পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন
Published: 11th, November 2025 GMT
সোনারগাঁ উপজেলার পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে বিদ্যালয়ের প্রধান গেইট ভেঙে প্রবেশ করে শিক্ষক-কর্মচারীদের হেনস্তা ও বিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করার প্রতিবাদে শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারীরা মানববন্ধন করেছেন।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী এবং স্থানীয় অভিভাবকরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বিদ্যালয় একটি শিক্ষাপ্রতিষ্ঠান, এখানে যারা শিক্ষক—তারা সমাজ গঠনের কারিগর। তাদের সঙ্গে অসদাচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক মনিরুজ্জামান ভূইয়া বলেন,“শিক্ষকদের মর্যাদা রক্ষায় আমরা কোন আপস করব না। যেভাবে বিদ্যালয়ের গেইট ভেঙে প্রবেশ করে আমাদের শিক্ষকদের অপমান করা হয়েছে, তা আইনের মাধ্যমে প্রতিকার করা হবে।
বিদ্যালয়ের ভাবমূর্তি নষ্টের চেষ্টাকারীদের আমরা চিহ্নিত করেছি এবং প্রশাসনের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাব।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম বলেন, “এই বিদ্যালয় বহু বছর ধরে সুনামের সঙ্গে পরিচালিত হচ্ছে। সম্প্রতি বিদ্যালয়ের কিছু লোক ইচ্ছাকৃতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। শিক্ষকরা এখন ভীতসন্ত্রস্ত। আমি প্রশাসনের কাছে অনুরোধ করব, যেন এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়।”
ভুক্তভোগী শিক্ষক মোঃ আব্দুল বাতেন আবেগভরে বলেন,“শিক্ষক হিসেবে এমন অপমান আমি জীবনে পাইনি। বিদ্যালয়ের ভেতরে আমাদের গেইট ভেঙে প্রবেশ করে হেনস্তা করা হয়েছে—এটা শিক্ষাঙ্গনে ভয়াবহ উদাহরণ। আমি ন্যায়বিচার চাই।”
শিক্ষার্থীরা হাতে ব্যানার নিয়ে মানববন্ধনে অংশ নিয়ে স্লোগান দেন,“শিক্ষকদের সম্মান চাই, অপমানের বিচার চাই”,“বিদ্যালয়ের ভাবমূর্তি রক্ষা কর, অপরাধীদের শাস্তি দাও।”
মানববন্ধনের শেষে শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারীরা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স ন রগ ও ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
নারায়ণগঞ্জে বিডিএস জরিপে ব্যক্তিগত সম্পত্তি রাস্তা হিসেবে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে মানববন্ধন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভুমিদস্যু সিন্ডিকেট জাল-জালিয়াতী ও অর্থের বিনিময়ে বিডিএস ভূমি জরিপে ব্যাক্তিগত পত্রিক সম্পত্তি রাস্তা হিসেবে অন্তর্ভূক্ত করার প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
রবিবার (৯ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ আদালত পাড়ায় এ মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। পরে জেলা প্রশাসক বরাবর একটি আবেদন জমা দেন তারা। এসময় বক্তব্য রাখেন, ভুক্তভোগী এমরান হোসেন, আনোয়ারা বেগম ও নিপা বেগম।
এমরান হোসেন বলেন, আমার সিদ্ধিরগঞ্জ থানাধীন খোর্দ্দঘোষপাড়া মৌজার ১১২নং আর.এস দাগে পত্রিক সম্পত্তি রয়েছে। বিডিডিএল নামক একটি কোম্পানী ২০২২ সালে জোর পূর্বক অসৎ উদ্দেশ্যে ১১১ নং দাগে রাস্তা করার জন্য আমার ১১২নং দাগের ভূমি হতে এক শতাংশ ভূমি সিটি কর্পোরেশনের ড্রেন করার জন্য আমাকে সাজু ডেভেলপারসহ নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি এর সঙ্গীয় সন্ত্রাসী শাহজালাল বাদলসহ অজ্ঞাত সন্ত্রাসী লোকজন অস্ত্রের মুখে জিম্মি করে আমার জমির উপর দিয়ে ড্রেন করে জোর পূর্বক এক শতাংশ জমি আত্মসাৎ করে।
তখন আমি ৩নং ওয়ার্ড শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক হওয়াতে উক্ত বিষয়ে কিছুই করতে পারি নাই। ২০২৫ সালের মার্চ মাসে যখন বিডিএস জরিপ শুরু হয় তখন আমি উক্ত বিষয়টি তাহাদেরকে অবগত করি এবং উক্ত বিষয়ে মানববন্ধন করি। কিন্তু তাতেও কোন প্রতিকার পাই নাই।
এমতাবস্থায় আমার পত্রিক সম্পত্তি রক্ষার জন্য জেলা প্রশাসক মহোদয়ের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।