মাসের শুরুতে আইসিসির কাছ থেকে দুঃসংবাদ পেয়েছিল বাংলাদেশ নারী দল। বার্ষিক টি–টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে নয় থেকে নেমে গিয়েছিল দশে।
তবে নিগার সুলতানার দল আজ ওয়ানডে র্যাঙ্কিংয়ে পেল সুখবর। বার্ষিক হালনাগাদে এ সংস্করণে উন্নতি করেছে লাল–সবুজের প্রতিনিধিরা। এক ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠে এসেছে তারা। বর্তমানে বাংলাদেশের রেটিং ৭৯। এত দিন সাতে থাকা ওয়েস্ট ইন্ডিজ নেমে গেছে নয়ে।
ভারত ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের পর মেয়েদের বার্ষিক ওয়ানডে র্যাঙ্কিং প্রকাশ করার কথা জানিয়েছিল আইসিসি। ভারতের চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে গত রোববার সিরিজটি শেষ হয়েছে। এর দুই দিন পর আজ বুধবার প্রকাশ করা হলো বার্ষিক হালনাগাদ র্যাঙ্কিং।
আরও পড়ুনআইসিসির এপ্রিলের সেরা খেলোয়াড় মিরাজ৬ ঘণ্টা আগেএবারের র্যাঙ্কিং হালনাগাদে ২০২২ সালের মে থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত দলীয় পারফরম্যান্সের ৫০% বিবেচনায় নেওয়া হয়েছে। এর পর থেকে ১০০% পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হয়েছে।
সম্প্রতি ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী দল.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
প্রথমবার আইসিসির মাসসেরা খেলোয়াড় মিরাজ
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ‘এপ্রিল মাসের সেরা খেলোয়াড়’ নির্বাচিত হয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। এ যাত্রায় তিনি পেছনে ফেলেছেন জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি ও নিউ জিল্যান্ডের বেন সিয়ার্সকে।
ক্যারিয়ারে এই প্রথম মিরাজ আইসিসির মাসসেরা খেলোয়াড় হওয়ার পুরস্কার জিতলেন। তবে মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও নাহিদা আক্তারের পর চতুর্থ বাংলাদেশি ক্রিকেটার হিসেবে মর্যাদাপূর্ণ এই পুরস্কার জিতলেন তিনি।
এপ্রিল মাসজুড়ে টেস্ট ক্রিকেটে বল ও ব্যাট হাতে নজরকাড়া পারফরম্যান্স উপহার দিয়েছেন মিরাজ। বিশেষ করে জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজে মিরাজ ছিলেন দারুণ সব্যসাচী। সিলেট টেস্টে দল হারলেও বল হাতে দুই ইনিংসেই পাঁচটি করে মোট ১০ উইকেট তুলে নিয়ে আলো ছড়ান।
আরো পড়ুন:
ফাইনাল সামনে রেখে দল ঘোষণা করলো দ. আফ্রিকা
বদলে যাচ্ছে পাকিস্তান সিরিজের সূচি
তার ধারাবাহিকতা আরও জ্বলে ওঠে চট্টগ্রামে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে। সেই ম্যাচে মিরাজ দারুণ অলরাউন্ড নৈপূণ্য দেখান। ব্যাট হাতে দারুণ এক সেঞ্চুরি (১০৪ রান) করার পাশাপাশি দ্বিতীয় ইনিংসে তুলে নেন আরও একবার পাঁচ উইকেট। তার অলরাউন্ড নৈপুণ্যে বাংলাদেশ ইনিংস ও ১০৬ রানে জয় পায়। তাতে সিরিজে ফেরে সমতা।
দুই ম্যাচের সিরিজে মিরাজ ১১.৮৬ গড়ে শিকার করেন ১৫টি উইকেট। আর ৩৮.৬৬ গড়ে রান করেন ১১৬টি। এই নিখুঁত ও ধারাবাহিক পারফরম্যান্সই তাকে এনে দেয় আইসিসির মাসসেরা খেলোয়াড় হওয়ার স্বীকৃতি।
ঢাকা/আমিনুল