জামালপুরের সরিষাবাড়ীতে লাঠি দিয়ে আঘাত করে এক ভিক্ষুকের কানের একটি অংশ ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে সোহেল মিয়া (২৭) নামে যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের মোনারপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। 

অভিযুক্ত সোহেল মিয়া মোনারপাড়া গ্রামের হবিবুর রহমানের ছেলে।

আরো পড়ুন:

মুন্সীগঞ্জে অটোরিকশা ছিনতাই, ‘গণপিটুনিতে’ নিহত ১

ভিক্ষুককে ‌যৌন নিপীড়নের অভিযোগে গণধোলাই

আহত ভিক্ষুকের নাম আব্দুর ছত্তার (৬০)। তিনি সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের বারইপটল গ্রামের মৃত রেজাউল করিমের ছেলে। তাকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন সোহেল। তিনি বলেন, “ভিক্ষা নিতে এসে দুই বাড়ির মাঝখানের গলির মধ্যে পড়ে যান ওই ভিক্ষুক। এতে তিনি কানে আঘাত পেয়েছেন। তাকে আমি মারিনি।”

স্থানীয়রা জানান, আজ সকালে ভিক্ষা করতে করতে মোনারপাড়া গ্রামের হবিবুর রহমানের বাড়িতে যান ভিক্ষুক আব্দুর ছাত্তার। তিনি সোহেলের কাছে ভিক্ষা চান। এসময় উত্তেজিত হয়ে ভিক্ষুকের বাম কানের ওপর লাঠি দিয়ে আঘাত করেন সোহেল। আঘাতে আব্দুর ছত্তারের বাম কানের একটি অংশ ছিঁড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আব্দুর ছত্তারকে পরে জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করে চিকিৎসক। 

সরিষাবাড়ী থানার ওসি মো.

চাঁদ মিয়া বলেন, “পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত সোহেলকে আটক করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/শোভন/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ম রধর আটক অভ য গ

এছাড়াও পড়ুন:

সাঙ্গুর চরের মুলা

২ / ৯মুলা নিয়ে আসছেন এক পাহাড়ি কিষানি

সম্পর্কিত নিবন্ধ