ফেস্টিভ্যাল অব মিডিয়া এশিয়া ২০২৫-এ ‘বেস্ট ইউজ অব মোবাইল’ ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড জিতেছে এশিয়াটিক মাইন্ডশেয়ার। এবারই প্রথম বাংলাদেশের কোনো এজেন্সি এই আন্তর্জাতিক আসরটিতে সম্মান অর্জন করল।

পুরস্কারজয়ী এই ক্যাম্পেইনটি মোবাইল সল্যুশন ব্যবহার করে নির্দিষ্ট ও অনন্য স্থানীয় বৈশিষ্ট্যের প্রেক্ষিতের সঙ্গে মিলিয়ে এমন একটি মিডিয়া ফরম্যাট তৈরি করে, যা ব্র্যান্ড ও গ্রাহক উভয় পক্ষের কাছেই কার্যকর হয়ে ওঠে। অবকাঠামোগত সীমাবদ্ধতা কাটিয়ে গ্রামীণ এলাকার জনগোষ্ঠীর সঙ্গে সংযোগ তৈরির জন্য ডিজাইন করা হয় এই ক্যাম্পেইনটি। এটি প্রমাণ করে, যে স্থানীয় প্রেক্ষাপট থেকে পাওয়া ইনসাইট দিয়েও বিশ্বমানের উদ্ভাবন সম্ভব।

২০১১ সালে কার্যক্রম শুরু করা ফেস্টিভ্যাল অব মিডিয়া এশিয়া (ফোমা) এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অন্যতম মর্যাদাপূর্ণ মিডিয়া অ্যাওয়ার্ডস প্রোগ্রাম, যেখানে রিজিয়নের সেরা কাজগুলোকে স্বীকৃতি প্রদান করা হয়। কঠোর মূল্যায়ন প্রক্রিয়া এবং অভিজ্ঞ জুরি প্যানেল ফোমাকে এই অঞ্চলে মিডিয়া উৎকর্ষের মানদণ্ড হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

এশিয়াটিক মাইন্ডশেয়ারের এই অর্জন বৈশ্বিক মিডিয়া অঙ্গনে বাংলাদেশের অগ্রসর উপস্থিতিকে তুলে ধরার পাশাপাশি ডেটা-ভিত্তিক ইনসাইট এবং সৃজনশীল মিডিয়া সমাধানের মাধ্যমে সেরা থেকেও আরও সেরা হওয়ার প্রতি তাদের ধারাবাহিক প্রতিশ্রুতিকেও প্রতিফলিত করে। সংবাদ বিজ্ঞপ্তি

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত ১৮, নিখোঁজ অনেক

ইন্দোনেশিয়ার মধ্য জাভা প্রদেশের দুটি অঞ্চলে বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধসে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ সোমবার এ তথ্য জানিয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় এখনো অনুসন্ধান অভিযান চলছে। খবর রয়টার্সের।

দুর্যোগ প্রশমন সংস্থা জানিয়েছে, গত সপ্তাহে সিলাকাপ শহরে ভূমিধসে সিবেউনিং গ্রামের এক ডজন বাড়ি চাপা পড়ে। ৩ থেকে ৮ মিটার (১০ থেকে ২৫ ফুট) গভীরে লোকজন চাপা পড়ায় অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টা চ্যালেঞ্জিং ছিল।

অনুসন্ধান ও উদ্ধার সংস্থার স্থানীয় বিভাগের প্রধান এম আবদুল্লাহ জানিয়েছেন, সিলাকাপ ভূমিধসে কমপক্ষে ১৬ জন নিহত এবং ৭ জন নিখোঁজ রয়েছে।

নিউজ চ্যানেল কমপাসটিভির ফুটেজে দেখানো হয়েছে, সিলাকাপে মাটি খুঁড়তে খননকারীকে মোতায়েন করা হয়েছে।

এদিকে, মধ্য জাভার বানজারনেগারা অঞ্চলে শনিবার ভূমিধসের পর দুজন নিহত এবং ২৭ জন নিখোঁজ রয়েছে বলে দুর্যোগ প্রশমন সংস্থা সোমবার জানিয়েছে। এতে ৩০টিরও বেশি বাড়ি এবং খামার ক্ষতিগ্রস্ত হয়েছে।

আবহাওয়া সংস্থা জানিয়েছে, দক্ষিণ-পূর্ব এশীয় দেশটির বর্ষা মৌসুম সেপ্টেম্বরে শুরু হয় এবং এপ্রিল পর্যন্ত স্থায়ী হতে পারে। বর্ষা মৌসুম দেশটিতে ব্যাপক বৃষ্টিপাত ও বন্যার উচ্চ ঝুঁকি নিয়ে আসে।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ