কুবিতে প্রশ্নফাঁসে অভিযুক্ত শিক্ষকের কক্ষ সিলগালা
Published: 18th, March 2025 GMT
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে উত্তরপত্রসহ প্রশ্নফাঁসে অভিযুক্ত সহকারী অধ্যাপক কাজী এম. আনিছুল ইসলামের কক্ষ সিলগালা করা হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের নির্দেশে কক্ষটি সিলগালা করে দেওয়া হয়েছে।
এ বিষয়ে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড.
আরো পড়ুন:
সম্প্রীতির ইফতারে প্রাণোচ্ছল কুমিল্লা বিশ্ববিদ্যালয়
কুবিতে প্রশ্নফাঁসের অভিযোগ তদন্তে শিক্ষার্থীদের ৫ দাবি
এ ব্যাপারে প্রশ্নফাঁসের অভিযোগ তদন্তে গঠিত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. জাকির ছায়াদুল্লাহর কাছে জানতে চাইলে তিনি তদন্ত চলাকালে কোন মন্তব্য করতে রাজি হননি।
গত ১১ মার্চ দিবাগত রাতে একটি বেনামি মেইল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং সাংবাদিকদের কাছে পাঠানো চিঠিতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০-২১ বর্ষের চলমান তৃতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টার ফাইনাল পরীক্ষায় প্রতিটি কোর্সের প্রশ্ন ফাঁস হয়েছে দাবি করা হয়। অভিযোগের প্রেক্ষিতে গত ১৩ মার্চ ওই ব্যাচের সেমিস্টার ফাইনাল পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।
পরে এ নিয়ে তদন্ত করতে পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটিও গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসঙ্গে অভিযুক্ত শিক্ষককে তদন্ত চলাকালীন বাধ্যতামূলক ছুটি এবং ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে।
ঢাকা/এমদাদুল/মেহেদী
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সময়ের কান্ঠস্বরে নিয়োগ পেলেন চ্যানেল-এস’র সাংবাদিক মুন্না
দেশের শীর্ষস্থানীয় জাতীয় অনলাইন গনমাধ্যম সময়ের কন্ঠস্বরে নিয়োগ পেয়েছেন স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল-এস এর সাংবাদিক সাদ্দাম হোসেন মুন্না।
অনলাইন গনমাধ্যমটির নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি হিসেবে তিনি নিয়োগপ্রাপ্ত হয়ে ইতিমধ্যে কাজ শুরু করেছেন।
প্রতিক্রিয়ায় সাংবাদিক সাদ্দাম হোসেন মুন্না বলেন, দেশের শীর্ষ স্থানীয় এবং প্রথম সনামধন্য অনলাইন সময়ের কন্ঠস্বরে আমাকে নিয়োগ দেয়ায় প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের আন্তরিক ভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি।
পাশাপাশি সিদ্ধিরগঞ্জের আমার শুভাকাংখিদের কাছে সহযোগিতা ও দোয়া কামনা করছি।