টি-টোয়েন্টির নেতৃত্বে লিটন, সহ-অধিনায়ক মেহেদী
Published: 4th, May 2025 GMT
বাংলাদেশ টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক হিসেবে নিয়োগ পেয়েছেন লিটন দাস। এর আগে বেশ কয়েকবার বাংলাদেশকে নেতৃত্বে দিলে এবারই প্রথম দীর্ঘমেয়াদে অধিনায়কের দায়িত্ব পেলেন তিনি। এছাড়া এছাড়া টি-টোয়েন্টি দলে আস্থার জায়গা হয়ে ওঠা অলরাউন্ডার শেখ মেহেদীকে দেওয়া হয়েছে সহ-অধিনায়কের দায়িত্ব।
সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফরের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। মোট ৭ ম্যাচের জন্য ঘোষিত দলে জায়গা ধরে রেখেছেন সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, যিনি স্বেচ্ছায় টি-টোয়েন্টির অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান।
বাংলাদেশ স্কোয়াড: লিটন কুমার দাস (অধিনায়ক), শেখ মেহেদী হাসান (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তানজিম হাসান তামিম, শামীম হোসেন পাটোয়ারি, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তানভির ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।
বিস্তারিত আসছে.
উৎস: Samakal
কীওয়ার্ড: ল টন দ স
এছাড়াও পড়ুন:
চাঁদপুরে পাসপোর্ট তৈরি করতে এসে আটক দুই রোহিঙ্গা নারী
চাঁদপুরে ভুয়া এনআইডি ব্যবহার করে পাসপোর্ট করতে গিয়ে ধরা পড়েছেন দুই রোহিঙ্গা নারী। গতকাল মঙ্গলবার দুপুরে চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে তাঁদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
আটক দুই নারী কক্সবাজারের কুতুপালং ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তাঁদের আজ বুধবার ভোরে পুলিশ পাহারায় ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে। সকালে এ তথ্য নিশ্চিত করেছেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া।
চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের কয়েকজন কর্মকর্তা জানান, গতকাল দুপুর ১২টার দিকে ওই দুই নারী পাসপোর্ট তৈরির জন্য আসেন। পরে তাঁদের ভুয়া এনআইডির বিষয়টি ধরা পড়ে। একপর্যায়ে তাঁরা জালিয়াতির কথা স্বীকার করেন। জিজ্ঞাসাবাদে ওই দুই নারী জানান, তাঁদের সৌদি আরবে নেবেন বলে এক লোক যোগাযোগ করেছিলেন। সেই লোকের মাধ্যমেই পাসপোর্ট তৈরির জন্য এসব কাগজপত্র জোগাড় করেন। তবে তাঁরা ওই লোককে চেনেন না বলে দাবি করেছেন।
চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক মাহবুবুর রহমান বলেন, ‘পুলিশ ক্লিয়ারেন্স বন্ধ হওয়ায় আমরা আরও সাবধান হয়েছি। তারপরেও আতঙ্কের মধ্যে থাকতে হয়। কারণ ফাঁক-ফোকর দিয়ে রোহিঙ্গারা পাসপোর্ট নিয়ে যেতে পারে। আমরা আরও সতর্ক হওয়ার চেষ্টা করছি।’
চাঁদপুর মডেল থানার ওসি বলেন, যেহেতু আটক দুই নারী বৈধভাবে ওই ক্যাম্পে থাকেন। এ কারণে তাঁদের থানার কর্মকর্তা ও ফোর্সসহ ওই ক্যাম্পে পাঠানো হয়েছে।