বাংলাদেশ সোসাইটি অব মেডিকেল মাইক্রোবায়োলজিস্ট-এর নতুন পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি (২০২৫-২০২৭) গত শনিবার (৩ মে ২০২৫) ঢাকার একটি রেস্তোরাঁয় এক অনুষ্ঠানের মাধ্যমে দায়িত্বভার গ্রহণ করেছেন। কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ, বিএমডিসির সহসভাপতি, নিপসমের প্রাক্তন পরিচালক অধ্যাপক জাফরুল্লাহ চৌধুরী। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক মো.

আব্দুল্লাহ ইউসুফ।

এর আগে বাংলাদেশ সোসাইটি অব মেডিকেল মাইক্রোবায়োলজিস্ট ৯ম জাতীয় সম্মেলন সম্প্রতি রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক মো. সাইদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব সারোয়ার বারী, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নাজমুল হোসেনসহ অন্যরা। দেশের প্রায় ৪০০ জন মেডিকেল মাইক্রোবায়োলজিস্ট জাতীয় সম্মেলনে অংশগ্রহণ করেন। বৈজ্ঞানিক অধিবেশনে বেশ কয়েকটি গবেষণাপত্র উপস্থাপন করা হয়। একই দিনে ৮ম বার্ষিক সাধারণ সভা ২০২৫ অনুষ্ঠিত হয়। উক্ত সাধারণ সভায় নতুন পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি (২০২৫-২০২৭) গঠিত হয়। সেই কমিটি ৩ মে দায়িত্বভার গ্রহণ করে।

কার্যনির্বাহী কমিটির সহসভাপতি অধ্যাপক মো. আকরাম হোসাইন ও ব্রিগেডিয়ার জেনারেল মনিরুল হক। অন্যান্য পদগুলোতে আছেন কোষাধ্যক্ষ অধ্যাপক একেএম মুসা, যুগ্ম-সম্পাদক অধ্যাপক সাইফুল হাসান নোমান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জোবায়ের, বৈজ্ঞানিক ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মাহফুজা নাসরিন, দপ্তর সম্পাদক নিগাহ জান্নাত দোলা, সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আদনীন মৌরিন।  এ ছাড়া কার্যনির্বাহী পরিষদ সদস্য অধ্যাপক নাইমা মোয়াজ্জেম, অধ্যাপক শাহ্ মো. জহিরুল হক আছনা, অধ্যাপক মোস্তফা কামাল, অধ্যাপক জসিম উদ্দিন, অধ্যাপক আফজালুননেসা বিনতে লুৎফর, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক আরিফ আহমেদ খান, অধ্যাপক খন্দকার মো. ফয়সাল আলম, অধ্যাপক জাকির হোসাইন হাবীব, অধ্যাপক নাসের ইবনে সাত্তার, মো. সাইফুল ইসলাম, মোস্তাকিমুর রহমান, রেহানা রাজ্জাক খান, নাজিয়া হক, লেফটেন্যান্ট কর্নেল সুমন খীসা ও শাহরিয়ার রিজভী।

বাংলাদেশ সোসাইটি অব মেডিকেল মাইক্রোবায়োলজিস্ট (বিএসএমএম)-এর নতুন কার্যনির্বাহী কমিটি সম্মানিত সদস্যদের কল্যাণের জন্য কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। বিজ্ঞপ্তি

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ল দ শ স স ইট অন ষ ঠ কল য ণ

এছাড়াও পড়ুন:

পূবালী ব্যাংক নেবে জুনিয়র অফিসার

পূবালী ব্যাংক পিএলসি ‘জুনিয়র অফিসার (আইন)’ পদে ২০ জন কর্মকর্তা নিয়োগ দেবে। দেশের অন্যতম বৃহৎ বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি এ-সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

আবেদনকারীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এলএলএমসহ এলএলবি (সম্মান) ডিগ্রি থাকতে হবে। এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম জিপিএ ৪.০০ (৫.০০-এর মধ্যে) এবং স্নাতক ও স্নাতকোত্তরে ন্যূনতম সিজিপিএ ৩.০০ (৪.০০-এর মধ্যে) থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে অথবা আইনজীবী হিসেবে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বার কাউন্সিলের এনরোলমেন্ট সনদ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

আরও পড়ুনএ সপ্তাহের সেরা সরকারি চাকরির বিজ্ঞপ্তি, মোট পদ ১৬৯৫০১ আগস্ট ২০২৫

নির্বাচিতদের দেওয়ানি ও ফৌজদারি মামলা পরিচালনা, চুক্তিপত্র খসড়া ও ভোটিং, সম্পত্তির কাগজ যাচাইসহ বিভিন্ন আইনি কাজে নিয়োজিত করা হবে। বয়সসীমা সর্বোচ্চ ৩৪ বছর (৩১ জুলাই ২০২৫ অনুযায়ী)। নিয়োগপ্রাপ্তদের কমপক্ষে পাঁচ বছর চাকরির অঙ্গীকার দিতে হবে।

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে ওয়েবসাইটে। আবেদন করা যাবে ৩১ আগস্ট ২০২৫ তারিখ, সন্ধ্যা ৬টা পর্যন্ত। সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের লিখিত পরীক্ষা ও মৌখিক সাক্ষাৎকারে অংশ নিতে হবে।

আরও পড়ুনফিনল্যান্ড কীভাবে গড়েছে বিশ্বসেরা শিক্ষাব্যবস্থা, সাফল্যের ৬ কারণ৯ ঘণ্টা আগেএক নজরে বিস্তারিত—

পদের নাম: জুনিয়র অফিসার (আইন)

পদসংখ্যা: ২০ জন

আবেদনের মাধ্যম: www.pubalibangla.com/career

আবেদনের শেষ সময়: ৩১ আগস্ট ২০২৫ তারিখ, সন্ধ্যা ৬টা পর্যন্ত

সম্পর্কিত নিবন্ধ

  • বেসরকারি ব্যাংকে নিয়োগ, স্নাতকোত্তর ডিগ্রিতে আবেদন
  • দ্য হান্ড্রেডে দল পেলেন পাকিস্তানের ইমাদ ও আমির
  • গণগ্রন্থাগার অধিদপ্তরে ৬ বছর পর পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৩৩
  • আজ টিভিতে যা দেখবেন (৫ আগস্ট ২০২৫)
  • ওয়ালটন ডেপুটি ম্যানেজার পদে নিয়োগ, ৭ আগস্টের মধ্যে আবেদন
  • নাইরোবিতে উইকিপিডিয়ার সম্মেলনে যাচ্ছেন ৫ বাংলাদেশি তরুণ
  • আজ টিভিতে যা দেখবেন (৪ আগস্ট ২০২৫)
  • ৫ আগস্ট ঘিরে বিশেষ অভিযান, ঢাকায় আওয়ামী লীগের ২১ নেতা-কর্মী গ্রেপ্তার
  • পূবালী ব্যাংক নেবে জুনিয়র অফিসার
  • ‘ভোট দেব না’—এই ‘অস্ত্র’ ব্যবহার করতে পারেন নারীরা: অধ্যাপক আলী রীয়াজ