বগুড়ায় যাবজ্জীবন সাজা পাওয়া পলাতক মাদক ব্যবসায়ী ঢাকায় গ্রেপ্তার
Published: 2nd, June 2025 GMT
ঢাকার রামপুরা এলাকা থকেে মাদক মামলায় যাবজ্জীন কারাদণ্ড পাওয়া পলাতক এক আসামিকে গ্রপ্তোর করছেে র্যাব। ওই আসামির নাম জিৎ রাজভর (৪৮)। তিনি বগুড়ার গাবতলী উপজলোর সুখানপুকুর বন্দর এলাকার বাসিন্দা।
র্যাব-১২, সিপিএসসি বগুড়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। জানা যায়, ২০২১ সালের ১২ মে জয়পুরহাটের পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা একটি মামলায় জিৎ রজভরকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ এবং র্যাব-৩ এর একটি যৌথ দল ছায়া তদন্ত শুরু করে। পরে শনিবার রাত সাড়ে আটটার দিকে ঢাকার রামপুরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১২, সিপিএসসি বগুড়ার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার এনামুল হক বলেন, সাজা থেকে বাঁচতে জিৎ রাজভর আত্নীয়স্বজনের ও পরিচিতদের সঙ্গে যোগাযোগ বিচ্ছি্নে করে দেশের বিভিন্ন জায়গায় আত্নগোপনে ছিলেন। গ্রেপ্তারের পর তাকে আইনি কাজ শেষে শাহজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
জিম লেকারের সেই অমর কীর্তি
ইনিংসে ১০ উইকেট নেওয়ার কীর্তিতে তাঁর পাশে বসেছেন অনিল কুম্বলে ও এজাজ প্যাটেল। তবে এটা তো জিম লেকারের কীর্তির অর্ধেক মাত্র । প্রথম ইনিংসেও ৯ উইকেট নিয়ে ম্যাচে উইকেট ১৯ উইকেটের রেকর্ড তো এখনো লেকারেরই। তাঁকে নিয়ে উৎপল শুভ্রর এই লেখা পাঠককে ফিরিয়ে নিয়ে যাবে ১৯৫৬ সালের ৩১ জুলাই, ওল্ড ট্রাফোর্ডে। যেদিন পূর্ণতা পেয়েছিল জিম লেকারের ওই অর্জন।
ওল্ড ট্রাফোর্ডে জিম লেকারের কীর্তির ৪৩ বছর পর অনিল কুম্বলে তাঁর পাশে বসেছেন, ৬৫ বছর পর আজাজ প্যাটেল; তবে লেকারের রেকর্ড আসলে ভাঙবে না কোনোদিনই। হ্যাঁ, এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার রেকর্ডটিতে লেকার, কুম্বলে আর এজাজ প্যাটেল তিনজনেরই সমান অধিকার। কিন্তু ১৯৫৬ সালের ৩১ জুলাইয়ে ওল্ড ট্রাফোর্ড টেস্টে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের দশে–দশ তো লেকারের কীর্তির শেষ নয়। বরং বলা যেতে পারে কীর্তির অর্ধেক। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসেও যে ১০ উইকেটের মাত্র একটিই পাননি লেকার। এক টেস্টে ১৯ উইকেটের এই রেকর্ডটিকে চিরজীবী বলে মোটামুটি মেনে নিয়েছেন সবাই। 'কোনোদিন ভাঙবে না'...এমন রেকর্ডের তালিকায় ব্র্যাডম্যানের ৯৯.৯৪ ব্যাটিং গড়ের পাশেই রাখা যায় এটিকে।
১৯৯৯ সালে দিল্লি টেস্টের আগ পর্যন্ত ইনিংসের ১০ উইকেটই নিয়ে নেওয়ার রেকর্ডটিকেও অবশ্য এমনই মনে করা হতো। ওই টেস্টে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের ১০টি উইকেটই নিয়ে অনিল কুম্বলে লেকারের পাশে বসে যান। ২০২১ সালের ডিসেম্বরে এজাজ প্যাটেলও সঙ্গী হন এই দুজনের। নিউজিল্যান্ডের বাঁহাতি স্পিনারের দশে–দশ কীর্তি প্রথম ইনিংসে বলে লেকারের ম্যাচে ১৯ উইকেটের রেকর্ড ছোঁয়ার একটা গাণিতিক সম্ভাবনা ছিল তাঁর। ভারতের দ্বিতীয় ইনিংসের প্রথম ৪ উইকেটের ৩টিই নিয়ে যা আরও প্রবল করে তুলেছিলেন। শেষ পর্যন্ত আর হয়নি, ৭ উইকেট পড়ে যাওয়ার পরই ভারত ইনিংস ঘোষণা দেয়, ওই ৭ উইকেটের ৪টি নিয়েছিলেন প্যাটেল। ম্যাচে ১৪ উইকেট, অনিল কুম্বলেরও তা–ই ছিল।
জিম লেকার