‘শিরক’ আখ্যা দিয়ে শতবর্ষী বটগাছ কেটে ফেলার ঘটনায় তদন্ত কমিটি
Published: 7th, May 2025 GMT
মাদারীপুরে একটি শতবর্ষী বটগাছ ‘শিরক’ আখ্যা দিয়ে কেটে ফেলার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এতে সামাজিক বনায়ন ও নার্সারি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলমকে আহ্বায়ক করা হয়েছে। আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন দাখিল করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
বুধবার (৭ মে) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে গাছের মালিককে সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলন করা হয়। এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া শাবাব ও উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, গত সোমবার সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের আলমমীরকান্দি গ্রামের কুমার নদের খেয়াঘাটে ‘শিরক’ আখ্যা দিয়ে স্থানীয় মুসল্লিরা একটি পুরোনো বটগাছ কেটে ফেলার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে গাছটি কাটা বন্ধ করা হয়। সেই সঙ্গে ঘটনাটি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
গাছের মালিক সাত্তার হাওলাদার বলেন, ‘‘বাড়ি নির্মাণের জন্য শতবর্ষী বটগাছটি শ্রীনদী বাইতুস সুন্নত ক্যাডেট মাদ্রাসার কাছে বিক্রি করি। সেটির ডালগুলো কাটা হয়েছে। তবে, এখনো গাছ কাটা হয়নি।’’
ঢাকা/বেলাল/রাজীব
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর তদন ত বটগ ছ উপজ ল
এছাড়াও পড়ুন:
চট্টগ্রামে শতবর্ষী মন্দিরে চুরি, গ্রেপ্তার ১
চট্টগ্রাম নগরের সদরঘাটে শতবর্ষী কালী মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার মধ্যরাতে এই চুরির ঘটনা ঘটতে পারে। পুলিশ অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করেছে।
সদরঘাট কালী মন্দির নামে পরিচিত এই মন্দিরের সেবায়েত পরিবারের সদস্য অরিজিৎ ভট্টাচার্য প্রথম আলোকে বলেন, তাঁদের শত বছরের পুরোনো এই মন্দিরে আগে কখনো চুরির ঘটনা ঘটেনি। আজ রোববার সকাল সাড়ে সাতটায় মন্দিরে প্রবেশ করে চুরির বিষয়টি টের পান তাঁরা। পরে পুলিশকে জানিয়েছেন। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করেছেন।
সেবায়েত পরিবারের সদস্যরা জানান, মন্দির থেকে স্বর্ণ ও রুপার মুকুট এবং অলংকার চুরি হয়েছে। চোরের দল দানবাক্স ভেঙে নিয়ে গেছে টাকা। এই মন্দিরে প্রতিদিন অনেক পূজারি ও ভক্তের সমাগম ঘটে। তাঁরা দানবাক্সে প্রণামি দেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল করিম প্রথম আলোকে বলেন, মন্দিরের পেছনের ভেন্টিলেটর ভেঙে চোর ঢোকে। মন্দিরের স্বর্ণ ও রুপার তৈরি অলংকার এবং দানবাক্সের টাকা চুরি হয়েছে। এ ঘটনায় অভিযান চালিয়ে ইতিমধ্যে আবুল হাশেম নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর কাছ থেকে চুরি হওয়া কিছু স্বর্ণ উদ্ধার করা হয়েছে। চুরি হওয়া বাকি স্বর্ণ উদ্ধারে অভিযান চলছে। এর সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তার তদন্ত চলছে।