ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজের নতুন কমিটি গঠন
Published: 11th, May 2025 GMT
জাতীয় চলচ্চিত্র সংসদ সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ওইদিন বাংলাদেশ ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজের নতুন কমিটি গঠন করা হয়। শনিবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সেমিনার কক্ষে এ সম্মেলনে সারাদেশ থেকে ৪০টি সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনলাইনে যুক্ত হয়েছেন আরো ৫ টি সংগঠন।সম্মেলন থেকে সর্বসম্মতি ক্রমে জহিরুল ইসলাম কচিকে বাংলাদেশ ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজের সভাপতি এবং মোহাম্মদ নূরউল্লাহকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন- সহ সভাপতি: মাসুদ রানা (মিরপুর ফিল্ম ক্লাব), সহ-সভাপতি: উইমেন্স ফিল্ম সোসাইটি অব বাংলাদেশ (প্রতিনিধি), যুগ্ম সাধারণ সম্পাদক: আবদুল্লাহ আল মারুফ (রয়েল বেঙ্গল ফিল্ম সোসাইটি ), অর্থ সম্পাদক: আশরাফ রনি (সিনেফিল ফিল্ম ক্লাব ), সাংগঠনিক সম্পাদক: সাদমান শাহরিয়ার (জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিল্ম ক্লাব), প্রচার ও প্রকাশনা সম্পাদক: আহমেদ তেপান্তর আওয়াল (সের্গেই বন্দারচুক ফিল্ম ক্লাব), দপ্তর সম্পাদক: মাহফুজুল ইসলাম খান (সুন্দরবন ফিল্ম সোসাইটি)।
নির্বাহী কমিটির সদস্যরা হলেন- আবদুল্লাহ বনি (বাগেরহাট ফিল্ম সোসাইটি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ, (প্রতিনিধি), টি এফ পি ফিল্ম ক্লাব, ঢাকা বিশ্ববিদ্যালয় (প্রতিনিধি), জহির রায়হান চলচ্চিত্র সংসদ, (প্রতিনিধি), বিসিসিআই ফিল্ম ক্লাব, (প্রতিনিধি), ব্রহ্মপুত্র চলচ্চিত্র সংসদ, ময়মনসিংহ (প্রতিনিধি),
এছাড়া সাবেক সভাপতি প্রফেসর আব্দুস সেলিম, শরীফুল ইসলাম, মীর শামসুল আলম বাবু, ড.
সকাল ১০টায় শুরু হওয়া এই সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত চলচ্চিত্র সংসদগুলির প্রতিনিধিরা তাদের নিজ নিজ সংগঠনের কার্যক্রমের বিবরণ দেন। আলোচনায় উঠে আসে চলচ্চিত্র প্রদর্শনী আয়োজনের চ্যালেঞ্জ, দর্শক সংকট, আর্থিক সীমাবদ্ধতা এবং মানসম্পন্ন চলচ্চিত্রের অভাবের মতো বিভিন্ন সমস্যা। একইসাথে, তৃণমূল পর্যায়ে চলচ্চিত্র সংস্কৃতির বিকাশ, নতুন দর্শক তৈরি এবং স্থানীয় প্রতিভাকে সুযোগ দেওয়ার মতো সম্ভাবনাগুলিও সম্মেলনে গুরুত্বের সাথে আলোচিত হয়।
উৎস: Samakal
কীওয়ার্ড: চলচ চ ত র চলচ চ ত র স স ফ ল ম স স ইট
এছাড়াও পড়ুন:
মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে হাতি আহত
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে এবার একটি বন্যহাতি আহত হয়েছে। সোমবার (১১ আগস্ট) দুপুরে সদর উপজেলার চাকঢালা সীমান্তের ৪৩-৪৪ নম্বর সীমান্ত পিলার এলাকায় ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে চাকঢালা সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে স্থলমাইন বিস্ফোরণের শব্দ শোনা যায়। দুপুর ২টার দিকে চেরার মাঠ এলাকার ঐতাইল্ল্যা ঝিরিতে পায়ের গোড়ালি উড়ে যাওয়া আহত একটি বন্যহাতি দেখতে পাওয়া যায়। পরে স্থানীয়রা হাতিটিকে আটক করে প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করেন।
স্থানীয় বাসিন্দা আবদুস সালাম বলেন, “মাইন বিস্ফোরণে বন্যহাতির পায়ের গোড়ালি উড়ে গেছে। স্থানীয়রা হাতিটিকে উদ্ধারে করে চিকিৎসা দিতে চেরার মাঠে রেখেছেন।”
আরো পড়ুন:
কক্সবাজারে বন্যহাতির অস্তিত্ব সংকট, করিডোর হারিয়ে বিলুপ্তির শঙ্কা
রাঙামাটির পাহাড়ে গোলাপি হাতি: ‘বিরল হলেও অস্বাভাবিক নয়’
নাইক্ষ্যংছড়ি বন রেঞ্জ কর্মকর্তা মো. মোজাম্মেল হক সরকার বলেন, “মাইন বিস্ফোরণে আহত হাতিটির ডান পায়ে গোড়ালি উড়ে যাওয়ায় সেটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”
ঢাকা/চাইমং/মাসুদ