টি-টোয়েন্টির নেতৃত্বে লিটন, সহ-অধিনায়ক মেহেদী
Published: 4th, May 2025 GMT
বাংলাদেশ টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক হিসেবে নিয়োগ পেয়েছেন লিটন দাস। এর আগে বেশ কয়েকবার বাংলাদেশকে নেতৃত্বে দিলে এবারই প্রথম দীর্ঘমেয়াদে অধিনায়কের দায়িত্ব পেলেন তিনি। এছাড়া এছাড়া টি-টোয়েন্টি দলে আস্থার জায়গা হয়ে ওঠা অলরাউন্ডার শেখ মেহেদীকে দেওয়া হয়েছে সহ-অধিনায়কের দায়িত্ব।
সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফরের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। মোট ৭ ম্যাচের জন্য ঘোষিত দলে জায়গা ধরে রেখেছেন সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, যিনি স্বেচ্ছায় টি-টোয়েন্টির অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান।
বাংলাদেশ স্কোয়াড: লিটন কুমার দাস (অধিনায়ক), শেখ মেহেদী হাসান (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তানজিম হাসান তামিম, শামীম হোসেন পাটোয়ারি, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তানভির ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।
বিস্তারিত আসছে.
উৎস: Samakal
কীওয়ার্ড: ল টন দ স
এছাড়াও পড়ুন:
রাতে নিউইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে আজ রাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
সফরসূচি অনুযায়ী, তিনি ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছাবেন এবং ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন।
আরো পড়ুন:
আফগানিস্তান বাগরাম বিমান ঘাঁটি ফিরিয়ে না দিলে ‘খারাপ কিছু’ ঘটবে: ট্রাম্প
সিরিয়ান অভিবাসীদের ৬০ দিনের মধ্যে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে
সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে চার জন রাজনৈতিক নেতা থাকছেন। তারা হলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
এর আগে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সাংবাদিকদের জানিয়েছিলেন, প্রধান উপদেষ্টা বিগত এক বছরে দেশে হওয়া সংস্কার এবং আসন্ন জাতীয় নির্বাচনের মাধ্যমে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার বিশ্ব নেতাদের সামনে তুলে ধরবেন।
এছাড়া, ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠেয় জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির সভাপতিত্বে ‘হাই লেভেল কনফারেন্স অন দ্য সিচুয়েশন অব রোহিঙ্গা মুসলিমস অ্যান্ড আদার মাইনরিটিজ ইন মিয়ানমার’ শীর্ষক এক উচ্চপর্যায়ের সভায়ও প্রধান উপদেষ্টা অংশ নেবেন। আগামী ২ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে।
ঢাকা/ইভা