গাজা ঘোষণাপত্র, টি-ডোম, স্যার ক্রিক অঞ্চল কী
Published: 16th, October 2025 GMT
১. বিতর্কিত ‘স্যার ক্রিক অঞ্চল’কোন দুটি দেশের সীমানায় অবস্থিত?
ক. ভারত–পাকিস্তান
খ. পাকিস্তান–আফগানিস্তান
গ. সিরিয়া–তুরস্ক
ঘ. আর্মেনিয়া–আজারবাইজান
উত্তর : ক. ভারত–পাকিস্তান
২. ‘শারম আল-শেখ’ শহরটি কোন দেশে অবস্থিত?
ক. ইয়েমেন
খ. কাতার
গ. সিরিয়া
ঘ. মিসর
উত্তর : ঘ. মিসর
৩. গাজা যুদ্ধ অবসানে আন্তর্জাতিক শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে কোন দেশে?
ক.
খ. জর্ডান
গ. তুরস্ক
ঘ. কাতার
উত্তর: ক. মিসর
৪. হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরে মধ্যস্থকারী দেশ নয় কোনটি?
ক. কাতার
খ. সংযুক্ত আরব আমিরাত
গ. তুরস্ক
ঘ. যুক্তরাষ্ট্র
উত্তর: খ. সংযুক্ত আরব আমিরাত (মধ্যস্থকারী চারটি দেশ: কাতার, তুরস্ক, মিসর ও যুক্তরাষ্ট্র)
৫. গাজায় যুদ্ধবিরতি নিশ্চিতকরণে ‘গাজা ঘোষণাপত্র’ স্বাক্ষরিত হয়—
ক. ৭ অক্টোবর ২০২৫
খ. ৯ অক্টোবর ২০২৫
গ. ১৩ অক্টোবর ২০২৫
ঘ. ১৪ অক্টোবর ২০২৫
উত্তর : গ. ১৩ অক্টোবর ২০২৫
আরও পড়ুনস্বাস্থ্যসেবা বিভাগের অধীনে নিয়োগ, পদ ১২৭৩০ সেপ্টেম্বর ২০২৫৬. সম্প্রতি বাংলাদেশের কোন বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করা হয়েছে?
ক. শাহ্ মখদুম বিমানবন্দর, রাজশাহী
খ. সৈয়দপুর বিমানবন্দর
গ. কক্সবাজার বিমানবন্দর
ঘ. যশোর বিমানবন্দর
উত্তর: গ. কক্সবাজার বিমানবন্দর (বর্তমানে দেশে আন্তর্জাতিক বিমানবন্দরের সংখ্যা চারটি)
৭. বিশ্ব খাদ্য ফোরাম (ডব্লিউএফএফ) ২০২৫-এ ক্ষুধামুক্ত বিশ্ব গঠনে অধ্যাপক মুহাম্মদ ইউনূস কয় দফা প্রস্তাব উত্থাপন করেন?
ক. ৪ দফা
খ. ৬ দফা
গ. ৮ দফা
ঘ. ১০ দফা
উত্তর: খ. ৬ দফা
৮. টাইম ম্যাগাজিনের ‘শ্রেষ্ঠ উদ্ভাবন ২০২৫’ তালিকায় স্থান পাওয়া বাংলাদেশের তৈরি সম্পূরক খাদ্য—
ক. ফাফা
খ. মোমাইজ
গ. বিডিএফ
ঘ. এমডিসিএফ-২
উত্তর : ঘ. এমডিসিএফ-২ (আইসিডিডিআরবি উদ্ভাবিত এমডিসিএফ -মাইক্রোবায়োটা ডিরেক্টেড কমপ্লিমেন্টারি ফুড, অন্ত্রের উপকারী জীবাণুগুলোকে উদ্দীপ্ত করে শিশুদের সুস্থ বিকাশে সহায়তা করে।)
৯. বাংলাদেশে প্রথমবারের মতো সরকারিভাবে টাইফয়েড টিকাদান কর্মসূচির আওতাধীন কত বছর বয়সী শিশুরা?
ক. ৯ মাস থেকে ১৫ বছর
খ. ২ থেকে ৮ বছর
গ. নবজাতক থেকে ১৫ বছর
ঘ. ৩ থেকে ১৫ বছর
উত্তর : ক. ৯ মাস থেকে ১৫ বছর (বাংলাদেশে প্রথমবারের মতো জাতীয় টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হয় ১২ অক্টোবর, ২০২৫)
আরও পড়ুনবাংলাদেশ বিমানে চাকরি, নেবে ৪৬ কর্মী২১ সেপ্টেম্বর ২০২৫১০. ‘আন্তর্জাতিক কন্যাশিশু দিবস’ পালিত হয় প্রতিবছর—
ক. ৭ আগস্ট
খ. ১৬ সেপ্টেম্বর
গ. ৭ অক্টোবর
ঘ. ১১ অক্টোবর
উত্তর : ঘ. ১১ অক্টোবর
১১. ২০২৫ সালে শান্তিতে নোবেলজয়ী মারিয়া কোরিনা মাচাদো কোন দেশের অধিবাসী?
ক. কলম্বিয়া
খ. মেক্সিকো
গ. বলিভিয়া
ঘ. ভেনেজুয়েলা
উত্তর : ঘ. ভেনেজুয়েলা
১২. আইভরিকোস্টের ‘লৌহমানবী’ হিসেবে পরিচিত—
ক. সিমিওনি বাগবো
খ. জর্জিয়া মেলোনি
গ. মেটে ফ্রেডেরিকসেন
ঘ. এলেন জনসন সিরলিফ
উত্তর : ক. সিমিওনি বাগবো
১৩. বায়ুমান বিশ্লেষণকারী ‘আইকিউএয়ার’কোন দেশভিত্তিক প্রতিষ্ঠান?
ক. সুইডেন
খ. সুইজারল্যান্ড
গ. জার্মানি
ঘ. যুক্তরাজ্য
উত্তর : খ. সুইজারল্যান্ড
১৪. ‘টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র’কোন দেশের তৈরি?
ক. যুক্তরাজ্য
খ. যুক্তরাষ্ট্র
গ. রাশিয়া
ঘ. তুরস্ক
উত্তর : খ. যুক্তরাষ্ট্র
আরও পড়ুনবাংলাদেশ তাঁত বোর্ডে ৪০ পদে নিয়োগ, গ্রেড ১৩–২০২৫ সেপ্টেম্বর ২০২৫১৫. সম্প্রতি বহুস্তরবিশিষ্ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ‘টি-ডোম’ উন্মোচন করেছে—
ক. ইরান
খ. ইউক্রেন
গ. তুরস্ক
ঘ. তাইওয়ান
উত্তর: ঘ. তাইওয়ান
আরও পড়ুনস্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন পটুয়াখালীতে চাকরি, পদ ৭৪০৯ অক্টোবর ২০২৫উৎস: Prothomalo
কীওয়ার্ড: য ক তর ষ ট র স প ট ম বর ত রস ক
এছাড়াও পড়ুন:
২০২৫ সালে সবচেয়ে বেশি আয় করা ভারতীয় সিনেমা কোনগুলো
বছর শেষ হতে আরও ২৫ দিন বাকি, কিন্তু চলতি বছর ভারতীয় বক্স অফিসে আয় করা শীর্ষ ১০ সিনেমার তালিকা এখনই চূড়ান্ত করা যায়। শীর্ষ ১০ সিনেমাগুলোর আয়ে একটির সঙ্গে অন্যটির এতটাই ব্যবধান যে আগামী এক মাসে তালিকার বদল হওয়া প্রায় অসম্ভব। এর মধ্যে কয়েকটি সিনেমা এখন আর প্রেক্ষাগৃহে চলছে না, ফলে বাড়তি আয়ের সুযোগ নেই। দেখে নেওয়া যাক, ২০২৫ সালে কোন সিনেমাগুলো ভারতের বক্স অফিসে ঝড় তুলেছে।
১০‘সিতারে জমিন পর’‘সিতারে জমিন পর’ সিনেমায় আমির খান