সীতাকুণ্ডে অস্ত্রধারীদের হামলায় জামায়াতের সভা পণ্ড, আহত ১০
Published: 9th, May 2025 GMT
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এসএস পাইলট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ও জামায়াত নেতা শহিদুল ইসলামের ওপর হামলার ঘটনায় এক প্রতিবাদ সভার আয়োজন করে ইউনিয়ন জামায়াত। শুক্রবার বাদ জুমা জঙ্গল সলিমপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
পূর্বঘোষণা অনুসারে জুমার নামাজের পরে জামায়াতের নেতাকর্মীরা সমাবেশস্থলে উপস্থিত হতে থাকে। এ সময় স্থানীয় ২০-৩০ জন অস্ত্রধারী সমাবেশ উপস্থিত হয়ে অতর্কিত গুলি ছুঁড়ে হামলা চালায়। গুলিতে আহত হন জামায়াত নেতা মোহাম্মদ আলী ও আব্দুস সালাম।
হামলায় সীতাকুণ্ড উপজেলা জামায়াতের জয়েন্ট অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কুতুব উদ্দিন শিবলীসহ ১০ জনের অধিক আহত হয়েছে। এ সময় সন্ত্রাসীরা চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরীসহ জামায়াতের ৭-৮ জন নেতাকর্মীকে অবরুদ্ধ করে রাখেন।
সীতাকুণ্ড উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কুতুবউদ্দিন শিবলী বলেন, জঙ্গল সলিমপুর এস এস পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলামকে গত বুধবার রাতে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে সন্ত্রাসীরা উপুর্যপরি হামলা করে। ওই স্কুলের প্রধান শিক্ষক জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত রয়েছে।
তিনি বলেন, ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আজ শুক্রবার বাদে জুমা এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল। প্রতিবাদ সভায় উপজেলা ও স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ সমাবেত হলে সন্ত্রাসীরা হামলা চালিয়ে সভা পণ্ড করে দেয়। সন্ত্রাসীদের ছোঁড়া গুলিতে দুই জামায়াত নেতাসহ ১০ জনের অধিক জামায়াত নেতা গুরুতর আহত হয়েছে। এদের মধ্যে পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।
ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল রানা বলেন, বিএনপি বিএনপি ও জামাত আলাদাভাবে প্রোগ্রাম করছিল। এ সময় বিএনপি সমর্থিত কিছু লোক এসে সভায় অতর্কিত হামলা করে। এতে জামায়াত কয়েকজন নেতাকে অবরুদ্ধ করা হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। আহতদের বিএনপি ও জামায়াত কয়েকজনকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: জ ম য় ত ইসল ম ব এনপ
এছাড়াও পড়ুন:
এসএসসিতে পুনর্নিরীক্ষণ ফলাফল: শিক্ষার্থীদের একাদশে ভর্তিতে আবেদন আজ সন্ধ্যা থেকে
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার পুনর্নিরীক্ষণে ফলাফল আজ রোববার সকালে প্রকাশ করা হয়েছে। পুনর্নিরীক্ষণের মাধ্যমে পরিবর্তিত ফলাফলগুলো আবেদনের পোর্টালে আজ রোববার সন্ধ্যায় অন্তর্ভুক্ত করা হবে। এর ফলে যেসব শিক্ষার্থীদের ফলাফল পুনর্নিরীক্ষণের মাধ্যমে পরিবর্তিত হয়েছে, তাদের আজ সন্ধ্যা ছয়টার পর থেকে আবেদন করতে (ইতিমধ্যে আবেদন না করে থাকলে), কিংবা ইতিমধ্যেই করা আবেদন পরিমার্জন করতে নির্দেশনা দিয়েছে একাদশে ভর্তিসংক্রান্ত কমিটি।
আরও পড়ুনযুক্তরাজ্যের চেভেনিং বৃত্তি, ১৫০টির বেশি বিশ্ববিদ্যালয়ের একটিতে পড়তে চাইলে করুন আবেদন৯ ঘণ্টা আগেএর আগে দেশের সব শিক্ষা বোর্ড পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশ করে। এর মধ্যে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় নতুন করে জিপিএ-৫ পেয়েছে ২৮৬ জন পরীক্ষার্থী। এর মধ্যে পাস থেকে জিপিএ-৫ পেয়েছে ৩ জন পরীক্ষার্থী। এ ছাড়া ফেল থেকে পাস করেছে ২৯৩ জন।
আরও পড়ুনজাপানি ভাষা শিক্ষা কোর্স, ভর্তি ফি মাত্র এক হাজার টাকা০৯ আগস্ট ২০২৫গত ১০ জুলাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছিল। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন শুধু এসএসসি পরীক্ষা দিয়েছিল ১৪ লাখ ৭৯ হাজার ৩১০ জন পরীক্ষার্থী। তখন পাস করে ১০ লাখ ৬ হাজার ৫৫৪ জন। পাসের হার ৬৮ দশমিক শূন্য ৪, যা গতবার ছিল ৮৩ দশমিক ৭৭ শতাংশ। এবার গতবারের চেয়ে জিপিএ-৫ কমেছে ৩৮ হাজার ৮২৭। এবার জিপিএ-৫ পায় ১ লাখ ২৫ হাজার ১৮ জন। পুনর্নিরীক্ষণে এখন তা কিছু বেড়েছে।
আরও পড়ুনএকাদশ শ্রেণিতে ভর্তি: আবেদন শেষ কাল সোমবার৭ ঘণ্টা আগেএদিকে চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ চলছে। আবেদন চলবে আগামীকাল সোমবার পর্যন্ত। এরপর প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ করা হবে ২০ আগস্ট। নির্বাচিত প্রার্থীদের ফলাফল প্রকাশের পরই দ্বিতীয় ও তৃতীয় পর্যায়েও আবেদন করা যাবে। যাচাই-বাছাই শেষে ভর্তির কাজ হবে আগামী ৭ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বরের মধ্যে। আর একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে ১৫ সেপ্টেম্বর।
* একাদশে ভর্তি নীতিমালা দেখুন এখানে