মাদারীপুর সদর হাসপাতালে দুদকের অভিযান
Published: 13th, May 2025 GMT
মাদারীপুর সদর হাসপাতালের দরপত্রে অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল অভিযান পরিচালনা করেছে। মঙ্গলবার (১৩ মে) বেলা ১১টার দিকে দুদকের মাদারীপুর সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামানের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে।
সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান জানান, চলতি অর্থ বছরে মাদারীপুর সদর হাসপাতালের ঔষধ, সার্জিক্যাল যন্ত্রপাতি, লিলেন সামগ্রী, গজ-ব্যান্ডেজ-তুলা সামগ্রী, কেমিকেল রিজেন্ট সামগ্রী ও আসবাবপত্র সামগ্রীর ৬টি প্যাকেজের দরপত্র আহ্বান করা হয়। এ কাজে অনিয়ম হয়েছে বলে একটি অভিযোগ এসেছে। সেই অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরো জানান, অভিযান পরিচালনাকালে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে দরপত্রের বিভিন্ন নথিপত্র দেখতে চান দুদকের কর্মকর্তারা। হাসপাতালের দরপত্রের কাগজপত্র অনুসন্ধান করে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য দাখিল করা হবে।
আরো পড়ুন:
বাবাকে হাসপাতালে নেওয়ার পথে ট্রাকের ধাক্কায় মেয়ে নিহত
রূপগঞ্জে কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ২ নিরাপত্তাকর্মীর মৃত্যু
ঢাকা/বেলাল/বকুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
১ কার্গো এলএনজি ও ১ কোটি ২০ লাখ লিটার ভোজ্য তেল ক্রয়ে অনুমোদন
পৃথক দুটি প্রস্তাবের আওতায় দেশের জ্বালানি চাহিদা মেটাতে এক কার্গো এলএনজি ও ১ কোটি ১০ লাখ লিটার রাইস ব্রাণ তেল ক্রয়ের দুটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। এতে মোট ব্যয় হবে ৭৬১ কোটি ২৬ লাখ ৫ হাজার ৯৫২ টাকা।
মঙ্গলবার (১৩ মে) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির সভায় প্রস্তাব দুটিতে অনুমোদন দেওয়া হয়েছে। সভায় কমিটির সদস্য ও উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা সূত্রে জানা গেছে, ‘পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮’ অনুসরণ করে আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে ১ কার্গো (২৬-২৭ জুন ২০২৫ সময়ে ২৬তম) এলএনজি আমদানির প্রত্যাশাগত অনুমোদন দিয়েছে কমিটি। পেট্রোবাংলা কর্তৃক ১ কার্গো এলএনজি সরবরাহের জন্য মাস্টার পারচেজ অ্যান্ড সেলস এগ্রিমেন্ট (এমএসপিএ) স্বাক্ষরকারী চুক্তিবদ্ধ ২৩টি প্রতিষ্ঠানের কাছ থেকে দরপ্রস্তাব আহ্বান করা হলে ৬টি প্রতিষ্ঠান দরপ্রস্তাব দাখিল করে। দাখিলকৃত ৬টি প্রস্তাবই কারিগরি ও আর্থিকভাবে রেসপনসিভ হয়। দরপত্রের সব প্রক্রিয়া শেষে প্রস্তাব মূল্যায়ন কমিটির (পিইসি) সুপারিশের প্রেক্ষিতে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান মেসার্স গানভর সিঙ্গাপুর প্রা.লি. সিঙ্গাপুর এই এক কার্গো এলএনজি সরবরাহ করবে। প্রতি এমএমবিটিইউ ১২.১৮ মা.ডলার হিসেবে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি ক্রয়ে ব্যয় হবে সর্বমোট ৫৮৪ কোটি ১৬ লাখ ৫ হাজার ৯৫২ টাকা।
সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের ১ কোটি ১০ লাখ লিটার রাইস ব্রাণ তেল ক্রয়ের একটি প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। ২০২৪-২০২৫ অর্থবছরে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে এই রাইস ব্রাণ তেল ক্রয় করা হবে। টিসিবি’র ফ্যামিলি কার্ডধারী ১ কোটি পরিবারের নিকট ভর্তুক মূল্যে বিক্রির লক্ষ্যে ১ কোটি ১০ লাখ লিটার রাইস ব্রাণ তেল ক্রয়ের জন্য অভ্যন্তরীণ উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে ৪টি দরপ্রস্তাব জমা পড়ে। ৪টি দরপ্রস্তাবই আর্থিক ও কারিগরিভাবে রেসপনসিভ হয়। দরপ্রস্তাবের সব প্রক্রিয়া শেষে টিইসি কর্তৃক সুপারিশকৃত রেসপনসিভ সর্বনিম্ন ৪টি দরদাতা প্রতিষ্ঠানের নিকট থেকে ১ কোটি ১০ লাখ লিটার রাইস ব্রাণ তেল প্রতি লিটার ১৬১ টাকা হিসেবে মোট ব্যয় হবে ১৭৭ কোটি ১০ লাখ টাকা। প্রস্তাবে (১) মজুমদার প্রডাক্টস ঢাকা লি. এর কাছ থেকে ৫০ হাজার লিটার; (২) তামিম এগ্রো ইন্ডাষ্ট্রিজ লি.ঢাকা এর কাছ থেকে ২০ হাজার লিটার; (৩) প্রধান অয়েল মিলস লি. গাইবান্ধা এর কাছ থেকে ২০ হাজার লিটার; এবং (৪) গ্রীণ অয়েল অ্যান্ড পোলট্রি ফিড ইন্ডাষ্ট্রিজ, ঢাকা এর কাছ থেকে ২০ হাজার লিটার রাইস ব্রাণ তেল ক্রয় করা হবে। ২০২৪-২০২৫ অর্থবছরে ভোজ্য তেল ক্রয়ের লক্ষ্যমাত্রা ২৮ কোটি লিটার। এ পর্যন্ত ক্রয় চুক্তি সম্পাদন হয়েছে ১৫ কোটি ২৫ লাখ ৬০ হাজার লিটার।
ঢাকা/হাসনাত/ফিরোজ