ওবায়দুল কাদেরের ছোট ভাইকে গ্রেপ্তার
Published: 16th, October 2025 GMT
কার্যক্রম নিষিদ্ধ কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেনসহ (৫৮) দল ও অঙ্গ সংগঠনের ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ডিএমপির মিডিয়া সেন্টার থেকে এ তথ্য জানানো হয়েছে।
আরো পড়ুন:
বগুড়ার ডিবির ইনচার্জসহ তিন কর্মকর্তাকে প্রত্যাহার
অস্ত্র প্রশিক্ষণের ভিডিও ভাইরালের ঘটনায় গ্রেপ্তার ৩
পুলিশ জানায়, সংশ্লিষ্ট থানায় আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হবে। তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করতেন।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, “ওবায়দুল কাদেরের ভাইকে গ্রেপ্তারের বিষয়টি একটি মাধ্যমে শুনেছি।” কবে এবং কোন স্থান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এ বিষয়ে তিনি কোনো তথ্য জানাতে পারেননি।
নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারের বিদ্যুৎ অফিসের এক কর্মকর্তার মাথার চুল কেটে এবং মারধরে করে ব্যাপক সমালোচিত হন শাহাদাত। গত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে বড় ভাই কাদের মির্জার সাথে দ্বন্দ্বে জড়িয়ে তিনি আলোচনায় আসেন।
গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর স্বপরিবারে পালিয়ে যান ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা ও শাহাদাত হোসেন।
ঢাকা/সুজন/মাসুদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
এইচএসসির ফলাফলের সাফল্য বিমান দুর্ঘটনায় হতাহতদের উৎসর্গ করল মাইলস্টোন
২০২৫ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার ফলাফলে অসাধারণ সাফল্য অর্জন করেছে মাইলস্টোন কলেজ। রাজধানীর উত্তরায় অবস্থিত এ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বাংলা ও ইংরেজি—দুই মাধ্যমে ২ হাজার ৯৮১ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। পাসের হার ৯৯ দশমিক ৮৩। এর মধ্যে মোট উত্তীর্ণ শিক্ষার্থীর মধ্যে ৭৯১ জন জিপিএ–৫ পেয়েছেন।
মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম উত্তীর্ণ সব শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়ে ফলাফলের এ সাফল্য ২১ জুলাই বিমান দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের স্মৃতির উদ্দেশে উৎসর্গ করেন।
আরও পড়ুন২১ বছরে এইচএসসিতে সর্বনিম্ন পাস: শিক্ষায় ‘গলদ’ না অন্য কিছু২ ঘণ্টা আগেবিভাগভিত্তিক ফলাফলে দেখা যায়, বিজ্ঞান বিভাগ থেকে ২ হাজার ৩৭৩ জন পরীক্ষায় অংশ নিয়ে ২ হাজার ৩৭০ জন পাস করেছেন। পাসের হার ৯৯ দশমিক ৮৭। এই বিভাগে ৭৪৮ জন শিক্ষার্থী জিপিএ–৫ পেয়েছেন।
ব্যবসায় শিক্ষা বিভাগে অংশ নেওয়া ৩০৫ শিক্ষার্থীর সবাই পাস করেছেন। পাসের হার শতভাগ। এই বিভাগ থেকে ২৩ জন জিপিএ–৫ পেয়েছেন।
অন্যদিকে মানবিক বিভাগে অংশ নেন ৩০৩ জন। পাস করেছেন ৩০১ জন। এ বিভাগের পাসের হার ৯৯ দশমিক ৩৪। মানবিকে জিপিএ–৫ পেয়েছেন ২০ জন।
আরও পড়ুনসর্বোচ্চ পাসের হার কোন বোর্ডে, দেখুন ফলাফল৪ ঘণ্টা আগেফলাফল প্রকাশের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম বলেছেন, এ সাফল্যের মূল চাবিকাঠি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক—সবার সম্মিলিত প্রচেষ্টা। তিনি বলেন, ‘প্রশাসনের সঠিক তদারকি, শিক্ষকদের একনিষ্ঠ পরিশ্রম, শিক্ষার্থীদের মনোযোগ ও অভিভাবকদের সহযোগিতায় আমরা ধারাবাহিকভাবে ভালো ফল পাচ্ছি। গুণগত শিক্ষার জন্য আমরা নিয়মিত শ্রেণিকক্ষে পাঠদানের পাশাপাশি সহপাঠ্যক্রমিক কার্যক্রমেও গুরুত্ব দিই। এটাই ভালো ফলের প্রধান নিয়ামক।’
আরও পড়ুনএবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী কমেছে ৭৬ হাজার ৮১৪ জন৫ ঘণ্টা আগে