‘যে ঘটনাটা ঘটেছে, এ বিষয়ে ফেসবুকে আমি লিখেছি। আসলে শুধু পাহাড়ে নয়, বাংলাদেশের কোনো জায়গায় হওয়া উচিত নয়। আমরা সবাই বাংলাদেশি। এখানে আমি (জাতীয় ফুটবল দলে) বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে এসেছি। আমি মনে করি, পরিস্থিতি স্বাভাবিক হলে দেশের জন্য ভালো, সবার জন্য ভালো।’

খাগড়াছড়িতে অস্থিরতা নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশ ফুটবল দলের গোলকিপার মিতুল মারমা এ মন্তব্য করেছেন। রাঙামাটি থেকে উঠে আসা এই তরুণ আজ জাতীয় স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাইপর্বে হংকং চায়নার বিপক্ষে প্রস্তুতির প্রথম দিনে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। অনুশীলন শুরুর আগে দলের হয়ে কথা বলতে এলে সাংবাদিকেরা তাঁকে পাহাড়ে চলমান অস্থিরতা ও তাঁর ফেসবুক স্ট্যাটাস নিয়ে প্রশ্ন করেন।

অনুশীলনে নামার আগে সতীর্থ দুই গোলরক্ষক সুজন ও শ্রাবণের সঙ্গে মিতুল (মাঝে).

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আজ মুক্তি পাচ্ছে নতুন দুই সিনেমা, হলে আছে আরও ৭ সিনেমা

কুয়াকাটায় একদল ব্যাচেলর
করোনার সময় দীর্ঘদিন ঘরবন্দী ছিল মানুষ। বিধিনিষেধ শিথিল করা হলে কুয়াকাটায় ঘুরতে যায় একদল ব্যাচেলর। সেখানে নারীদের একটি দলের সঙ্গে তাদের দেখা হয়ে যায়। তাদের কেন্দ্র করেই রোমান্টিক, কমেডি ও থ্রিলারের মিশেলে তৈরি হয়েছে নাসিম সাহনিকের ‘ব্যাচেলর ইন ট্রিপ।’

সিনেমাটির শুটিং শুরু হয় ২০২২ সালের শেষ দিকে। প্রথম লটে এক সপ্তাহের মতো শুটিং করার কথা থাকলেও বাজেটের সমস্যায় দুই দিন পর শুটিং টিমকে রেখেই ঢাকায় চলে গেছেন পরিচালক—এমন একটা অভিযোগ সে সময় এনেছিলেন সিনেমার নায়িকা শিরিন শিলা। পরে তিনি আরও জানান, নায়ক-নায়িকাসহ শিল্পীদের থাকা, খাওয়া—সবকিছুতেই অব্যবস্থাপনা ছিল। এতে ইউনিটে অসন্তোষ তৈরি হয়। সে সময় কলাকুশলীরা ধরেই নিয়েছিলেন, এ সিনেমার শুটিং আর হবে না। দ্বন্দ্ব মিটিয়ে পরের বছর শেষ হয় শুটিং। ডাবিং ও পোস্টের কাজ শেষ করতে লেগে যায় আরও এক বছর।

সিনেমায় জুটি হয়েছেন শিরিন শিলা ও কায়েস আরজু। ছবি: কায়েসের সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ