খুলনায় তৃতীয় শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। ঘটনা জানাজানির ভয়ে ওই ছাত্রীকে ড্রামে লুকিয়ে রাখে মামুন নামে এক ব্যক্তি। বুধবার সন্ধ্যায় খুলনা নগরীর নতুনবাজার চর এলাকায় এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে খুলনা সদর থানায় মামলা করেন। দুপুরে মামুনকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, মামুন নগরীর নতুনবাজার এলাকায় বসবাস করেন। বুধবার সন্ধ্যায় মামুন শিশুটিকে দোকানে চা এবং রুটি কিনতে পাঠান। শিশুটি দোকান থেকে চা-রুটি কিনে মামুনের বাসায় দিতে যায়। এরপর থেকে শিশুটির খোঁজ পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির পর না পেয়ে চায়ের দোকানির তথ্য অনুযায়ী মামুনদের বাড়িতে খুঁজতে যায় তার মা। তখন মামুন জানান, তাদের বাড়িতে ভুক্তভোগী শিশুটি নেই। কোথায় গেছে, এ নিয়ে শিশুটির মায়ের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন মামুন। এ সময় তার ঘর থেকে শিশুটির ‘মা’ ডাক শুনতে পান ভুক্তভোগী শিশুটির মা। পরে ঘরে খুঁজতে থাকেন ওই নারী। একপর্যায়ে চালের ড্রাম থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে শিশুটিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়।

খুলনা সদর থানার ওসি হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম বলেন, মামুনের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খুলনা মহানগর হাকিম আদালতের বিচারক সুমাইয়া কাওসার শিশুটির জবানবন্দি গ্রহণ করেন। পরে আসামিকে কারাগারে পাঠানো হয়।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

এভাবে লুচি বানালে ফুলবেই ফুলবে, জেনে নিন রেসিপি

উপকরণ

ময়দা: ২ চামচ

আটা: দেড় চামচ

চিনি: ১ চা-চামচ

ঘি: ১ চা-চামচ

তেল: ১ চা-চামচ।

প্রণালি

সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। একটু গরম পানি দিয়ে ময়ান বানাতে হবে। ময়ান পাঁচ মিনিটের মতো মেখে রাখুন। তারপর লুচি বেলে ডুবোতেলে ভেজে নিতে হবে।

আরও পড়ুনপূজায় অপু বিশ্বাসের প্রিয় খাবার মহাষ্টমীর ভোগের থালা, দেখুন তাঁর দেওয়া রেসিপি৩০ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ