নাটক, ওয়েব সিরিজ ও ওয়েব ফিল্ম হয়ে এবার মূলধারার বাণিজ্যিক সিনেমায় আসছেন তাসনিয়া ফারিণ। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদে বড় পর্দায় দেখা যাবে তাঁকে। ‘ইনসাফ’ নামের সেই ছবিতে অ্যাকশন তারকা হয়েই আসবেন তিনি। রোববার সন্ধ্যায় ফারিণ অভিনীত ছবির চরিত্রটি সম্পর্কে ধারণা দিতে একটি পোস্টার প্রকাশ করা হয়েছে। তাতে দেখা গেছে, ফারিণের এক হাতে রক্তাক্ত কুড়াল, আরেক হাতে গোলাপ। চেহারায় চিন্তার ছাপ। পোস্টারটি প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে জানানো হয় মূলধারার বাণিজ্যিক সিনেমায় তাঁর আগমনী বার্তা। ফারিণের লুক প্রকাশ করে পোস্টারে ক্যাপশন দেওয়া হয়েছে, ‘রক্তের ইনসাফে গোলাপের স্থান নেই.

..’।

‘ইনসাফ’ ছবিতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ ও শরিফুল রাজ

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপি নেতা আসাদুল হাবিবসহ ৭০ জন নিঃশর্ত খালাস

লালমনিরহাটে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় জেলা বিএনপির সভাপতি ও দলটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুসহ ৭০ আসামি নিঃশর্ত খালাস পেয়েছেন। আজ সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আদীব আলী এ আদেশ দেন।

লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) কে এম হুমায়ুন রেজা সার্বিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি এক প্রশ্নের জবাবে বলেন, আজ এ–সংক্রান্ত একটি মামলায় অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। এ সময় আদালতে পিপি তৎকালীন রাজনৈতিক পটভূমিসহ সার্বিক অবস্থার কথা তুলে ধরে মামলাটিকে হয়রানিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে অভিযুক্ত ব্যক্তিদের মামলা থেকে নিঃশর্ত খালাস প্রার্থনা করেন।

আসাদুল হাবিব

সম্পর্কিত নিবন্ধ