নিজের ব্যবহৃত স্মার্টফোন যদি বেহাত হয়ে যায়, তখন অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার ফিচার দিয়ে হারিয়ে যাওয়া ডিভাইসকে গুগল ম্যাপে ট্র্যাক করার সুবিধা রয়েছে।
অন্যদিকে, ডিভাইস সচল থাকলে টানা পাঁচ মিনিট কল দেওয়া যাবে। এমনকি দূর থেকে ডিভাইসে থাকা সবকিছু মুছে ফেলা যাবে। নিজের স্মার্টফোনে ডিভাইস ম্যানেজার সচল রয়েছে কিনা, তা যাচাই করতে সেটিংস অপশন থেকে সিকিউরিটি অংশে যেতে হবে। সিকিউরিটি সেটিংসের ডিভাইস অ্যাডমিনিস্ট্রেটর থেকে ডিভাইস ম্যানেজার সচল করে নিলে নিরাপত্তা জোরালো হবে।
অ্যাপ পাসওয়ার্ড
নিজের ব্যবহৃত স্মার্টফোন বা ট্যাবে বাড়তি নিরাপত্তা ব্যবস্থায় ‘অ্যাপস লক’ ব্যবহারের পরামর্শ দিয়েছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা।
গ্যালারি বা মেসেজের সুরক্ষা ব্যবস্থায় গুগল প্লে থেকে অ্যাপ লক ডাউনলোড করে নেওয়া যাবে। এমন অ্যাপ ব্যবহার করলে আলাদা করে পাসওয়ার্ড বা পিন কোড সেট করে দিতে হবে।
কারণ, নির্দিষ্ট কোনো অ্যাপ্লিকেশন সক্রিয় করার প্রয়োজন হলে আগে পাসওয়ার্ড দিয়ে তারপর তা ব্যবহার করা যাবে চিন্তা ছাড়াই।
অ্যাপ ইনস্টল
হুটহাট না জেনে যে কোনো অ্যাপ ডাউনলোড করা থেকে বিরত থাকা শ্রেয়। বিশ্বাসযোগ্য বা অনেকের সুপারিশ ছাড়া লোভনীয় অ্যাপ ইনস্টল না করা ভালো। অনেক সময় অ্যাপের ভেতরে ক্ষতিকর বা বিভ্রান্তিকর কোড ব্যবহার করে ডিভাইসে অনুপ্রবেশের চেষ্টা করে হ্যাকাররা।
উৎস: Samakal
কীওয়ার্ড: ব যবহ র
এছাড়াও পড়ুন:
চোর সন্দেহে পিটুনিতে যুবক নিহত
কুমিল্লার মুরাদনগরে চোর সন্দেহে জনতার পিটুনিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার মধ্যরাতে বাঙ্গরা বাজার থানার বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের কালারাইয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাদ্দাম হোসেন মুরাদনগর উপজেলার রোয়াচালা গ্রামের হিরন মিয়ার ছেলে।
স্থানীয় ইউপি সদস্য খলিলুর রহমান জানান, গত শুক্রবার মধ্যরাতে কালারাইয়া গ্রামের বাচ্চু মিয়ার বাড়িতে সংঘবদ্ধ চোররা অটোরিকশার ব্যাটারি চুরি করে এবং সিঁধ কেটে ঘরে প্রবেশের চেষ্টা করে। ঘরের লোকজন টের পেয়ে চিৎকার শুরু করলে সাদ্দাম হোসেনকে আটক করে জনতা। এ সময় তাকে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। খবর পেয়ে উত্তেজিত জনতা চোর সন্দেহে আটক সাদ্দামকে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, শনিবার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে থানায় আনা হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা হবে।