টাকা আদায়ে আপত্তিকর ভিডিও ভাইরাল করা হয়েছে
Published: 21st, June 2025 GMT
শরীয়তপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আশরাফ উদ্দিনের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে তার সঙ্গে এক নারীকে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায়। এ নিয়ে দেশজুড়ে চলছে আলোচনা-সমালোচনা। মোহাম্মদ আশরাফ উদ্দিন অভিযোগ করেছেন, তার কাছ থেকে টাকা আদায়ের জন্য ভিডিও ভাইরাল করা হয়েছে।
গতকাল শুক্রবার (২০ জুন) সকালে প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট জাওয়াদ নির্ঝর ফেসবুক ও টেলিগ্রাম চ্যানেলে শরীয়তপুরের জেলা প্রশাসকের সঙ্গে এক নারীর আপত্তিকর ভিডিও ও চারটি ছবি প্রকাশ করেন। এর পরপরই শরীয়তপুরসহ দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
বিষয়টি নিয়ে শনিবার (২১ জুন) বিকেলে রাইজিংবিডি ডটকমের পক্ষ থেকে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিনের সঙ্গে তার ব্যক্তিগত নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হয়।
মোহাম্মদ আশরাফ উদ্দিন বলেছেন, “সে (ভিডিও’র সেই নারী) ছিল আমার আত্মীয়। সেই সম্পর্কের সূত্র ধরেই আমাকে বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করা শুরু করে। ব্ল্যাকমেইলের মাত্রা চূড়ান্ত পর্যায়ে পৌঁছালে মোটা অঙ্কের টাকা দাবি করে। আমি সেই দাবি পূরণ করতে না পারায় এবং আগ্রহ না দেখানোয় সে আমার ব্যক্তিগত আইনজীবীর সঙ্গেও যোগাযোগ করে, যাতে আমার কাছ থেকে টাকা আদায় করা যায়।”
“যেসব ছবি ছড়িয়েছে, সেগুলো আমার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ার আগের, প্রায় ১১ মাস আগের। ডিসি হওয়ার পর থেকেই সে চাপ বাড়াতে থাকে। তার চাহিদা অনুযায়ী আমি সময়-সুযোগমতো ব্যক্তিগত অ্যাকাউন্টে কিছু টাকা পাঠাই। সে আমাকে বাধ্য করেছে। পরে জানতে পেরেছি, এ ধরনের কাজ সে আরো অনেকের সঙ্গে করেছে। আমি এখন আমার আইনজীবীর সঙ্গে পরামর্শ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।”
এ বিষয়ে মোহাম্মদ আশরাফ উদ্দিনের আইনজীবী নাম প্রকাশ না করার শর্তে রাইজিংবিডি ডটকমের এ প্রতিবেদকের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, “আমি জেলা প্রশাসকের সহায়তাকারী আইনজীবী হিসেবে জানাতে চাই, যখন তিনি (ডিসি) ব্ল্যাকমেইলের শিকার হচ্ছিলেন, তখন ওই নারী আমার সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে যোগাযোগ করেন। তিনি দাবি করেন, জেলা প্রশাসক তাকে বিয়ে করতে চেয়েছিলেন, কিন্তু পরে আর বিয়ে করেননি। এ বিষয়ে তিনি আমার সহযোগিতা চান। এর পর আমি উভয় পক্ষের সঙ্গে কথা বলি এবং দুজনেই আমাকে মধ্যস্থতার অনুরোধ করেন।”
“আমি তাদের পরামর্শ দিই বিষয়টি সমাধানের জন্য বিয়ে করতে। জেলা প্রশাসক রাজি হলেও ওই নারী সম্মতি দেননি। তিনি তখন অভিযোগ তোলেন, বিয়ে করলে জেলা প্রশাসক তাকে মারধর করবেন, তাই তিনি বিয়ে করবেন না। এর পরেই তিনি মোটা অঙ্কের অর্থ দাবি করেন। প্রথমে দাবি করেন ৫ কোটি টাকা, নইলে প্রতি মাসে ১ লাখ টাকা করে দিতে হবে। তা না করলে তাদের আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেবেন বলে হুমকি দেন।”
ওই আইনজীবী বলেন, “চাপের মুখে জেলা প্রশাসক ধার-দেনা করে মাসে ১ লাখ টাকা করে ব্যাংকের মাধ্যমে দিতেন ওই নারীকে। কিন্তু, যখন দেখেন, ওই নারী ৫ কোটি টাকার দাবি করছেন, তখন আর অর্থ না দেওয়ার সিদ্ধান্ত নেন জেলা প্রশাসক। এর পরেই ওই নারী ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন।”
তিনি আরো বলেন, “আইনজীবী হিসেবে আমি স্পষ্ট করে বলতে চাই, কারো ব্যক্তিগত বা গোপন ভিডিও অনুমতি ছাড়া প্রকাশ করা আইনত দণ্ডনীয় অপরাধ, যা পর্নোগ্রাফি আইনের আওতায় পড়ে। এ বিষয়ে ওই নারীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।”
খোঁজ নিয়ে জানা গেছে, ভিডিওতে থাকা ওই নারী টাঙ্গাইল সদর উপজেলার বাসিন্দা। এখন তিনি ঢাকার মিরপুরে বাস করেন। পারিবারিকভাবে তার বিয়ে হয়েছিল। তার দুই সন্তান আছে। জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন ওই নারীর স্বামীর ভগ্নিপতি। আত্মীয়তার সূত্র ধরেই তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়।
এ বিষয়ে কথা বলতে ওই নারীর মুঠোফোন ও হোয়াটসঅ্যাপ নম্বরে কল দেওয়া হলেও তিনি সাড়া দেননি।
এদিকে, জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন বৃহস্পতিবার (১৯ মে) রাত ৯টার দিকে একটি ভাড়া করা গাড়িতে করে শরীয়তপুর ছেড়ে চলে গেছেন।
এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে অতিরিক্ত জেলা প্রশাসক মো.
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মোহাম্মদ আশরাফ উদ্দিন ২০২৪ সালের ৩ নভেম্বর শরীয়তপুরে জেলা প্রশাসক হিসেবে যোগ দেন। ২৭তম বিসিএস ক্যাডারে এই কর্মকর্তা আগে প্রতিবন্ধী ট্রাস্টের পরিচালক পদে দায়িত্ব পালন করেছেন।
ঢাকা/আকাশ/রফিক
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর য গ য গ কর আইনজ ব ওই ন র
এছাড়াও পড়ুন:
রিয়া মনির মামলায় জামিন পেলেন হিরো আলম
রাজধানীর হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে সাবেক স্ত্রী রিয়া মনির করা মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের জামিন মঞ্জুর করেছেন আদালত।
উভয়পক্ষের শুনানি নিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান আজ শনিবার এই আদেশ দেন।
বিকেল ৪টা ১০ মিনিটের দিকে হাতিরঝিল থানা থেকে হিরো আলমকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে পুলিশ। এরপর তাঁকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। কিছুক্ষণ পর পুলিশের কঠোর নিরাপত্তায় তাঁকে সিএমএম আদালতের ৯তলার এজলাসে নেওয়া হয়।
হিরো আলমের পক্ষের আইনজীবীরা তাঁর জামিন চেয়ে শুনানি করেন। বাদীপক্ষের আইনজীবী জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি নিয়ে বিচারক ২০০ টাকা মুচলেকায় তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেন।
এদিকে হিরো আলমের মামলার শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন এই মামলার বাদী রিয়া মনি। তিনি সাংবাদিকদের বলেন, ‘হিরো আলমের একটা শিক্ষা হওয়া দরকার। আমাকে যেমন বিনা কারণে জেল খাটিয়েছে, তারও জেলে থাকা উচিত।’
এর আগে শনিবার বেলা আড়াইটার দিকে রাজধানীর হাতিরঝিল থানাধীন এলাকা থেকে সাবেক স্ত্রী রিয়া মনির দায়ের করা মামলায় হিরো আলমকে গ্রেপ্তার করে পুলিশ।
ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত হিরো আলম ও তাঁর সহযোগী আহসান হাবিব সেলিমের বিরুদ্ধে ১২ নভেম্বর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সেই পরোয়ানা অনুসারেই হিরো আলমকে গ্রেপ্তার করা হয়।
গত ২৩ জুন হাতিরঝিল থানায় রিয়া মনি বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার অভিযোগে সূত্রে জানা গেছে, সম্প্রতি হিরো আলম ও বাদী রিয়া মনির মধ্যে মনোমালিন্য দেখা দেয়। এরপর হিরো আলম বাদীকে তালাক দিয়ে বাসা থেকে বের করে দেন। গত ২১ জুন বাদীর পরিবারের সঙ্গে মীমাংসার কথা বলে হাতিরঝিল থানাধীন এলাকায় একটি বাসায় ডাকা হয়। ওই সময়ে হিরো আলমসহ ১০ থেকে ১২ অজ্ঞাতনামা ব্যক্তি বাদী ও তাঁর পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। পরে তাঁরা বাদীর বর্তমান বাসায় বেআইনিভাবে প্রবেশ করে কাঠের লাঠি দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন অংশে আঘাত করেন। এতে বাদীর শরীরে জখম হয়। এ সময় তাঁর গলায় থাকা দেড় ভরি ওজনের স্বর্ণের হার চুরি করে নিয়ে যাওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
আরও পড়ুনরিয়া মনির মামলায় হিরো আলম গ্রেপ্তার২ ঘণ্টা আগে