পুঁজিবাজারে বন্ড খাতে তালিকাভুক্ত আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড (এপিএসসিএল) নন-কনভার্টেবল অ্যান্ড ফুল্লি রিডিমঅ্যাবল কুপন বিয়ারিং বন্ডের ট্রাস্টি কমিটি ষষ্ঠ বছরের প্রথম ৬ মাস বা অর্ধবার্ষিকী পর্যন্ত (৫ জানুয়ারি থেকে ৪ জুলাই ২০২৫) কুপন রেট ঘোষণা করেছে।

আলোচ্য সময়ের জন্য বন্ডহোল্ডাদের বছরে ১০৫০ শতাংশ কুপন হারে রিটার্ন (মুনাফা) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ট্রাস্টি কমিটি।

বুধবার (৪ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এই তথ্য পাওয়া গেছে।

আরো পড়ুন:

প্রস্তাবিত বাজেট পুঁজিবাজারে গতিশীলতা আনবে: সিএসই

মানিলন্ডারিং সচেতনতা: ৮ ব্রোকার-মার্চেন্ট ব্যাংক পরিদর্শনের নির্দেশ

এর আগে মঙ্গলবার (৩ জুন) বন্ডের ট্রাস্টি কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কুপন রেট ঘোষণা করলেও এই মুনাফাপ্রাপ্তিতে যোগ্য বন্ডহোল্ডার নির্ধারণ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৭ জুলাই।

বুধবার এবি ব্যাংক পারপেচ্যুয়াল বন্ডের লেনদেনের ওপর কোনো মূল্যসীমা থাকবে না।

ঢাকা/এনটি/রাসেল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর বন ড র

এছাড়াও পড়ুন:

জিম লেকারের সেই অমর কীর্তি

ইনিংসে ১০ উইকেট নেওয়ার কীর্তিতে তাঁর পাশে বসেছেন অনিল কুম্বলে ও এজাজ প্যাটেল। তবে এটা তো জিম লেকারের কীর্তির অর্ধেক মাত্র । প্রথম ইনিংসেও ৯ উইকেট নিয়ে ম্যাচে উইকেট ১৯ উইকেটের রেকর্ড তো এখনো লেকারেরই। তাঁকে নিয়ে উৎপল শুভ্রর এই লেখা পাঠককে ফিরিয়ে নিয়ে যাবে ১৯৫৬ সালের ৩১ জুলাই, ওল্ড ট্রাফোর্ডে। যেদিন পূর্ণতা পেয়েছিল জিম লেকারের ওই অর্জন।

ওল্ড ট্রাফোর্ডে জিম লেকারের কীর্তির ৪৩ বছর পর অনিল কুম্বলে তাঁর পাশে বসেছেন, ৬৫ বছর পর আজাজ প্যাটেল; তবে লেকারের রেকর্ড আসলে ভাঙবে না কোনোদিনই। হ্যাঁ, এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার রেকর্ডটিতে লেকার, কুম্বলে আর এজাজ প্যাটেল তিনজনেরই সমান অধিকার। কিন্তু ১৯৫৬ সালের ৩১ জুলাইয়ে ওল্ড ট্রাফোর্ড টেস্টে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের দশে–দশ তো লেকারের কীর্তির শেষ নয়। বরং বলা যেতে পারে কীর্তির অর্ধেক। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসেও যে ১০ উইকেটের মাত্র একটিই পাননি লেকার। এক টেস্টে ১৯ উইকেটের এই রেকর্ডটিকে চিরজীবী বলে মোটামুটি মেনে নিয়েছেন সবাই। 'কোনোদিন ভাঙবে না'...এমন রেকর্ডের তালিকায় ব্র্যাডম্যানের ৯৯.৯৪ ব্যাটিং গড়ের পাশেই রাখা যায় এটিকে।

১৯৯৯ সালে দিল্লি টেস্টের আগ পর্যন্ত ইনিংসের ১০ উইকেটই নিয়ে নেওয়ার রেকর্ডটিকেও অবশ্য এমনই মনে করা হতো। ওই টেস্টে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের ১০টি উইকেটই নিয়ে অনিল কুম্বলে লেকারের পাশে বসে যান। ২০২১ সালের ডিসেম্বরে এজাজ প্যাটেলও সঙ্গী হন এই দুজনের। নিউজিল্যান্ডের বাঁহাতি স্পিনারের দশে–দশ কীর্তি প্রথম ইনিংসে বলে লেকারের ম্যাচে ১৯ উইকেটের রেকর্ড ছোঁয়ার একটা গাণিতিক সম্ভাবনা ছিল তাঁর। ভারতের দ্বিতীয় ইনিংসের প্রথম ৪ উইকেটের ৩টিই নিয়ে যা আরও প্রবল করে তুলেছিলেন। শেষ পর্যন্ত আর হয়নি, ৭ উইকেট পড়ে যাওয়ার পরই ভারত ইনিংস ঘোষণা দেয়, ওই ৭ উইকেটের ৪টি নিয়েছিলেন প্যাটেল। ম্যাচে ১৪ উইকেট, অনিল কুম্বলেরও তা–ই ছিল।

জিম লেকার

সম্পর্কিত নিবন্ধ