বন্দরে এগ্রো ফুড ইন্ডাস্ট্রি'র ভুষি চুরি মামলায় গ্রেপ্তার ২
Published: 15th, May 2025 GMT
বন্দরে একটি এগ্রো ফুড ইন্ডাস্ট্রি'র ১৫ হাজার কেজি ভুষি চুরির অভিযোগে ওই প্রতিষ্ঠানের দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত বুধবার (১৪ মে) রাতে সদর উপজেলার চর সৈয়দপুর এলাকার এগ্রো ফুড কারখানার প্রধান কার্যালয় থেকে এদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, বন্দরের শাহী মসজিদ এলাকার আবুল হোসেনের ছেলে ও এগ্রো ফুড কোম্পানির সরবরাহ শাখার জুনিয়র অফিসার আসিবুল ইসলাম স্মরণ(২৯) ও গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার শ্যামপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে ও এগ্রো ফুড কোম্পানির সরবরাহ শাখার সুপারভাইজার ওহাব বিন আব্দুল্লাহ (২২)।
এ ব্যাপারে এগ্রো ফুড কোম্পানির নিরাপত্তা কর্মকর্তা মোঃ আলী ইসলাম বাদী হয়ে গ্রেপ্তারকৃত দু'জনসহ তিন জনের নাম উল্লেখ করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা বন্দর থানার এসআই মো.
এ ব্যাপারে কারখানা কর্তৃপক্ষ সরবরাহ শাখার তিন কর্মকর্তার নাম উল্লেখ করে মামলা করেন। বৃহস্পতিবার রাতে কারখানার প্রধান কার্যালয়ের ভেতর থেকে আসিবুল ইসলাম স্মরণ ও ওহাব বিন আব্দুল্লাহ নামের দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ কর মকর ত ইসল ম
এছাড়াও পড়ুন:
নকল সরবরাহের সময় ছাত্রদলের সভাপতি গ্রেপ্তার
টাঙ্গাইলের কালিহাতীতে এইচএসসি পরীক্ষায় নকল সরবরাহ করার সময় কালিহাতী শাজাহান সিরাজ কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মৃদুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) দুপুরে এইচএসসি পরীক্ষা চলাকালীন কালিহাতী শাজাহান সিরাজ কলেজ কেন্দ্র থেকে তাকে গ্রেপ্তার করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিফাত বিন সাদেক। মৃদুল হাসান ওই কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিফাত বিন সাদেক জানান, আটকের পর তাকে পুলিশে সোর্পদ করা হয়েছে এবং কালিহাতী শাজাহান সিরাজ কলেজ কর্তৃপক্ষকে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য লিখিতভাবে বলা হয়েছে।
আরো পড়ুন:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নেই, আবার চলছে পুরোদমে
নানা আয়োজনে যবিপ্রবিতে জুলাই বিপ্লব উদযাপন
কালিহাতী শাজাহান সিরাজ কলেজের অধ্যক্ষ মজিবর রহমান জানান, ব্যবস্থা নেয়ার জন্য লিখিত নির্দেশনা পেয়েছেন। সহকারী কমিশনার (ভূমি) এবং কলেজের সিনিয়র শিক্ষকদের সঙ্গে পরামর্শ করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
কালিহাতী থানার ওসি জাকির হোসেন জানান, লিখিত অভিযোগ পেয়েছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ঢাকা/কাওছার/বকুল