ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (১১ মে) সূচকের বড় উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শুরু হয়েছে। এ সময় অধিকাংশ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম বেড়েছে।

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

সকালে লেনদেন শুরুর আধা ঘণ্টার মধ্যে ডিএসইর প্রধান ডিএসইএক্স সূচক ৯৯.

৮৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯০২ পয়েন্টে। শরিয়া ডিএসইএস সূচক ২৬.২৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৪ পয়েন্টে ও ডিএসই৩০ সূচক ২৭.০৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮২০ পয়েন্ট অবস্থান করছে।

এ সময়ে ডিএসইতে ৩৯৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৭৭টির, কমেছে ১০টির ও অপরিবর্তীত আছে ৭টির। আলোচ্য সময়ে ডিএসইতে ৩৬৬ কোটি ৬ লাখ টাকার লেনদেন হয়েছে।

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লেনদেন শুরুর আধা ঘণ্টার মধ্যে সিএসইর প্রধান সিএসইএক্স সূচক ৬০.৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৩৬৬ পয়েন্টে। সার্বিক সিএএসপিআই সূচক ১১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৭০৩ পয়েন্ট, শরিয়া সিএসআই সূচক ৭.৩৬ পয়েন্ট বেড়ে ৮৮৩ পয়েন্টে ও সিএসই৩০ সূচক ১০৩ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৬৭২ পয়েন্ট অবস্থান করছে।

এ সময়ে সিএসইতে ১৮৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৯টির, কমেছে ৪৫টির ও অপরিবর্তীত আছে ১৫টির। আলোচ্য সময়ে সিএসইতে ২১ কোটি ৬১ লাখ টাকার লেনদেন হয়েছে।

পুঁজিবাজারে এখনও টালমাটাল পরিস্থিতি বিরাজ করছে। জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর অর্থনৈতিক সূচকগুলো ঘুরে দাঁড়ালেও পুঁজিবাজারে তার কোনো প্রভাব পড়েনি। ফলে বিনিয়োগকারী, স্টক ব্রোকার, মার্চেন্ট ব্যাংকারসহ সকল স্টেকহোল্ডারের মধ্যে আস্থার সংকট আরো প্রবলভাবে দেখা দিয়েছে।

পুঁজিবাজারে ধারাবাহিক পতনের প্রতিবাদে বেশ কিছু দিন ধরে বিনিয়োগকারীরা বিক্ষোভ করে আসছেন। 

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিকে অধিকতর শক্তিশালী করতে এবং সর্বোপরি দেশের পুঁজিবাজার উন্নয়নের লক্ষ্যে চলতি বছরের গত ১৭ মার্চ অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এক সার্কুলারের মাধ্যমে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরীকে সভাপতি করে ৪ সদস্যের কমিটি গঠন করে।

ঢাকা/এনটি/ইভা 

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর অবস থ ন করছ

এছাড়াও পড়ুন:

প্রথম প্রান্তিকে ইউনিক হোটেল ও ইফাদ অটোসের মুনাফায় বড় উত্থান

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি ও ইফাদ অটোস পিএলসির পরিচালনা পর্ষদ চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জুলাই থেকে সেপ্টেম্বর, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য প্রান্তিকে আগের হিসাববছরের তুলনায় কোম্পানি দুটির শেয়ারপ্রতি মুনাফায় (ইপিএস) বড় উত্থান হয়েছে।

রবিবার (১৬ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

ডিএসইতে সূচকের উত্থান, সিএসইতে পতন

বেক্সিমকো সিকিউরিটিজের সনদ নবায়ন বাতিল

এর আগে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) কোম্পানি দুটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

ইউনিক হোটেল: ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকে এ কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১.৩৬ টাকা। আগের হিসাববছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৪৪ টাকা। সে হিসেবে আলোচ্য প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ১.৮০ টাকা বা ৪০৯ শতাংশ।

২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে ইউনিক হোটেলের শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯৪.৯৭ টাকায়।

ইফাদ অটোস: ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকে এ কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.০৯ টাকা। আগের হিসাববছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল (০.২১) টাকা। সে হিসেবে কোম্পানিটি আলোচ্য প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান থেকে মুনাফায় ফিরেছে।

২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে ইফাদ অটোসের শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৫.৬৬ টাকায়।

ঢাকা/এনটি/রফিক

সম্পর্কিত নিবন্ধ

  • প্রথম প্রান্তিকে ইউনিক হোটেল ও ইফাদ অটোসের মুনাফায় বড় উত্থান
  • ডিএসইতে সূচকের উত্থান, সিএসইতে পতন
  • ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স
  • ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সামিট অ্যালায়েন্স
  • ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে আল-আরাফাহ ইসলামী ব্যাংক
  • ডিএসইর পিই রেশিও কমেছে ১০.৮২ শতাংশ
  • পুঁজিবাজারে মূলধন কমেছে ২৬ হাজার ৫১৪ কোটি টাকা