Samakal:
2025-10-03@08:16:10 GMT

নিরাপত্তায় ডিভাইস ম্যানেজার

Published: 10th, May 2025 GMT

নিরাপত্তায় ডিভাইস ম্যানেজার

নিজের ব্যবহৃত স্মার্টফোন যদি বেহাত হয়ে যায়, তখন অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার ফিচার দিয়ে হারিয়ে যাওয়া ডিভাইসকে গুগল ম্যাপে ট্র্যাক করার সুবিধা রয়েছে।
অন্যদিকে, ডিভাইস সচল থাকলে টানা পাঁচ মিনিট কল দেওয়া যাবে। এমনকি দূর থেকে ডিভাইসে থাকা সবকিছু মুছে ফেলা যাবে। নিজের স্মার্টফোনে ডিভাইস ম্যানেজার সচল রয়েছে কিনা, তা যাচাই করতে সেটিংস অপশন থেকে সিকিউরিটি অংশে যেতে হবে। সিকিউরিটি সেটিংসের ডিভাইস অ্যাডমিনিস্ট্রেটর থেকে ডিভাইস ম্যানেজার সচল করে নিলে নিরাপত্তা জোরালো হবে।
অ্যাপ পাসওয়ার্ড
নিজের ব্যবহৃত স্মার্টফোন বা ট্যাবে বাড়তি নিরাপত্তা ব্যবস্থায় ‘অ্যাপস লক’ ব্যবহারের পরামর্শ দিয়েছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা।
গ্যালারি বা মেসেজের সুরক্ষা ব্যবস্থায় গুগল প্লে থেকে অ্যাপ লক ডাউনলোড করে নেওয়া যাবে। এমন অ্যাপ ব্যবহার করলে আলাদা করে পাসওয়ার্ড বা পিন কোড সেট করে দিতে হবে।
কারণ, নির্দিষ্ট কোনো অ্যাপ্লিকেশন সক্রিয় করার প্রয়োজন হলে আগে পাসওয়ার্ড দিয়ে তারপর তা ব্যবহার করা যাবে চিন্তা ছাড়াই।
অ্যাপ ইনস্টল
হুটহাট না জেনে যে কোনো অ্যাপ ডাউনলোড করা থেকে বিরত থাকা শ্রেয়। বিশ্বাসযোগ্য বা অনেকের সুপারিশ ছাড়া লোভনীয় অ্যাপ ইনস্টল না করা ভালো। অনেক সময় অ্যাপের ভেতরে ক্ষতিকর বা বিভ্রান্তিকর কোড ব্যবহার করে ডিভাইসে অনুপ্রবেশের চেষ্টা করে হ্যাকাররা।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব যবহ র

এছাড়াও পড়ুন:

কাশবনের হাতছানিতে ব্রহ্মপুত্রের তীরে ভিড়

চারদিকে জেগে ওঠা ব্রহ্মপুত্র নদের বালুচর। এর মাঝখানে স্বচ্ছ পানির আধার। ওপরে নীল আকাশে ভেসে বেড়ানো সাদা মেঘ। আর চরজুড়ে শুভ্র কাশফুল। প্রকৃতির দানেই তৈরি হয়েছে এ মনোমুগ্ধকর দৃশ্য। বাতাসে দুলতে থাকা কাশফুলের এ সৌন্দর্য ভ্রমণপিপাসুদের মনে দেয় একধরনের প্রশান্তি। তাই প্রতিদিনই দূরদূরান্ত থেকে মানুষ ভিড় করছেন এখানে।

এ অপার সৌন্দর্যের দেখা মিলবে জামালপুর শহরের ফৌজদারি এলাকার ব্রহ্মপুত্র নদের তীরে। প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত নদের ধারে ভিড় করছেন বিভিন্ন বয়সী মানুষের। সবাই নিজেদের মতো করে ছবি তুলছেন, কেউবা কাশফুল ছিঁড়ে তৈরি করছেন তোড়া।

গত মঙ্গলবার বিকেলে গিয়ে দেখা যায়, শহরের মোড় থেকে শুরু করে নদের তীর পর্যন্ত মানুষের ভিড়। ছোট্ট একটি সেতু পার হয়ে সবাই ছুটছেন নদীর ধারে। প্রায় এক কিলোমিটারজুড়ে ফুটেছে কাশফুল। সবুজ লম্বা পাতার বুক থেকে বেরিয়ে আসা শুভ্র কাশফুল কোথাও থোকা থোকা, কোথাও গুচ্ছ আকারে। দূর থেকে মনে হবে, বালুচরে যেন সাদা চাদর বিছানো। হাওয়ায় দুলে ওঠা কাশফুলে মন ভরে যাচ্ছে দর্শনার্থীদের।
চরের যে অংশে কাশবনের সৃষ্টি হয়েছে, সেখানে জনবসতি নেই। আছে স্বচ্ছ পানির লেকের মতো একটি ডোবা। কাশফুলঘেরা সেই পানিতে ডিঙিনৌকা নিয়ে ঘুরছেন দর্শনার্থীরা। শহরের বিভিন্ন এলাকা থেকে আসা মানুষ কেউ ছবি তুলছেন, কেউবা সন্তানদের নিয়ে খেলায় মেতে উঠেছেন।

ব্রহ্মপুত্র নদের চরের যে অংশে কাশবনের সৃষ্টি হয়েছে, সেখানে জনবসতি নেই। আছে স্বচ্ছ পানির লেকের মতো একটি ডোবা

সম্পর্কিত নিবন্ধ