নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া এসএসসি পরীক্ষার্থীদের বলেন, ভালো পড়ালেখা করতে হবে এবং মানুষের মত মানুষ হতে হবে।  শিক্ষার কোন বিকল্প নেই।  

মঙ্গলবার (১৩ মে) দুপুরে হাজিগঞ্জের আইটি স্কুলে এসএসসি ২০২৫ সালের শেষ পরীক্ষার দিনে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে এসব কথা বলেন।  এসময় তিনি পরীক্ষার্থীদের সাথে মত বিনিময় করেন ও উৎসাহ উদ্দীপনা প্রদান করেন এবং সকল ছাত্র ছাত্রীদের চকলেট উপহার দেন।

এ সময় তিনি বলেন, পরীক্ষা শুরুতে আমরা এসেছিলাম আজ শেষের দিনও আসলাম ছাত্র-ছাত্রীরা যেন মনে করে আমরা তাদের পাশে আছি। এসময় তিনি পরবর্তী শ্রেণীতে ভর্তির ভালো প্রস্তুতির জন্য আহ্বান জানান। 

তিনি আরও বলেন, ছাত্র-ছাত্রীর জন্য আমরা কিছু উদ্যোগ নিয়েছি। আমাদের সকল উপজেলায় অন্যান্য কর্মকর্তারা উপস্থিত আছে তারা সকল ছাত্রীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও উৎসাহ উদ্দীপনা প্রদান এবং পরবর্তী শ্রেণীতে ভর্তির প্রস্তুতি সম্পর্কে আলোচনা করবেন এবং সকল ছাত্র ছাত্রীদের চকলেট প্রদান করবেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের অনান্য কর্মকর্তাগন, নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা, উক্ত স্কুলের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকগণ এবং সাংবাদিকবৃন্দ।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ পর ক ষ

এছাড়াও পড়ুন:

নারায়ণগঞ্জ মহানগর আপ বাংলাদেশের আহ্বায়ক কমিটি গঠন

ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ বাংলাদেশ) নারায়ণগঞ্জ মহানগর শাখার ১৩৬ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 

শুক্রবার (১৪ নভেম্বর) রাত ৮টায় আপ বাংলাদেশের কেন্দ্রীয় আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, সদস্যসচিব আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহ ও প্রধান সংগঠন নাঈম আহমদ স্বাক্ষরিত প্যাডে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে আজহার উদ্দিন শুভকে আহ্বায়ক, রাকিবুল হাসান রোকনকে সিনিয়র যুগ্ম- আহ্বায়ক ও নাহিদা সুলতানা উর্মিকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়।

একই কমিটিতে যুগ্ম-আহ্বায়কের পদে ৬ জন, সিনিয়র যুগ্ম-সদস্যসচিব ২, যুগ্ম-সদস্যসচিব ৬ এবং ১১৯ জনকে সদস্য রাখা হয়েছে।
 

সম্পর্কিত নিবন্ধ

  • নারায়ণগঞ্জে গভীর রাতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, তাপে চালক জেগে ওঠায় রক্ষা
  • র‍্যাবের অভিযান টের পেয়ে সন্ত্রাসীর এলোপাতাড়ি গুলি, গৃহবধূ গুলিবিদ্ধ
  • ফতুল্লায় সন্ত্রাস ও নাশকতা ঠেকাতে রিয়াদ চৌধুরীর নির্দেশে বিক্ষোভ
  • না’গঞ্জের আলিয়ার স্কুল অব লিডারশিপ ইউকে চ্যাপ্টারের নতুন সভাপতি 
  • না’গঞ্জের আলিয়ার স্কুল অব লিডারশিপ ইউকে চ্যাপ্টারের সভাপতি 
  • সিদ্ধিরগঞ্জে দুই গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় মামলা
  • রুয়েটের ভর্তি পরীক্ষা ২৩ জানুয়ারি, এবার পরীক্ষা কেন্দ্র ২টি, ২০২২ সালের এসএসসি পাসেও আবেদন
  • সোনারগাঁ উপজেলা তাঁতীদলের কমিটি ঘোষণা
  • নারায়ণগঞ্জ মহানগর আপ বাংলাদেশের আহ্বায়ক কমিটি গঠন
  • ফতুল্লায় আওয়ামী লীগকে প্রতিহত করতে রিয়াদ চৌধুরীর নির্দেশে বিক্ষোভ