নাগরিক ঐক্যের কেন্দ্রীয় আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, আমরা একটা ক্রান্তির পথে আছি। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে কোনও কিছুই বাধা হতে পারবে না। এখনই বিবাদমান দুটি পক্ষের বসা উচিত।

তিনি বলেন, ঝগড়াটা যারা করছে তাদের একদিকে আছেন মির্জা ফখরুল, আরেকদিকে আছে আরেকজন। বসা উচিত। এমন যদি চলতে থাকে তাহলে দুটি পক্ষ একে অপরের মুখোমুখি দাঁড়াবে।

শুক্রবার সন্ধ্যায় নগরীর আলী আহমদ চুনকা মিলনায়তনে নারায়ণগঞ্জে জেলা নাগরিক ঐক্যের সাবেক আহ্বায়ক ও সাবেক এমপি এস এম আকরামের স্মরণসভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, এখানে সবাই আছে। আমি রাজনীতি করি। চেষ্টা করবো রাজনীতিতে থাকার। আমার বিশ্ববিদ্যালয়ের রাজনীতির প্রতিপক্ষ ছিল ওবায়দুল কাদের। তিনি কোথায় ছিলেন, আমি কোথায় ছিলাম। আজ তিনি কোথায়, আমি কোথায়। তিনি আমাকে বলতেন সারাজীবন এত সংগ্রাম করলেন কিছু করতে পারলেন না। আমি মাহমুদর রহমান মান্না আর তিনি ওবায়দুল কাদের, পরের বিশেষণটা বললাম না। আমি অনেক ভাল আছি।

মাহমুদুর রহমান মান্না বলেন, প্রধানমন্ত্রী যিনি ছিলেন তিনি বলতেন, দেশের কী উন্নতি হচ্ছে দেখছেন না। আমার পিওনও চারশো কোটি টাকার মালিক। সেই প্রধানমন্ত্রীর কাছে আপনারা জানতে চাইবেন না, কীভাবে আপনার পিওন চারশো কোটি টাকার মালিক হলো?

দেলোয়ার হোসেন চুন্নুর সভাপতিত্বে ও জেলা খেলাঘর আসরের সভাপতি জহিরুল ইসলাম জহিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন  নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ বি সিদ্দিক, আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর উদ্দিন আহমেদ, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবু আল ইউসুফ খান টিপু, জেলা বাসদের সাবেক সমন্বয়ক আবু নাঈম খান বিপ্লব, কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী প্রমুখ।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ র রহম ন ম

এছাড়াও পড়ুন:

জেলা প্রশাসককে ২৪’র শহীদদের স্মারক দিল জামায়াত

জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে তার হাতে ২৪ এর জুলাই -আগস্ট আন্দোলনে শহীদদের স্মারক গ্রন্থসহ শহীদদের তথ্য ভিত্তিক ডকুমেন্টারি স্বারক দিলেন জামায়াত নেতৃবৃন্দ।

সোমবার (২৯ এপ্রিল) দুপুরে জেলা জেলা প্রশাসকের কার্যালয়ে জামায়াত নেতৃবন্দ এ স্বারক তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী শাখার আমীর মাওলানা আবদুল জব্বার। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ, নারায়ণগঞ্জ জেলা  আমীর জনাব মমিনুল হক সরকার, নারায়ণগঞ্জ মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, এডভোকেট জাহাঙ্গীর দেওয়ান, এডভোকেট নিজাম উদ্দিন প্রমুখ।

উল্লেখ্য, ২৪ এর জুলাই-আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে হাসিনা সরকারের নির্বিচারে ছাত্র- জনতার উপর হামলার ঘটনায় প্রায় ১৮ শত শাহাদাৎ বরণ করে, জামায়াত সেই সকল শহীদদের নিয়ে স্বারক গ্রন্থ তৈরী করে।
 

সম্পর্কিত নিবন্ধ

  • রূপগঞ্জে টেক্সটাইল কারখানায় গ্যাসের মিটার বিস্ফোরণে চারজন দগ্ধ
  • নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৩
  • নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিস চালু হচ্ছে ১০ মাস পর
  • অটোরিকশার ধাক্কায় ছিটকে বাসের নিচে, দুই বন্ধু নিহত
  • আজমির ওসমান বাহিনীর অন্যতম ক্যাডার মাসুম প্রকাশ্যে. আতঙ্ক
  • মে দিবসের সমাবেশকে সফল করতে মহানগর বিএনপির মতবিনিময় সভা 
  • নারায়ণগঞ্জে বালক (অনূর্ধ্ব-১৫) ফুটবল প্রতিযোগিতা ও প্রশিক্ষণের উদ্বোধন
  • নারায়ণগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনিতে তরুণের মৃত্যু
  • নারায়ণগঞ্জের কদম রসুল সেতুর সংযোগ সড়কের প্রবেশমুখ পুনর্নির্ধারণের দাবিতে স্মারকলিপি
  • জেলা প্রশাসককে ২৪’র শহীদদের স্মারক দিল জামায়াত