মাসের শুরুতে আইসিসির কাছ থেকে দুঃসংবাদ পেয়েছিল বাংলাদেশ নারী দল। বার্ষিক টি–টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে নয় থেকে নেমে গিয়েছিল দশে।

তবে নিগার সুলতানার দল আজ ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে পেল সুখবর। বার্ষিক হালনাগাদে এ সংস্করণে উন্নতি করেছে লাল–সবুজের প্রতিনিধিরা। এক ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠে এসেছে তারা। বর্তমানে বাংলাদেশের রেটিং ৭৯। এত দিন সাতে থাকা ওয়েস্ট ইন্ডিজ নেমে গেছে নয়ে।

ভারত ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের পর মেয়েদের বার্ষিক ওয়ানডে র‍্যাঙ্কিং প্রকাশ করার কথা জানিয়েছিল আইসিসি। ভারতের চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে গত রোববার সিরিজটি শেষ হয়েছে। এর দুই দিন পর আজ বুধবার প্রকাশ করা হলো বার্ষিক হালনাগাদ র‍্যাঙ্কিং।

আরও পড়ুনআইসিসির এপ্রিলের সেরা খেলোয়াড় মিরাজ৬ ঘণ্টা আগে

এবারের র‍্যাঙ্কিং হালনাগাদে ২০২২ সালের মে থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত দলীয় পারফরম্যান্সের ৫০% বিবেচনায় নেওয়া হয়েছে। এর পর থেকে ১০০% পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হয়েছে।

সম্প্রতি ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী দল.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

‘ভাষা আন্দোলনের তাত্ত্বিক বিষয় আমাকে আকর্ষণ করেছিল’

ছবি: প্রথম আলো

সম্পর্কিত নিবন্ধ