বিয়ের দেড় বছরের মাথায় বাবা-মা হতে যাওয়ার ঘোষণা দিলেন ভারতের দক্ষিণী সিনেমার তারকা জুটি বরুণ তেজ ও লাবণ্য ত্রিপাঠি। মঙ্গলবার (৬ মে) ইনস্টাগ্রাম পোস্টে আনন্দের খবরটি জানান এই দম্পতি।

ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন বরুণ তেজ ও লাবণ্য ত্রিপাঠি। তাতে দেখা যায়, বরুণের হাতটি শক্ত করে ধরে আছেন লাবণ্য। পাশাপাশি ছোট্ট এক জোড়া জুতা। এ ছবির ক্যাপশনে লেখেন, “জীবনের সবচেয়ে চমৎকার চরিত্রটি এখনো আসেনি। খুব শিগগির আসছে।”

এরপর থেকে সহকর্মী, ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছা বার্তায় ভাসছেন এই দম্পতি। শোবিজ অঙ্গনের তারকাদের মধ্যে রয়েছেন— কাজল আগরওয়াল, রেজিনা, আদিত্য রায় হায়দারি, রাম চরেণে স্ত্রী উপাসনা, রাকুল প্রীত সিং, অভিনেতা নিতিন প্রমুখ।

আরো পড়ুন:

ভারতে নিষিদ্ধ পাকিস্তানি অভিনেতার সিনেমা, ক্ষুব্ধ প্রকাশ রাজ

বাবা-মা হতে যাচ্ছেন নাগা-শোভিতা?

বরুণ তেজ ও লাবণ্য ত্রিপাঠি অভিনয় ক্যারিয়ারে আলাদা আলাদাভাবে বেশ কিছু ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। কয়েকটি সিনেমায় জুটি বেঁধেও অভিনয় করেছেন। ২০১৭ সালে ‘মিস্টার’ সিনেমার শুটিং সেটে তাদের প্রথম পরিচয়। পরবর্তীতে সম্পর্কে জড়ান বরুণ-লাবণ্য। তাদের প্রেম নিয়ে কানাঘুষা কম হয়নি। তবে মুখে কুলুপ এঁটেছিলেন।

২০২৩ সালের ৯ জুন ভারতের হায়দরাবাদে আংটি বদল করেন বরুণ-লাবণ্য। এর মাধ্যমে গুঞ্জনকে বাস্তবে রূপ দেন। একই বছরের ১ নভেম্বর বিয়ে করেন তারা। এ জুটির বিয়ের আনুষ্ঠানিকতা ইতালিতে হয়েছে।

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র

এছাড়াও পড়ুন:

বন্দরে মানববন্ধন শেষে হত্যা মামলার আসামিদের বাড়িতে হামলা  

বন্দরে মানববন্ধন শেষে হত্যা মামলার আসামীদের বাড়িতে হামলা ও ভাচুরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায়  এস এসসি পরীক্ষার্থীসহ দুইজন আহত হয়েছে। 

আহতরা হলেন, এসএসসি পরীক্ষার্থী  সিমি (১৬)  ও  তার ছোট ভাই সোয়াইফ (১২)। গত সোমবার (৫ মে)  রাতে বন্দর উপজেলার  মুছাপুর ইউনিয়নের বারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় সালাউদ্দিনের বোন শাহনাজ বাদী হয়ে মুছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহীন সহ ১০ জনের নাম উল্লেখ করে থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযুক্তরা হলো বন্দর উপজেলার মুছাপুর  এলাকার মোজাফফর মিয়ার ছেলে  নাজির (৩৫),  একই এলাকার মৃত হবু মিয়ার ২ ছেলে   পারভেজ (৩২), ও মানিক (২৮) একই এলাকার পারভেজ মিয়ার ছেলে আলিফ, করিম বেপারি ছেলে জসিম কুচরিত্র এলাকার আউয়াল মিয়ার ছেলে কথিত  বিএনপি নেতা শাহিন (৩২) বারপাড়া এলাকার হাবিবুর মিয়ার স্ত্রী রাশিদা বেগম (৩৫) একই এলাকার দিলুন মিয়ার ছেলে সাব্বির (২৫) একই এলাকার মুছন আলী মেয়ে মেহেরুন (২০) ও একই এলাকার আলমাছ আলী ছেলে শহীদ (৩০)।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে। গত ১ লা এপ্রিল বন্দরের বারপাড়া এলাকায় রাহিম নামের এক যুবককে চোর আখ্যা দিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।

এ ব্যাপারে বন্দর থানায় হত্যা মামলা হয়।  হত্যা মামলার  আসামীদের গ্রেপ্তারের  দাবিতে সোমবার বারপাড়া এলাকায় মানববন্ধন করেন রাহিমের পরিবার ও এলাকাবাসী । পরে মানববন্ধন শেষে বিএনপি নেতা শাহীনের নেতৃত্বে  হত্যা মামলার প্রধান আসামী সালাউদ্দিনের বাড়িতে হামলা চালায় মানববন্ধনকারিরা।

আহত সিমি জানান, মানববন্ধন কারিরা হামলা চালিয়ে বাড়িঘরে ব্যাপক ভাংচুর করে। এ সময় নগদ টাকা ও লুটে নেয় হামলাকারিরা। তাদের মারধরে আহত হন তিনি ও তার ছোট ভাই। 
 

সম্পর্কিত নিবন্ধ