যুদ্ধ বন্ধে মস্কো ও কিয়েভকে মুখোমুখি বৈঠকে বসতে হবে: যুক্তরাষ্ট্র
Published: 4th, May 2025 GMT
ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি আলোচনায় আর মধ্যস্থতা না করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দীর্ঘ যুদ্ধবিরতিতে রাজি না হওয়ায় বৃহস্পতিবার ওয়াশিংটন এ ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ট্যামি ব্রুস জানিয়েছেন, আলোচনায় তাদের ‘সহযোগিতার পদ্ধতি বদলাচ্ছেন’ এবং ‘বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে গিয়ে বৈঠকে’ তারা আর অংশ নেবেন না। মস্কো ও কিয়েভকে এখন যুদ্ধ বন্ধে ‘সুনির্দিষ্ট’ প্রস্তাবনা হাজির করতে হবে এবং সংঘাত বন্ধে মুখোমুখি বৈঠকে বসতে হবে। বর্তমান পরিস্থিতি অনুযায়ী এ যুদ্ধ যে ‘দ্রুতই শেষ হচ্ছে না’ মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও বৃহস্পতিবার তা স্বীকার করে নিয়েছেন।
যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে খনিজ চুক্তি স্বাক্ষরিত হওয়ার কয়েক দিনের মধ্যে শান্তি আলোচনার মধ্যস্থতা থেকে পিছু হটল ওয়াশিংটন। এরই মধ্যে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে অস্ত্র সরবরাহে ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রশাসনকে সবুজ সংকেত দিয়েছেন বলেও জানিয়েছে কয়েকটি সূত্র।
দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার আগে, এমনকি খনিজ চুক্তি স্বাক্ষরিত হওয়ার আগের কয়েক সপ্তাহেও এই যুদ্ধ নিয়ে ইউক্রেনকেই সবচেয়ে বেশি দোষারোপ করেছেন ট্রাম্প। তবে সম্প্রতি পুতিনের ওপর তাঁর হতাশা বাড়তে দেখা যাচ্ছে। ক্রেমলিন কিয়েভের সঙ্গে সরাসরি শান্তি আলোচনায় বসার আগ্রহ দেখালেও, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের দেওয়া শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তারা। ওই প্রস্তাবে ইউক্রেনের যেসব এলাকা মস্কোর দখলে রয়েছে, সেগুলোর আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার কথা ছিল না। যুদ্ধ-পূর্ববর্তী ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশের নিয়ন্ত্রণই এখন রুশ বাহিনীর হাতে।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, উভয় পক্ষই শান্তি প্রতিষ্ঠায় অপরের শর্তগুলো কী তা জানে। এখন চুক্তিতে আসা এবং এই সংঘাত বন্ধ করাটা পুরোপুরি তাদের ওপর নির্ভর করছে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করতে কানাডা যাচ্ছেন সিইসি
কানাডায় বসবাসরত বাংলাদেশি প্রবাসী নাগরিকদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদান কার্যক্রমের উদ্বোধন করতে ২৮ আগস্ট কানাডা যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রবাসী ভোটারদের সঙ্গে একটি সভায়ও অংশ নেবেন তিনি।
সরকারি এক আদেশে এ সফরের সূচি নির্ধারণ করা হয়েছে। লালমনিরহাট জেলা নির্বাচন কর্মকর্তা মো. লুৎফুল কবির সরকার তাঁর সফরসঙ্গী হবেন। সফরের মূল উদ্দেশ্য হলো টরন্টো ও অটোয়ায় উদ্বোধনী অনুষ্ঠানগুলোতে যোগদান এবং কানাডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন কার্যক্রমের সূচনা করা।
সিইসি ২৬ আগস্ট অথবা তার কাছাকাছি সুবিধাজনক কোনো তারিখে ঢাকা থেকে কানাডার উদ্দেশে যাত্রা করবেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর সেখানে ভোটার নিবন্ধন প্রক্রিয়া, সুবিধা এবং বিভিন্ন প্রশ্নোত্তর সেশন অনুষ্ঠিত হবে। এতে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় তথ্য ও দিকনির্দেশনা দেওয়া হবে।
সফর শেষে সিইসি ৪ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত কানাডার ভ্যাঙ্কুভারে ব্যক্তিগত ছুটিতে থাকবেন। এই ছুটির অতিরিক্ত সময়ের সব খরচ তিনি নিজে বহন করবেন। ৮ সেপ্টেম্বর তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।
নির্বাচন কমিশন কানাডায় প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন কার্যক্রমের এই উদ্যোগকে প্রবাসীদের ভোটাধিকারে অংশগ্রহণ বাড়ানোর জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে। পাশাপাশি এটি ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা ও জবাবদিহির ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা প্রকাশ করছে।