সোশ্যাল মিডিয়ায় ট্রলিং বা কটাক্ষ করা নতুন কিছু নয়। তবে শোবিজ অঙ্গনের তারকাদের নিয়ে যেন ট্রল করার অপেক্ষাতেই থাকেন নেটিজেনরা। এ তালিকায় এবার যুক্ত হলেন ছোট পর্দার আলোচিত অভিনেত্রী কেয়া পায়েল।  

কয়েক দিন আগে কেয়া পায়েল তার ফেসবুকে কয়েকটি ছবি শেয়ার করেন। একটি ছবিতে দেখা যায়, এক তরুণের পাশে হাস্যোজ্জ্বল মুখে দাঁড়িয়ে আছেন কেয়া পায়েল। অন্য একটি ছবিতে সেই তরুণের গালে চুমু খেতে দেখা যায়। এসব ছবির ক্যাপশনে এই অভিনেত্রী লেখেন—“শুভ জন্মদিন আমার ছোট ভাই।” 

আরো পড়ুন:

‘স্বপ্ন বাড়ি’ নিয়ে আসছেন দীপু

আগুনে পুড়ে মারা গেছে শিশুশিল্পী ও তার ভাই

এরপর থেকে কমেন্ট বক্সে ধেয়ে আসতে থাকে কুরুচিকর মন্তব্য। এস.

এন. সরকার লেখেন, “সম্ভবত, কেয়া পায়েলের সবচেয়ে ভালো প্রেমিককে শুভেচ্ছা জানালেন।” সুস্মিতা লেখেন, “অসভ্য সুন্দর লাগছে।” আরেকজন লেখেন, “ক্যাপশন দেখে ভাবলাম কচি... ওনার বফ, পরে কমেন্ট পড়ে বুঝলাম অন্য কিছু।” এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে কমেন্ট বক্সে। 

নেটিজেদের কুরুচিপূর্ণ মন্তব্য কেয়া পায়েলেরও নজর এড়ায়নি। নেটিজেনদের উদ্দেশ্যে পোস্টের মন্তব্যের ঘরে এই অভিনেত্রী লেখেন, “কোনো কিছু না জেনে বিচার করবেন না। সে আমার ছোট ভাই।” 

ভাই-বোনের সম্পর্ক নিয়েও মানুষ এমন মন্তব্য করতে পারেন তা নিয়ে বিস্মিত কেয়া পায়েল। গণমাধ্যমকে এই অভিনেত্রী বলেন, “আমরা তিন ভাই-বোন। আমি সবার বড়। আমার ছোট ভাই দ্বীপ (আরিয়ান আদভান) ও এক বোন আছে। ছোট ভাই কলেজে পড়ে, ছোট বোনের বয়স ৬ বছর। ওদের ঘিরেই আমার সব কিছু। তাদের জন্মদিন সব সময়ই আমার কাছে বিশেষ। যতই কাজ থাকুক, দিনটা ওদের ঘিরেই নানা পরিকল্পনা করি। 

খানিকটা ব্যাখ্যা করে কেয়া পায়েল বলেন, “কখনো বাইরে বের হওয়া হয়। এমনিতেও আমরা বের হই, ঘুরি। সেই ছবিগুলো প্রায়ই ফেসবুক পোস্ট করা হয়। সেভাবেই এবারও ছবি পোস্ট করে কিছু মানুষের রুচির বহিঃপ্রকাশ দেখছি, নোংরা মানসিকতা দেখতে পাচ্ছি।” 

ছোট ভাইকে চুমু দেওয়ার বিষয়ে কেয়া পায়েল বলেন, “চোখের সামনে ভাই-বোনদের বেড়ে ওঠা দেখছি। প্রায়ই মনে হয়, কত বড় হয়ে যাচ্ছে ওরা। ওরা তো আমাদের আদরের। জন্মদিনে ভাইকে আদর করে একটি চুমু দিয়েছি। ছবিটি আমাদের খুবই পছন্দের। শুভ কামনা জানিয়েছি। মজার এই ছবিগুলো নিয়ে ট্রলের মধ্যে পড়েছি।”

ঢাকা/শান্ত

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ট ভ ন টক

এছাড়াও পড়ুন:

সকালে এক গ্লাস নাকি চার গ্লাস পানি পান করা ভালো

সকালে খালি পেটে পানি পান করলে অনেক বেশি উপকার পাওয়া যায়, একথা আমরা সবাই জানি। কিন্তু কত গ্লাস পানি পান করা ভালো সে কথা জানেন?  সেই প্রসঙ্গে আসছি, তার আগে বলে নেই সকালে ঘুম থেকে ওঠার পর খালি পেটে পানি পান করলে  ঠিক কোন কোন উপকার পাওয়া যায়।  অল্প কিছু বিষয় মেনে চললে সকালে খালি পেটে পানি পান করে সুস্থ-সবল থাকার পথে একধাপ এগিয়ে যেতে পারেন। জেনে নিনি বিস্তারিত—

এক. সকালে পানি পান করলে পাকস্থলী পরিষ্কার হয়। এই অভ্যাস অনেক রোগের ঝুঁকি কমায়। পরিপাকক্রিয়া থেকে সঠিকভাবে নানা পুষ্টি উপাদান গ্রহণে শরীরকে সাহায্য করে। সকালে খালি পেটে পানি পান করলে হজমশক্তি বাড়ে। আর এটা তো জানা কথা, হজমশক্তি ভালো হলে অনেক স্বাস্থ্য সমস্যাই দূর হয়।

আরো পড়ুন:

যেসব স্বাস্থ্যকর অভ্যাস জীবন বদলে দিতে পারে

লিভার ডিটক্সিফিকেশনের জন্য সাপ্লিমেন্ট খাওয়া কী জরুরি?

দুই. সকালে খালি পেটে  পর্যাপ্ত পানি পান করলে ত্বক উজ্জ্বল ও সুন্দর থাকে। রক্ত থেকে ‘টক্সিন’ বা বিষাক্ত নানা উপাদান দূর করে পানি।নতুন রক্ত কোষ এবং পেশি কোষ জন্মানোর প্রক্রিয়ায় সহায়তা করে।

তিন. খালি পেটে পানি পান করলে ওজনও নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

যেভাবে পুরোপুরি সুফল পাবেন

বিশেষজ্ঞরা বলেন, সকালে পানি পান করার পারেই খাবার গ্রহণ করা উচিত নয়।

মনে রাখবেন,  প্রতিদিন সকালে এক গ্লাস পানি পান করেই অনেক উপকার পেতে পারেন। আরও ভালো ফলাফল পেতে প্রতিদিন সকালে গড়ে চার গ্লাস পানি (প্রায় এক লিটার) পানি পান করতে পারেন।

প্রথম দিকে এই অভ্যাস গড়ে তুলতে একটু সমস্যা হতে পারে। তবে চেষ্টা করলে  এটা অনেক কিছুদিনের মধ্যে এই অভ্যাস আয়ত্বে চলে আসবে। এবং এর নানা উপকারিতাও বুঝতে পারবেন।

সূত্র: ওয়েবএমডি

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ