২১ সেকেন্ড আগে গোল করে বাংলাদেশের স্বস্তি
Published: 20th, April 2025 GMT
কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কাপে শুভসূচনা করেছিল বাংলাদেশ। জাকার্তায় আজ স্বাগতিক ইন্দোনেশিয়াকে ৩-২গোলে হারিয়ে দ্বিতীয় জয় পেয়েছে টুর্নামেন্টের টানা চারবারের চ্যাম্পিয়নরা।
বাংলাদেশ জয়সূচক গোলটি পেয়েছে ম্যাচ শেষ হওয়ার ২১ সেকেন্ড আগে। ড্র করতে করতে শেষ পর্যন্ত ফজলে রাব্বির ফিল্ড গোলে স্বস্তি নিয়েই মাঠ ছেড়েছে মামুন উর রশিদের দল।
প্রথম কোয়ার্টারে গোল পায়নি বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারে ওবায়দুল হোসেনের ফিল্ড গোলের পর গত ম্যাচের সেরা খেলোয়াড় সোহানুর রহমানের পেনাল্টি কর্নার গোলে হয় ২-০।
আরও পড়ুনদুই ভাইয়ের ঘুমে জাগরণে শুধুই হকি০৮ এপ্রিল ২০২৫পরপরই ৪ মিনিটের ব্যবধানে দুটি ফিল্ড গোল করে ম্যাচে ফিরে আসে ইন্দোনেশিয়া। এ সময় বাংলাদেশকে ভালোই চোখ রাঙাচ্ছিল স্বাগতিক দল, যারা শক্তিতে অনেকটা পিছিয়ে। কিন্তু তৃতীয় গোলটা আর গোল পাচ্ছিল না বাংলাদেশ। তাই শঙ্কা জাগে ড্রয়ের।
ম্যাচসেরার পুরস্কার হাতে বাংলাদেশের ওবায়দুল হোসেন (মাঝে).উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
৬ মিনিটেই ইতিহাসে সালাহ, কেইনের লাগল ৬৩ মিনিট
চ্যাম্পিয়নস লিগে নতুন মৌসুমে স্কোরলাইনে নাম লেখাতে দেরি করেননি মোহাম্মদ সালাহ—সময় নিয়েছেন মাত্র ৬ মিনিট। অ্যানফিল্ডে গতকাল রাতে চ্যাম্পিয়নস লিগে নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে আতলেতিকো মাদ্রিদকে ৩-২ গোলে হারায় লিভারপুল। ম্যাচের ৬ মিনিটের মধ্যে গোল করানোর পাশাপাশি মিসরীয় ফরোয়ার্ড নিজেও একটি গোল করেন। আর তাতেই দারুণ এক রেকর্ড গড়েছেন লিভারপুল কিংবদন্তি।
আরও পড়ুনকেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব৫ ঘণ্টা আগে৪ মিনিটে সালাহর ফ্রি–কিক লিভারপুল লেফট ব্যাক অ্যান্ড্রু রবার্টসনের পায়ে লেগে জালে জড়ায়। দুই মিনিট পরই বক্সের ভেতর থেকে দারুণ ফিনিশিংয়ে গোল করেন সালাহ। ‘অপ্টা’ জানিয়েছে, সালাহ চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে কোনো ইংলিশ ক্লাবের হয়ে ম্যাচের প্রথম ৬ মিনিটের মধ্যে গোল করার পাশাপাশি গোল করালেন। যেকোনো ক্লাবের হিসাবে সালাহ এই তালিকায় তৃতীয়। এর আগে মারিয়ানো বোমবার্দা ও করিম বেনজেমা প্রথম ৬ মিনিটের মধ্যে গোল করার পাশাপাশি গোল করিয়েছেন।
আতলেতিকোর বিপক্ষে গোল পেয়েছেন সালাহ