উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আজ প্রকাশ করা হয়েছে। গত বছরের তুলনায় পাসের হার কমেছে। তাছাড়া গতবারের চেয়ে অর্ধেকেরও কম শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এবার ২০২টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করেনি; যা গত বছর ছিল মাত্র ৬৫টি। 

এদিকে, ২০২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ফেল করা শিক্ষার্থীদের সমবেদনা জানিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী-গায়িকা মেহের আফরোজ শাওন। এ অভিনেত্রী তার ফেসবুকে একটি ফটো কার্ড পোস্ট করে লেখেন, “শূন্যস্থান পূরণ করো: ক) ‘মার্চ টু _______।’ খ) ‘এই তোরা _____ তে আয়!” 

আরো পড়ুন:

অভিনেতা পঙ্কজ ধীর মারা গেছেন

নাটকের সাফল্যে ইমুর উদযাপন

সমবেদনা জানিয়ে মেহের আফরোজ শাওন লেখেন, “মোরা অব দ্য স্টোরি: কোমলমতি মেধাবি শিক্ষার্থীরা, শুধু বিপ্লব বিপ্লব বলে চিৎকার করলেই হয় না, পড়াশোনাটাও ঠিকমতো করা লাগে। তা না হলে নিজের ইচ্ছায় বিপ্লব করছো, না কি অন্য কারো উদ্দেশ্য হাসিলের জন্য দাবার গুটি হচ্ছো, সেটাও বুঝতে পারবা না। তোমাদের জন‍্য সমবেদনা।” 

মেহের আফরোজ শাওনের এ পোস্টে রিঅ্যাক্ট পড়েছে ৪ হাজারের বেশি। শেয়ার পড়েছে প্রায় আড়াই শ। অনেকে মন্তব্য করে তার ভাবনার সঙ্গে সহমত পোষণ করেছেন। 

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ট ভ ন টক চলচ চ ত র

এছাড়াও পড়ুন:

২০২ শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ পাস করেনি

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩। এবারের পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ শিক্ষার্থী। তবে এবারের পরীক্ষার ফলাফলে দেখা গেছে, ২০২৫ সালের দেশের ২০২টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। গত বছর শূন্য পাসের শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৬৫।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সভাকক্ষে বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির ফলাফলের এ তথ্য জানিয়ে বিস্তারিত তুলে ধরেন।

তিনি জানান, ২০২৪ সালে শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠান ছিল ৬৫টি। এবার সেই সংখ্যা বেড়ে হয়েছে ২০২টি। এবার শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠান ৩৫৪টি। ২০২৪ সালের শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠান ছিল ১ হাজার ৩৮৮টি। এবার মোট শিক্ষাপ্রতিষ্ঠান ৯ হাজার ৩০২টি।

এবারের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩। পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী।

এবার মাদ্রাসা বোর্ডে ৭৫ দশমিক ৬১ শতাংশ এবং কারিগরি বোর্ডে ৬২ দশমিক ৬৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। গত বছর মাদ্রাসা বোর্ডে ৯৩ দশমিক ৪০ শতাংশ এবং কারিগরি বোর্ডে ৮৮ দশমিক ০৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছিলেন। এই দুই বোর্ডেও গত বছরের তুলনায় এবার পাসের হার কমেছে। 

এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শুরু হয়েছিল গত ২৬ জুনে। গত ১৯ অগাস্ট এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয়। ২১ থেকে ৩১ অগাস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা নেওয়া হয়েছে।

দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী  ছিলেন ১২ লাখ ৫১ হাজার ১১১ জন। এর মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন পুরুষ ও ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন নারী শিক্ষার্থী।

সারা দেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রায় ২৭ হাজার শিক্ষার্থী এবারের পরীক্ষায় অংশ নেয়নি।

ঢাকা/এএএম/ইভা 

সম্পর্কিত নিবন্ধ

  • ২০২ শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ পাস করেনি