তুরাগে দগ্ধ নারীর মৃত্যু, অভিযোগ স্বামীর দিকে
Published: 12th, May 2025 GMT
রাজধানীর তুরাগে দগ্ধ হয়ে রিজিয়া বেগম (৪৫) নামের এক নারী মারা গেছেন। পুলিশ বলছে, রিজিয়ার শরীরে তাঁর স্বামী আগুন দিয়েছিলেন।
রোববার সকাল সাড়ে সাতটার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় রিজিয়ার মৃত্যু হয়। রিজিয়া তুরাগ এলাকায় ফুটপাতে ফুল বিক্রি করতেন। পাশাপাশি ভাঙারির কাজও করতেন।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বলেন, রিজিয়ার শরীরের প্রায় ৭০ শতাংশ দগ্ধ হয়েছিল।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত বুধবার রাত সাড়ে নয়টার দিকে তুরাগের বউবাজার এলাকায় রিজিয়ার শরীরে আগুন দেওয়ার ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় স্থানীয় লোকজন প্রথমে তাঁকে উত্তরার একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে রাত সাড়ে ১২টার দিকে তাঁকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
প্রতিবেশী রাশিদুল ইসলাম বলেন, রিজিয়ার স্বামী মো.
রিজিয়ার বাড়ি পিরোজপুরের নাজিরপুর উপজেলার পেলাখালী বড়গ্রামে। তিনি তুরাগের দিয়াবাড়ী গোলচত্বর এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। তিনি এক ছেলে ও এক মেয়ের মা ছিলেন।
আরও পড়ুনতুরাগে নারী দগ্ধ, কেরোসিন ঢেলে পুড়িয়ে দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে০৮ মে ২০২৫উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
রংপুরে বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
রংপুরের কাউনিয়ায় বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার (১২ মে) দিবাগত রাত সোয়া ১টার দিকে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সঞ্জয় চন্দ্র (২৭) ও বেলাল হোসেন (৪০)। কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ শাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রংপুর থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়িতে ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি বাস মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী মারা যান। দুর্ঘটনাকবলিত বাসটি আটক করেছে পুলিশ।
আরো পড়ুন:
কিশোরগঞ্জের সড়কে ঝরল সহোদরসহ ৩ জনের প্রাণ
ঝিনাইদহে ট্রলির ধাক্কায় শিশু নিহত, মা হাসপাতালে
ওসি বলেন, ‘‘এ ঘটনায় সড়ক আইনে একটি মামলা করা হয়েছে।’’
ঢাকা/আমিরুল/রাজীব