কিছু না করার জন্য চাকরি গেলেও ‘কিছু না করেই’ তিনি আয় করেছেন কোটি টাকা
Published: 15th, May 2025 GMT
চাকরি হারিয়ে শোজি সে সময় নিজের একটি ওয়েবসাইট খোলেন। সেখানে জানান, যাঁর যা প্রয়োজন, অর্থের বিনিময়ে তিনি সেটিই করতে প্রস্তুত। বেশির ভাগ মানুষ শোজির কাছে কী চেয়েছে, জানেন? কেবল সঙ্গ!
যেমন এক ম্যারাথন রানারের জন্য ফিনিশিং লাইনে অপেক্ষা করেছেন শোজি। তাঁর কাজ ছিল ম্যারাথন শেষে তালি দেওয়া, অভিনন্দন জানানো। এক নারী তাঁকে প্রথমবার ভাড়া করেছিলেন পার্টিতে নিয়ে যাওয়ার জন্য, কেননা পার্টিতে গিয়ে তাঁর খুবই একা লাগে। এরপর শোজি বেশ কয়েকবার ওই নারীর সঙ্গে পার্টিতে ও নানা জায়গায় গেছেন। অনেকেই শোজিকে ভাড়া করেছেন একসঙ্গে কেক বা কফি খেতে, গল্প করতে। একবার এক নারী শোজিকে এক ঘণ্টার জন্য ভাড়া করেছিলেন স্রেফ তাঁর পাশে বসে থাকার জন্য। সে সময় তিনি ডিভোর্স পেপারে সই করেন। অনেকের সঙ্গে ঘুরতে গিয়ে শোজি তাঁদের ছবি তুলে দিয়েছেন। ভিডিও করেছেন।
আরও পড়ুনএক পয়সা মূলধন ছাড়াই লাখ লাখ টাকা আয় করেন এই মা-মেয়ে০৬ মার্চ ২০২৫শোজি জানান, কোন কাজের জন্য কত টাকা দেবেন, তা কাস্টমাররাই ঠিক করেন। অনেক সময় তাঁর কাজে সন্তুষ্ট হয়ে কাস্টমাররা নির্ধারিত টাকার চেয়ে অনেক বেশি দিয়েছেন। শোজি আরও জানান, সময়ের সঙ্গে তাঁর চাহিদা কেবলই বাড়ছে। এখন থেকে যাঁরা বেশি টাকা দেবেন, তিনি তাঁদেরকেই সেবা দেবেন।
রেস্তোরাঁয় এক ক্লায়েন্টকে সঙ্গ দিচ্ছেন শোজি.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বদলে যাচ্ছে পাইওনিয়ার ইন্স্যুরেন্সের নাম
পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ কোম্পানির নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। এরই ধারাবাহিকতায় কোম্পানি ঢাকা স্টক এক্সচেঞ্জ (সিএসই) পিএলসির কাছে নাম পরিবর্তনের অনুমতি চায়। সার্বিক দিক বিবেচনা করে কোম্পানির নাম পরিবর্তন করার অনুমতি দিয়েছে ডিএসই কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আরো পড়ুন:
পুঁজিবাজারে বড় পতন, কমেছে লেনদেন
নয় মাসে সেন্ট্রাল ইন্স্যুরেন্সের মুনাফা কমেছে ৩.৯৭ শতাংশ
কোম্পানির নাম ‘পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড’ এর পরিবর্তে ‘গ্লোবাল ইন্স্যুরেন্স পিএলসি’ রাখার প্রস্তাব অনুমোদন করেছে ডিএসই। ১৯ অক্টোবর থেকে কোম্পানির নতুন নাম কার্যকর হয়েছে।
নাম সংশোধন ছাড়া কোম্পানির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।
ঢাকা/এনটি/এসবি