় ব্যবসায়ী বাসার মেইন গেইট এবং ঘরের দরজা খোলা পেয়ে ভিতরে প্রবেশ করে।
ডাকাত দলের একজন মহিলা সদস্য যিনি প্রথমে কাপড় ব্যবসায়ীর মায়ের চুলের মুঠি ধরে টেনে মেঝেতে ফেলে দেয় এবং অন্যান্য ডাকাত দলের সদস্যরা ব্যবসায়ী স্ত্রীকে এলোপাথারী মারধর করে ভয়ভীতি দেখায় এবং চিৎকার চেচামেচী করতে নিষেধ করে।
ডাকাত দলের একজন সদস্য ব্যবসায়ী সজিব মাহামুদের মায়ের হাত পা বেঁধে হত্যার উদ্দেশ্যে লাঠি দিয়ে পিটাইয়া গুরুতর মারাত্মক জখম করে। অন্যরা ব্যবসায়ী স্ত্রীর মুখ বাধিয়া ফেলে এবং ব্যবসায়ীর মায়ের গলায় ছুরি ধরিয়া হত্যার হুমকি দিয়ে ব্যবসায়ী স্ত্রীকে লকারের চাবি দিতে বলে।
ওই সময় ব্যবসায়ী স্ত্রী শ্বাশুড়ি জীবন বাচাঁনের জন্য লকারের চাবি দিয়ে দিলে ডাকাতদল লকারের তালা খুলে ০২টি স্বনের চেইন ওজন ১ ভরি ১২ আনা, মূল্য অনুমান-৩,৫০,০০০/- (তিন লক্ষ পঞ্চাশ হাজার), টাকা, ৬ টি স্বর্নের আংটি ওজন ০২ ভরি মূল্য অনুমান-৪,০০,০০০/- (চার লক্ষ) টাকা, ০১টি গলার নেকলেছ, ওজন অনুমান ০১ ভরি মূল্য অনুমান ৪,০০,০০০/- (চার লক্ষ) টাকা, ০৩ জোড়া কানের দুল, ওজন ০১ ভরি মূল্য অনুমান-২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা, ১ টি ডায়মন্ড এর নাক ফুল, মূল্য অনুমান ১৫,০০০০/- (পনের হাজার) টাকা, এবং লকারে থাকা নগদ ৪,১০,০০০/- (চার লক্ষ দশ হাজার) টাকা, ০১টি মোটরোলা মোবাইল যাহার সীমনং-০১৯১৪৭৮১৪২২, ০১টি রেডমি মোবাইল যাহার সীম নং-০১৬১৪০৬২৭৫২ মোট ০২ টি এনড্রোয়েট মোবাইল যার মূল্য অনুমান-৩৬,০০০/- (ছত্রিশ হাজার) টাকা মালামাল ডাকাতি করে নিয়ে যায়।
এ ব্যাপারে বন্দর থানার ওসি লিয়াকত আলী জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। সে সাথে লুণ্ঠিত মালামাল উদ্ধারের জন্য পুলিশি অভিযান অব্যহত রয়েছে।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ম ল য অন ম ন ড ক ত দল
এছাড়াও পড়ুন:
ফিলিপাইনে ৬ দশমিক ৯ তীব্রতার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৬৯
ফিলিপাইনের মধ্যাঞ্চলে ৬ দশমিক ৯ তীব্রতার শক্তিশালী ভূমিকম্পে নিহত হওয়ার সংখ্যা বেড়ে ৬৯ জন হয়েছে। দেশটির দুর্যোগ-সংশ্লিষ্ট একজন কর্মকর্তা আজ বুধবার এ খবর জানান। বেঁচে যাওয়া ব্যক্তিদের উদ্ধার কার্যক্রম পরিচালনা ও পানি-বিদ্যুতের সংযোগ আবার চালু করার চেষ্টা করছে ফিলিপাইন সরকার।
দেশটির সিভিল ডিফেন্স কর্মকর্তা রাফি আলেজান্দ্রো সাংবাদিকদের বলেন, স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাত ১০টার আগে সেবু প্রদেশের উত্তরে বোগো শহরের কাছে ভূমিকম্পটির উৎপত্তি হয়। স্থানীয় হাসপাতালগুলো আহত মানুষের ভিড়ে রীতিমতো উপচে পড়ছে।
আঞ্চলিক সিভিল ডিফেন্স দপ্তরের তথ্য কর্মকর্তা জেন আবাপো বলেন, সেবুর প্রাদেশিক দুর্যোগ দপ্তরের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ভূমিকম্পে নিহত হওয়ার সংখ্যা এখন পর্যন্ত ৬৯ জন। অন্য একজন কর্মকর্তা জানান, আহত হয়েছেন ১৫০ জনের বেশি।
দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র বেঁচে যাওয়া ব্যক্তিদের দ্রুত সহায়তার আশ্বাস দিয়েছেন। তিনি জানান, মন্ত্রিপরিষদ সচিবেরা ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন। প্রিয়জন হারানো ব্যক্তিদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।
সেবু ফিলিপাইনের জনপ্রিয় পর্যটন গন্তব্যগুলোর একটি। সেখানে প্রায় ৩৪ লাখ মানুষের বসবাস। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হলেও ম্যাকতান-সেবু আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম চালু রয়েছে। এটা ফিলিপাইনের দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর।
ভূমিকম্পে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সান রেমিগিও শহরটিও। উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহায়তার জন্য এ শহরে ‘দুর্যোগপূর্ণ অবস্থা’ ঘোষণা করা হয়েছে। শহরের ভাইস মেয়র আলফি রেইনেস বলেন, উদ্ধারকর্মীদের জন্য খাবার ও পানি, সেই সঙ্গে ভারী সরঞ্জাম প্রয়োজন।
স্থানীয় ডিজেডএমএম রেডিওকে আলফি রেইনেস বলেন, ‘ভারী বৃষ্টি হচ্ছে। বিদ্যুৎ নেই। আমাদের সত্যিই সহায়তা দরকার। বিশেষ করে উত্তরাঞ্চলে পানির তীব্র সংকট রয়েছে। ভূমিকম্পে সেখানে সরবরাহ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।’
আরও পড়ুনফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ২৬, চলছে উদ্ধারকাজ৫ ঘণ্টা আগে