চাকরি হারিয়ে শোজি সে সময় নিজের একটি ওয়েবসাইট খোলেন। সেখানে জানান, যাঁর যা প্রয়োজন, অর্থের বিনিময়ে তিনি সেটিই করতে প্রস্তুত। বেশির ভাগ মানুষ শোজির কাছে কী চেয়েছে, জানেন? কেবল সঙ্গ!

যেমন এক ম্যারাথন রানারের জন্য ফিনিশিং লাইনে অপেক্ষা করেছেন শোজি। তাঁর কাজ ছিল ম্যারাথন শেষে তালি দেওয়া, অভিনন্দন জানানো। এক নারী তাঁকে প্রথমবার ভাড়া করেছিলেন পার্টিতে নিয়ে যাওয়ার জন্য, কেননা পার্টিতে গিয়ে তাঁর খুবই একা লাগে। এরপর শোজি বেশ কয়েকবার ওই নারীর সঙ্গে পার্টিতে ও নানা জায়গায় গেছেন। অনেকেই শোজিকে ভাড়া করেছেন একসঙ্গে কেক বা কফি খেতে, গল্প করতে। একবার এক নারী শোজিকে এক ঘণ্টার জন্য ভাড়া করেছিলেন স্রেফ তাঁর পাশে বসে থাকার জন্য। সে সময় তিনি ডিভোর্স পেপারে সই করেন। অনেকের সঙ্গে ঘুরতে গিয়ে শোজি তাঁদের ছবি তুলে দিয়েছেন। ভিডিও করেছেন।

আরও পড়ুনএক পয়সা মূলধন ছাড়াই লাখ লাখ টাকা আয় করেন এই মা-মেয়ে০৬ মার্চ ২০২৫

শোজি জানান, কোন কাজের জন্য কত টাকা দেবেন, তা কাস্টমাররাই ঠিক করেন। অনেক সময় তাঁর কাজে সন্তুষ্ট হয়ে কাস্টমাররা নির্ধারিত টাকার চেয়ে অনেক বেশি দিয়েছেন। শোজি আরও জানান, সময়ের সঙ্গে তাঁর চাহিদা কেবলই বাড়ছে। এখন থেকে যাঁরা বেশি টাকা দেবেন, তিনি তাঁদেরকেই সেবা দেবেন।

রেস্তোরাঁয় এক ক্লায়েন্টকে সঙ্গ দিচ্ছেন শোজি.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: কর ছ ন র জন য

এছাড়াও পড়ুন:

টিকাটুলিতে মামুন প্লাজায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

রাজধানীর টিকাটুলিতে মামুন প্লাজা নামের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। আজ বুধবার ভোর ৫টার দিকে ভবনটিতে আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা শাহজাহান মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। সকাল পৌনে সাতটার দিকে প্রথম আলোকে তিনি বলেন, মামুন প্লাজার তিনতলায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। বর্তমানে সাতটি ইউনিট সেখানে কাজ করছে। তবে আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি।

সম্পর্কিত নিবন্ধ