ফেসবুকে ছবি দিয়ে কুরুচিকর মন্তব্যের শিকার কেয়া পায়েল
Published: 30th, September 2025 GMT
সোশ্যাল মিডিয়ায় ট্রলিং বা কটাক্ষ করা নতুন কিছু নয়। তবে শোবিজ অঙ্গনের তারকাদের নিয়ে যেন ট্রল করার অপেক্ষাতেই থাকেন নেটিজেনরা। এ তালিকায় এবার যুক্ত হলেন ছোট পর্দার আলোচিত অভিনেত্রী কেয়া পায়েল।
কয়েক দিন আগে কেয়া পায়েল তার ফেসবুকে কয়েকটি ছবি শেয়ার করেন। একটি ছবিতে দেখা যায়, এক তরুণের পাশে হাস্যোজ্জ্বল মুখে দাঁড়িয়ে আছেন কেয়া পায়েল। অন্য একটি ছবিতে সেই তরুণের গালে চুমু খেতে দেখা যায়। এসব ছবির ক্যাপশনে এই অভিনেত্রী লেখেন—“শুভ জন্মদিন আমার ছোট ভাই।”
আরো পড়ুন:
‘স্বপ্ন বাড়ি’ নিয়ে আসছেন দীপু
আগুনে পুড়ে মারা গেছে শিশুশিল্পী ও তার ভাই
এরপর থেকে কমেন্ট বক্সে ধেয়ে আসতে থাকে কুরুচিকর মন্তব্য। এস.
নেটিজেদের কুরুচিপূর্ণ মন্তব্য কেয়া পায়েলেরও নজর এড়ায়নি। নেটিজেনদের উদ্দেশ্যে পোস্টের মন্তব্যের ঘরে এই অভিনেত্রী লেখেন, “কোনো কিছু না জেনে বিচার করবেন না। সে আমার ছোট ভাই।”
ভাই-বোনের সম্পর্ক নিয়েও মানুষ এমন মন্তব্য করতে পারেন তা নিয়ে বিস্মিত কেয়া পায়েল। গণমাধ্যমকে এই অভিনেত্রী বলেন, “আমরা তিন ভাই-বোন। আমি সবার বড়। আমার ছোট ভাই দ্বীপ (আরিয়ান আদভান) ও এক বোন আছে। ছোট ভাই কলেজে পড়ে, ছোট বোনের বয়স ৬ বছর। ওদের ঘিরেই আমার সব কিছু। তাদের জন্মদিন সব সময়ই আমার কাছে বিশেষ। যতই কাজ থাকুক, দিনটা ওদের ঘিরেই নানা পরিকল্পনা করি।
খানিকটা ব্যাখ্যা করে কেয়া পায়েল বলেন, “কখনো বাইরে বের হওয়া হয়। এমনিতেও আমরা বের হই, ঘুরি। সেই ছবিগুলো প্রায়ই ফেসবুক পোস্ট করা হয়। সেভাবেই এবারও ছবি পোস্ট করে কিছু মানুষের রুচির বহিঃপ্রকাশ দেখছি, নোংরা মানসিকতা দেখতে পাচ্ছি।”
ছোট ভাইকে চুমু দেওয়ার বিষয়ে কেয়া পায়েল বলেন, “চোখের সামনে ভাই-বোনদের বেড়ে ওঠা দেখছি। প্রায়ই মনে হয়, কত বড় হয়ে যাচ্ছে ওরা। ওরা তো আমাদের আদরের। জন্মদিনে ভাইকে আদর করে একটি চুমু দিয়েছি। ছবিটি আমাদের খুবই পছন্দের। শুভ কামনা জানিয়েছি। মজার এই ছবিগুলো নিয়ে ট্রলের মধ্যে পড়েছি।”
ঢাকা/শান্ত
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
জকসু নির্বাচন: ছাত্রদলের সমন্বিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানে
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জবি) নির্বাচনে ছাত্রদল ও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ যৌথভাবে ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ নামে সমন্বিত প্যানেল ঘোষণা করেছে।
সোমবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এ প্যানেল ঘোষণা করেন।
আরো পড়ুন:
জকসু নির্বাচন: ২ দিনে ৩৫ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ
জকসু: ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন সেই খাদিজা, লড়তে পারেন জিএস পদে
ঘোষিত প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি একেএম রাকিব, সাধারণ সম্পাদক পদে শাখা ছাত্রদলে যুগ্ম আহ্বায়ক সদ্য পদ পাওয়া খাদিজাতুল কুবরা এবং সহ-সাধারণ সম্পাদক পদে শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য বিএম আতিকুর রমান তানজিল মনোনীত হয়েছে।
প্যানেলে অন্যান্যদের মাঝে রয়েছেন- মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে অনিক কুমার দাস, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে নুসরাত চৌধুরী জাফরিন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে মো. মাশফিকুল ইসলাম রাইন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে আল শাহরিয়ার শাওন, আইন ও মানবাধিকার সম্পাদক পদে লড়বেন অর্ঘ্য শ্রেষ্ঠ দাস, আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক পদে অপু মুন্সী, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে তাকরিম আহমেদ, ক্রীড়া সম্পাদক পদে মো. কামরুল হাসান নাফিজ, পরিবহন সম্পাদক পদে মাহিদ হাসান, সমাজসেবা ও শিক্ষার্থীকল্যাণ সম্পাদক পদে মো. আনন বিন রহমান, পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে লড়বেন রিয়াসাল রাকিব।
এছাড়া নির্বাহী সদস্য পদে রয়েছেন- ইমরান হাসান ইমন, সাদমান সাম্য, সুলতান মাহমুদ শুভ, মনিরুজ্জামান মনির, তৌহিদুল ইসলাম তানিম ও মো. আরিফুল ইসলাম আরিফ। আরেকজন নির্বাহী সদস্যের নাম পরবর্তীতে জানানো হবে বলে জানানো হয়েছে।
ঢাকা/লিমন/মেহেদী