কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কাপে শুভসূচনা  করেছিল বাংলাদেশ। জাকার্তায় আজ স্বাগতিক ইন্দোনেশিয়াকে ৩-২গোলে হারিয়ে দ্বিতীয় জয় পেয়েছে টুর্নামেন্টের টানা চারবারের চ্যাম্পিয়নরা।

বাংলাদেশ জয়সূচক গোলটি পেয়েছে ম্যাচ শেষ হওয়ার ২১ সেকেন্ড আগে। ড্র করতে করতে শেষ পর্যন্ত ফজলে রাব্বির ফিল্ড গোলে স্বস্তি নিয়েই মাঠ ছেড়েছে মামুন উর রশিদের দল।

প্রথম কোয়ার্টারে গোল পায়নি বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারে ওবায়দুল হোসেনের ফিল্ড গোলের পর গত ম্যাচের সেরা খেলোয়াড় সোহানুর রহমানের পেনাল্টি কর্নার গোলে হয় ২-০।

আরও পড়ুনদুই ভাইয়ের ঘুমে জাগরণে শুধুই হকি০৮ এপ্রিল ২০২৫

পরপরই ৪ মিনিটের ব্যবধানে দুটি ফিল্ড গোল করে ম্যাচে ফিরে আসে ইন্দোনেশিয়া। এ সময় বাংলাদেশকে ভালোই চোখ রাঙাচ্ছিল স্বাগতিক দল, যারা শক্তিতে অনেকটা পিছিয়ে। কিন্তু তৃতীয় গোলটা আর গোল পাচ্ছিল না বাংলাদেশ। তাই শঙ্কা জাগে ড্রয়ের।

ম্যাচসেরার পুরস্কার হাতে বাংলাদেশের ওবায়দুল হোসেন (মাঝে).

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

২৭ নভেম্বরই জকসু নির্বাচন চায় ছাত্রশিবির

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন চলতি মাসের ২৭ নভেম্বর আয়োজনের দাবি জানিয়েছে শাখা ইসলামী ছাত্রশিবির।

সোমবার (৩ নভেম্বর) সংগঠনটির নেতারা জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান বরাবর এ দাবি জানিয়ে একটি স্মারকলিপি দেন।

আরো পড়ুন:

জকসু নির্বাচন নিয়ে একে অপরকে দোষারোপ ছাত্র সংগঠনগুলোর

জবি প্রশাসনের কাছে ২০ দাবি জানাল ইউটিএল

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২০ বছর পর এই প্রথম জকসু নির্বাচন হতে যাচ্ছে। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ও আন্দোলনের পর প্রশাসন নির্বাচন আয়োজনের রোডম্যাপ প্রকাশ করেছে। কিন্তু সম্প্রতি একটি গোষ্ঠী নির্বাচন বানচালের নীলনকশা শুরু করেছে, যা শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্নের অপচেষ্টা।

এতে আরো বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী নির্বাচন না করলে তা হবে শিক্ষার্থীদের ভোটাধিকার হরণের সামিল। কারণ ১৩ ডিসেম্বর থেকে ২১তম ব্যাচের ভর্তি পরীক্ষা, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, ১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং পরবর্তী শীতকালীন ছুটির কারণে ডিসেম্বর মাসে নির্বাচন করা সম্ভব নয়।

এ সময় সংগঠনটির নেতারা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঘোষিত তারিখ অনুযায়ী ২৭ নভেম্বরই জকসু নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। নির্বাচন বিলম্বের কোনো যৌক্তিক কারণ নেই।

ঢাকা/লিমন/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ