কিশোরগঞ্জের চৌদ্দশত বাসস্ট্যান্ডে পিকআপের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। শনিবার সকাল ১০টার দিকে চৌদ্দশত নান্দলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুলিয়ারচর গোবরিয়া-আব্দুল্লাহপুর ইউনিয়নের ভাটি জগৎচর গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে নূর ইসলাম (৭০) এবং একই ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের মৃত মধু মিয়ার দুই ছেলে আবু তাহের (৬৫) ও আবুল কাসেম (৬১)।

জানা যায়, আবু তাহের ও আবুল কাসেম তাদের সহপাঠী নূর ইসলামকে সঙ্গে নিয়ে অটোরিকশা যোগে কিশোরগঞ্জ কোর্টে জায়গা-জমি সংক্রান্ত বিষয়ে উকিলের সঙ্গে পরামর্শ করতে যান। এ সময় অটোরিকশাটি চৌদ্দশত বাসস্ট্যান্ড এলাকায় গেলে পেছন থেকে একটি পিকআপ তাদের ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হন। তাদের স্থানীয়রা উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে আবু তাহের নিহত হন। অপর দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তাদের মধ্যে আবুল কাসেমকে ঢাকা মেডিকেল এবং নুর ইসলামকে ময়মনসিংহ মেডিকেলে নেওয়ার পথে তারা মারা যান।

কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে দুর্ঘটনায় আহত তিনজনকে স্থানীয়রা নিয়ে আসেন। তাদের মধ্যে আবু তাহের মারা যান। বাকি দু’জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়।

কটিয়াদী হাইওয়ে থানার ওসি মামুনুর রশিদ বলেন, কোনো ধরনের দুর্ঘটনা বা মৃত্যুর খবর তিনি জানেন না।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ক শ রগঞ জ দ র ঘটন ন হত ত ন ইসল ম

এছাড়াও পড়ুন:

আজ মুক্তি পাচ্ছে নতুন দুই সিনেমা, হলে আছে আরও ৭ সিনেমা

কুয়াকাটায় একদল ব্যাচেলর
করোনার সময় দীর্ঘদিন ঘরবন্দী ছিল মানুষ। বিধিনিষেধ শিথিল করা হলে কুয়াকাটায় ঘুরতে যায় একদল ব্যাচেলর। সেখানে নারীদের একটি দলের সঙ্গে তাদের দেখা হয়ে যায়। তাদের কেন্দ্র করেই রোমান্টিক, কমেডি ও থ্রিলারের মিশেলে তৈরি হয়েছে নাসিম সাহনিকের ‘ব্যাচেলর ইন ট্রিপ।’

সিনেমাটির শুটিং শুরু হয় ২০২২ সালের শেষ দিকে। প্রথম লটে এক সপ্তাহের মতো শুটিং করার কথা থাকলেও বাজেটের সমস্যায় দুই দিন পর শুটিং টিমকে রেখেই ঢাকায় চলে গেছেন পরিচালক—এমন একটা অভিযোগ সে সময় এনেছিলেন সিনেমার নায়িকা শিরিন শিলা। পরে তিনি আরও জানান, নায়ক-নায়িকাসহ শিল্পীদের থাকা, খাওয়া—সবকিছুতেই অব্যবস্থাপনা ছিল। এতে ইউনিটে অসন্তোষ তৈরি হয়। সে সময় কলাকুশলীরা ধরেই নিয়েছিলেন, এ সিনেমার শুটিং আর হবে না। দ্বন্দ্ব মিটিয়ে পরের বছর শেষ হয় শুটিং। ডাবিং ও পোস্টের কাজ শেষ করতে লেগে যায় আরও এক বছর।

সিনেমায় জুটি হয়েছেন শিরিন শিলা ও কায়েস আরজু। ছবি: কায়েসের সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ