বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার ১০
Published: 7th, May 2025 GMT
বন্দরে বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ১০ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বুধবার (৭ মে) দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে গত মঙ্গলবার (৬ মে) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার একরামপুর ইস্পাহানী এলাকার সোহেল মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী সৌরভ (২২) বন্দর কুমারপাড়া এলাকার বীরেন্দ্র নাথ বর্মনের ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী হৃদয় চন্দ্র বর্মন (২০) একরামপুর ইস্পাহানী মাছ বাজার এলাকার মৃত তাইজুদ্দিন মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রাকিব (২৫) চাঁনপুর এলাকার নাসির উদ্দিন মিয়ার ছেলে নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভূক্ত আসামী শফিকুল ইসলাম (৩৫) জিওধরা এলাকার সৈয়দ জালাল মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (৩৫) চাপাতলি এলাকার আহসান উল্ল্যাহ মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ফারুক (৪৫) শাহীমসজিদ এলাকার আব্দুল সোবহান মিয়ার ছেলে সজিব (২৬) দেওয়ানবাগ এলাকার রফিকুল ইসলাম মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী মাজিদুল ইসলাম (৪০) নবীগঞ্জ উত্তরপাড়া এলাকার মৃত দুলাল বেপারী ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী জাহের বেপারী (৬০) ও বন্দর স্বল্পের চক এলাকার আলী হোসেনের ভাড়াটিয়া মৃত আশ্রাফ আলী মিয়ার ছেলে আব্দুর রহিম (৬৪)।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ এল ক র
এছাড়াও পড়ুন:
বাড়ি ফেরার পথে বিএনপি নেতার ওপর হামলা, পুড়িয়ে দেওয়া হয় মোটরসাইকেল
সিরাজগঞ্জের রায়গঞ্জে চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় তার মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার রাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
জানা যায়, বুধবার রাত ১০টার দিকে উপজেলার চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক তুষার তালুকদার ভুঁইয়াগাতি বাজার হতে বাড়িতে ফিরছিলেন। তিনি দেওভোগ বাজার এলাকায় পৌঁছালে ৫-৭ জন মুখোশধারী তার পথরোধ করে মারধর করে। এ সময় তার মোটরসাইকেলে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া।
আহত তুষার তালুকদার বলেন, ‘আমাকে হত্যার উদ্দেশে হামলা চালানো হয়। তখন সড়কে লোকজন থাকায় মারধর ও মোটরসাইকেলে আগুন দিয়ে তারা চলে যায়।’
খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সামসুল ইসলাম। এ ঘটনায় দ্রুত জড়িতদের দ্রুত শনাক্ত এবং আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
রায়গঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, রাতেই ঘটনস্থল পরিদর্শন করা হয়েছে। আসামিদের শনাক্তের কাজ চলছে। দ্রুতই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।