পাকিস্তান সফর নিয়ে ক্রিকেটারদের দুশ্চিন্তা
Published: 14th, May 2025 GMT
অস্ত্রবিরতি ভারত-পাকিস্তানের ক্রিকেটারদের স্বস্তি দিয়েছে। ১৭ মে ফের মাঠে গড়াচ্ছে আইপিএল ও পিএসএলের খেলা। ফ্র্যাঞ্চাইজিগুলো প্রস্তুতি শুরু করে দিয়েছে। বিদেশি ক্রিকেটারদের টুর্নামেন্টে ফিরতে বলা হয়েছে। তবে বিদেশিদের কেউ ফিরবেন, কেউ হয়তো ফিরবেন না। কেউ না এলেও ফ্র্যাঞ্চাইজি লিগ দুটির উন্মাদনা কমবে না; বরং পাকিস্তানি ক্রিকেটারদের কাছে মাঠে ফেরার আনন্দ হবে ঈদের খুশির মতোই। এই খুশি দ্বিগুণ হবে দেশটিতে বাংলাদেশ পাঁচ ম্যাচ টি২০ সিরিজ খেলতে গেলে, নিরাপত্তার কারণে যে সিদ্ধান্ত অনিশ্চয়তার সুতায় ঝুলছে।
কারণ পাকিস্তানে খেলতে যাওয়া নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছেন দেশের ক্রিকেটাররা। গতকাল টি২০ দলের অধিকাংশ ক্রিকেটার ফোনে জানান, বিসিবি থেকে পাকিস্তান সফরে যেতে বলা হলে নিজেদের আপত্তির কথা তুলে ধরবেন। আসলে ভারত-পাকিস্তানের সামরিক হামলা বন্ধ হলেও ভীতি ছড়িয়ে দিয়ে গেছে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে। যেটা খেলোয়াড়দের নিরুৎসাহী করছে পাকিস্তান খেলতে যেতে।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) নতুন সফরসূচি পাঠিয়েছে। ২৫ মে পিএসএলের ফাইনাল শেষ করে ২৭ মে থেকে ৫ জুন পাঁচ ম্যাচ টি২০ সিরিজের খসড়া সূচি বিসিবির হাতে থাকলেও সিদ্ধান্তহীনতায় ভুগছে। ভারত সীমান্তের কাছের ভেন্যু ফয়সালাবাদ ও লাহোরকে বহাল রেখেছে পিসিবি।
গতকাল লাহোরের একজন সাংবাদিক জানান, ২৭ ও ২৮ মে ফয়সালাবাদে দুটি ম্যাচ হবে। বাকি তিন ম্যাচ লাহোরে। বিসিবি রাজি থাকলে ৩০ মে থেকে ৩ জুন বাকি তিন ম্যাচ হতে পারে। মূলত ঈদ সামনে থাকায় বিকল্প পরিকল্পনা। পিসিবি সফর আয়োজনে উদ্যোগী হলেও বাংলাদেশ দলের খেলতে যাওয়ার বিষয়টি নিশ্চিত নয়। কারণ ক্রিকেটারদের উদ্বেগের বিষয়টি উপেক্ষা করার মতো নয়।
একজন ক্রিকেটার নাম গোপন রাখার শর্তে বলেন, ‘বিসিবি আমাদের এখনও কিছু বলেনি। বোর্ড সফর করার সিদ্ধান্ত নিলে আমরা আপত্তি জানাব। উদ্বেগ-উৎকণ্ঠা নিয়ে আমরা পাকিস্তানে যেতে চাই না।'
মিডলঅর্ডারের একজন ব্যাটারের মতে, “পাকিস্তান সফরের ব্যাপারে যে কোনো সিদ্ধান্ত ক্রিকেটারদের মতামত নিয়ে হলে ভালো। আমরা যেতে চাই কিনা বোর্ড নিশ্চয়ই, তা জানতে চাইবে। সত্যিটা হলো এ মুহূর্তে পাকিস্তান সফর নিরাপদ মনে করি না।'
যদিও দুই দিন আগে সংবাদ সম্মেলনে টি২০ অধিনায়ক লিটন কুমার দাস বলেছেন, বিসিবি চাইলে পাকিস্তানে খেলতে যেতে রাজি তারা। সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি বোর্ডের ওপর ছেড়ে দেওয়ায় চাপে পড়ে গেছেন কর্মকর্তারা। বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান বলেন, 'কাল মিটিং করে পাকিস্তান সফরের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। আমার মত হলো, সরকারের কাছে সিদ্ধান্ত নেওয়ার ভার ছেড়ে দিলে ভালো। নিরাপত্তার বিষয়টি রাষ্ট্র ভালো বুঝবে।'
যুব ও ক্রীড়া উপদেষ্টা ১০ মে বলেছিলেন, 'এ মুহূর্তে পাকিস্তানে খেলতে যাওয়া নিরাপদ না।' ওই দিনই সন্ধ্যায় ভারত-পাকিস্তান অস্ত্রবিরতির ঘোষণা দেওয়ায় বিসিবিকে পিসিবির সঙ্গে যোগাযোগ করে নিরাপত্তার বিষয়ে নিশ্চিত হয়ে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দেন উপদেষ্টা।
গতকাল ক্রীড়া উপদেষ্টার প্রেস সেক্রেটারি মাহফুজুল আলম বলেন, “পাকিস্তানে নিরাপত্তা নিশ্চয়তার সাপেক্ষে বিসিবিকে সফরের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দেওয়া আছে। তবে তারা রাষ্ট্রের কাছে সিদ্ধান্ত জানতে চাইলে মন্ত্রণালয় বিষয়টি দেখবে। বিসিবি থেকে এখন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত চাওয়া হয়নি।'
পাকিস্তান সফরের টেনশন মাথায় নিয়ে আজ সকাল ১০টায় আরব আমিরাত রওনা হবেন টি২০ দলের ক্রিকেটাররা। আমিরাতের বিপক্ষে ১৭ ও ১৯ মে দুই ম্যাচের সিরিজ খেলবেন তারা। এই সিরিজ চলাকালেই পাকিস্তান সফরের ভবিষ্যৎ জেনে যাবেন লিটনরা।
.উৎস: Samakal
কীওয়ার্ড: প ক স ত ন সফর র
এছাড়াও পড়ুন:
ফিলিপাইনে ৬ দশমিক ৯ তীব্রতার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৬৯
ফিলিপাইনের মধ্যাঞ্চলে ৬ দশমিক ৯ তীব্রতার শক্তিশালী ভূমিকম্পে নিহত হওয়ার সংখ্যা বেড়ে ৬৯ জন হয়েছে। দেশটির দুর্যোগ-সংশ্লিষ্ট একজন কর্মকর্তা আজ বুধবার এ খবর জানান। বেঁচে যাওয়া ব্যক্তিদের উদ্ধার কার্যক্রম পরিচালনা ও পানি-বিদ্যুতের সংযোগ আবার চালু করার চেষ্টা করছে ফিলিপাইন সরকার।
দেশটির সিভিল ডিফেন্স কর্মকর্তা রাফি আলেজান্দ্রো সাংবাদিকদের বলেন, স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাত ১০টার আগে সেবু প্রদেশের উত্তরে বোগো শহরের কাছে ভূমিকম্পটির উৎপত্তি হয়। স্থানীয় হাসপাতালগুলো আহত মানুষের ভিড়ে রীতিমতো উপচে পড়ছে।
আঞ্চলিক সিভিল ডিফেন্স দপ্তরের তথ্য কর্মকর্তা জেন আবাপো বলেন, সেবুর প্রাদেশিক দুর্যোগ দপ্তরের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ভূমিকম্পে নিহত হওয়ার সংখ্যা এখন পর্যন্ত ৬৯ জন। অন্য একজন কর্মকর্তা জানান, আহত হয়েছেন ১৫০ জনের বেশি।
দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র বেঁচে যাওয়া ব্যক্তিদের দ্রুত সহায়তার আশ্বাস দিয়েছেন। তিনি জানান, মন্ত্রিপরিষদ সচিবেরা ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন। প্রিয়জন হারানো ব্যক্তিদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।
সেবু ফিলিপাইনের জনপ্রিয় পর্যটন গন্তব্যগুলোর একটি। সেখানে প্রায় ৩৪ লাখ মানুষের বসবাস। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হলেও ম্যাকতান-সেবু আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম চালু রয়েছে। এটা ফিলিপাইনের দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর।
ভূমিকম্পে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সান রেমিগিও শহরটিও। উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহায়তার জন্য এ শহরে ‘দুর্যোগপূর্ণ অবস্থা’ ঘোষণা করা হয়েছে। শহরের ভাইস মেয়র আলফি রেইনেস বলেন, উদ্ধারকর্মীদের জন্য খাবার ও পানি, সেই সঙ্গে ভারী সরঞ্জাম প্রয়োজন।
স্থানীয় ডিজেডএমএম রেডিওকে আলফি রেইনেস বলেন, ‘ভারী বৃষ্টি হচ্ছে। বিদ্যুৎ নেই। আমাদের সত্যিই সহায়তা দরকার। বিশেষ করে উত্তরাঞ্চলে পানির তীব্র সংকট রয়েছে। ভূমিকম্পে সেখানে সরবরাহ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।’
আরও পড়ুনফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ২৬, চলছে উদ্ধারকাজ৫ ঘণ্টা আগে