দশমীর সাজে সবেকিয়ানার সঙ্গে একটু টুইস্ট আনতে পারেন
Published: 2nd, October 2025 GMT
দশমীর সাজে সাবেকিয়ানার সঙ্গে হাল ফ্যাশনের টুইস্ট যোগ করতে পারেন। শাড়ির সঙ্গে ব্লাউজের পরিবর্তে টপস এসে গেছে। এমনকি শাড়ির সঙ্গে আপনার টপকে স্বাচ্ছন্দ্যে মেলাতে পারবেন। শুধু তাই নয়, আপনি সহজেই শার্ট, টি-শার্ট এবং কুর্তির সঙ্গে ব্লাউজগুলো মিলিয়ে নিতে পারেন।
টার্টেল নেক
টার্টল নেক ক্রপ টপ থাকলে শাড়ির সঙ্গে মিলিয়ে পরার চেষ্টা করুন। আপনি একটি সাধারণ টপের সঙ্গে একটি প্রিন্টেড শাড়ি মিলিয়ে নিতে পারেন। এ ছাড়া স্লিভলেস যে কোনও টপ বেছে নিতে পারেন। ভি নেক টি-শার্টের সঙ্গেও শাড়ি পরা যায়।
শার্টের সঙ্গে
সাদা বা কালো রঙের কলার শার্ট পরে নিতে পারেন। এতে খুব আড়ম্বরপূর্ণ দেখাবে আপনাকে। এর সঙ্গে, আপনি আপনার হাতে লম্বা কানের দুল এবং একটি ঘড়ি ক্যারি করতে পারেন। তবে খেয়াল রাখবেন শার্ট যেন শাড়ির সঙ্গে মানানসই হয়।
আরো পড়ুন:
ফ্যাক্ট চেকের কারণে গুজবকারীরা গুজব ছড়াতে ব্যর্থ হয়েছে: আনসার ভিডিপি মহাপরিচালক
কেউ সম্প্রীতির বন্ধন নস্যাৎ করতে পারবে না: ডিআইজি আমিনুল
কুর্তির সঙ্গে
কুর্তির সঙ্গে শাড়ি খুব কমই পরা হয়, তবে এই চেহারাটি বেশ ইউনিক এবং স্টাইলিশ দেখায়। এটিতে, আপনার শাড়ির প্লিটগুলিও ভালভাবে বজায় থাকে এবং আপনি স্বাধীনভাবে চলাফেরা করতে পারেন। শাড়ি এবং কুর্তির সমন্বয় আপনাকে এথনিক পোশাকের সাজেও খুব আধুনিক দেখায়।
শাড়ি পরলে চোখে ভারী মেকআপ নিতে পারেন। আর ঠোঁটে লাগাতে পারেন ন্যুড, পিচ, বারগেন্ডি, হালকা গোলাপি ও বেরিস কালারের লিপস্টিক। তবে রাতের সাজ গ্লসি ভাব জাগিয়ে তুলতে পারেন। বিজয়া দশমীতে দুর্গার লুক ফুটিয়ে তুলতে চাইলে মাথায় পরতে পারেন শোলার চূড়া কিংবা মুকুট।
দশমীর সাজকে পূর্ণতা দিতে পরতে পারেন টিপ। স্বস্তিক চিহ্ন, শিউলিসহ নানা ফুল, লতা-পাতা, মাছ, ময়ূর আঁকা টিপও পরতে পারেন। শাড়ির সঙ্গে বড় আকারের টিপ কিন্তু বেশ মানায়।
শাড়ির সঙ্গে সাবেকি গহনা হতে পারে সঙ্গী। কানপাশা, বড় ঝুমকা শাড়ির সঙ্গে মানাবে। হাতে পরতে পারেন গোলাপ বালা, চুড়ি কিংবা চুড়। গলায় সীতাহার, মালা, নেকলেস পরে নিন ইচ্ছেমতো।
ঢাকা/লিপি
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।