আইনমন্ত্রী ও সেলিম ওসমানের প্রধান দোসর ছিলেন মাসুদুজ্জামান : সাখাওয়াত
Published: 21st, June 2025 GMT
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, আমরা কয়েকদিন আগে দেখলাম একজন ব্যক্তি (মাসুদুজ্জামান মাসুদ) যিনি ৪ থেকে ৫ হাজার লোকের আপ্যায়ন করাইছে। কিছু মিডিয়া হয়তো বলেন ১৫ হাজার লোকের আপ্যায়ন করাইছে। তবে সেই লোকগুলো বেশির ভাগই তার গার্মেন্টসের।
তারপরও আমি তার আমলনামাটা একটু আপনাদের সামনে তুলে ধরি। যেটা হলো গত ১৫ বছর তিনি সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সেলিম ওসমানের প্রধান দোসর ছিলেন। সেটার প্রমাণে নারায়ণগঞ্জ না সারা বাংলাদেশের মানুষ জানেন।
আপনারা হয়তোবা দেখেছেন আওয়ামী লীগের আমলে বাংলাদেশ একটি নতুন ব্যাংক হয়েছে সিটিজেন ব্যাংক। আওয়ামী লীগের আমলে ব্যাংকের অনুমতি কারা পায় যারা আওয়ামী লীগের দোসর তারাই পায়। আজকে যিনি ঐদিন চার-পাঁচ হাজার মানুষকে খাওয়ালেন উনি তো সিটিজেন ব্যাংকের মালিক।
তার সাথে আওয়ামী লীগের বিভিন্ন লোকজন সেই ব্যাংকের শেয়ার। মূল মালিক হলো কে যারা আমাদের ছাত্র-জনতা কে হত্যা করেছে জজদের বলে আমাদেরকে জেল খাটি হয়েছে সেই শেখ হাসিনার আইনমন্ত্রী আনিসুল হক হলো তার ব্যবসায়িক পার্টনা।
যে ব্যক্তি আনিসুল হকের পার্টনার সে ব্যক্তি কি আপনাদের স্বার্থ দেখবে। একটা কথা সবসময় মনে রাখবেন ঘুরবি এই গরিবের দুঃখ বুঝে। আমরা গরীব আমরা আপনাদের দুঃখ বুঝবো যারা সুসময়ে এসে পদ ভাঙ্গিয়ে নিবেন তাদের বাড়িতে গিয়েও আপনাদের সাক্ষাৎ করা সম্ভব হবে না।
মহান স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন ধামগড় ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও খাবার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন । শনিবার (২১ জুন) দুপুরে ধামগড় ইউনিয়নের আমুর বটতলায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তিনি বলেন, গত ১৫ বছর আমরা কারো রক্তচক্ষুকে ভয় করি নাই। আমরা কিন্তু আপনাদের পাশেই ছিলাম আর আপনারও আমাদের পাশে ছিলেন। আপনারা আমাদের সাথে আন্দোলন সংগ্রাম করেছেন বলে আমরা শক্তিশালী ছিলাম। রাজপথে হরতাল, মিছিল ও আন্দোলন সংগ্রাম করতে পেরেছি।
আমাদের নেতা তারেক রহমান বলেছে জনগণ হলো সকল ক্ষমতার উৎস। জনগণকে আমরা প্রথমে অগ্ৰধিকার দিতে চাই । আমরা জনগণের আশা অক্ষাকার প্রতিফলন ঘটাতে চাই। কিন্তু যারা দুঃসময় ছিল না তারা এখন সুসময়ে এসেছে হালুয়া রুটি খাওয়ার জন্য।
গত ১৫ বছর তারা পালিয়ে ছিলেন নিজের রক্ষা করেছেন আর সরকারের হালুয়া রুটি খেয়েছেন তারা এখন আসছে যে একটা পদ নিয়ে একটা এমপি হয়ে আবারো কিছু লুটেপুটে খাওয়ার জন্য। তাদের স্থান বিএনপিতে তথা নারায়ণগঞ্জের মাটিতে হবে না ইনশাল্লাহ।
তিনি বলেন, বিএনপি থেকে যারা এমপি মনোনয়ন পাবে তাদেরকে তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। প্রথম ক্যাটাগরি হলো যারা বিগত ১৬ বছর রাজপথে আন্দোলন সংগ্রামী ছিল। জেল জুলুম অন্যায় অত্যাচার সহ্য করেছি। দুই নাম্বার ক্যাটাগরি হল যারা ক্লিন ইমেজের অধিকারী।
এলাকায় যাদের ক্লিন ইমেজ ও জনসমর্থন রয়েছে। আর তিন নাম্বার ক্যাটাগরি হল দলের নেতাকর্মীদের সাথে সু-সম্পর্ক ও তাদের কমিটমেন্ট রক্ষা করা। ও তাদের সকল প্রকার সমস্যা সমাধান ও পাশে থাকা।
আজকে যারা ব্যবসায়ীরা বিএনপির মনোনয়ন নিতে চান তারা কি এই ক্যাটাগরির মধ্যে পড়েন। আর আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নমিনেশনের পরীক্ষা গতই ৫ই আগস্টে মধ্যেই সমাপ্ত। গত ৫ই আগস্টের পূর্বে যারা যে পরীক্ষা দিছে সেটার উপর নির্ভর করে নমিনেশন হবে। আমাদের সাথে কেন্দ্র নেতৃবৃন্দদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে।
তাদের একই কথা যারা মাঠে ছিল, ইমেজ ভালো নেতাকর্মীদের সাথে সুখ সম্পর্ক রয়েছে তাদেরকেই মনোনয়ন দিয়ে দলের পক্ষ থেকে পার্টি করা হবে। যারা জনগণকে ভুল বুঝিয়ে নিজেদেরকে জাহির করার চেষ্টা করছেন তাদেরকে বলে দিতে চাই আপনারা ভুল করছেন।
বিএনপিতে তিন ক্যাটাগরী রয়েছে সেই ক্যাটাগরিতে তারা পড়ে না। সুতরাং তাদের নির্বাচন করার কোন অধিকার নেই তাদের বিষয়ে আমাদের চিন্তা করার কোন লাভ নাই।
তিনি বলেন, আমরা চাই সুন্দর নারায়ণগঞ্জ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের মধ্য দিয়ে আমরা সেই সুন্দর নারায়ণগঞ্জ গড়তে চাই। বাংলাদেশের মানুষের মুখে হাসি ফোটাতে চাই। গত ১৫ বছরে ওই সেলিম ওসমান ও শামীম ওসমানরা নারায়ণগঞ্জকে সন্ত্রাসের জনপথ হিসাবে গড়ে তুলেছিল।
এই বন্দরের মানুষের জায়গা সম্পত্তি দখল করা হয়েছিল। কারা দখল করেছিল তা আপনারা কিন্তু সবাই জানেন আমরা এই ধরনের নারায়ণগঞ্জ আর চাই না। আমরা চাই নারায়ণগঞ্জের ও বন্দরের মানুষ সুখে শান্তিতে বসবাস করবে।
তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ কোন মাদক ব্যবসায়ী, মাদকসেবী ,সন্ত্রাসী, চাঁদাবাজ ও ভূমিদস্যু বিএনপিতে স্থান দেয়া হবে না। যারা বিএনপিতে আছেন তাদের প্রতি সতর্কবার্তা দিলাম। যদি এমন কেউ থাকেন যারা সন্ত্রাসী চাঁদাবাজিও মানুষের উপর জুলুম করেন তাহলে আজ থেকে ভালো হয়ে যান। না হলে আপনাদের জায়গা হবে জেল আর আপনারা বিএনপি করতে পারবেন না।
তিনি আরও বলেন, ১৯৭১ সালে তাৎক্ষণিক সময় যারা ব্যর্থ হয়েছিল বাংলাদেশের বিপদের ওই সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আবির্ভাব ঘটেছিল। আর আপনারা জানেন ২৫ মাস কাল রাতে যখন পশ্চিমা কুষ্টিয়া এদেশে নীরব বাঙ্গালীর উপর বিচারের গুলি চালিয়েছিল সেই সময় শেখ মুজিব পাকিস্তানিদের হাতে ধরা দিয়ে কেনে নিরাপদ আশ্রয় চলে যায়।
আর আওয়ামী লীগের অনেক নেতারে পালিয়ে গিয়ে ভারতে নিজেদের জীবন রক্ষা করেছিলেন। সেই সময় বিপদগ্রস্ত বাঙালি যখন কোন দিক নির্দেশনা পাচ্ছিল না সে সময় সেনাবাহিনীর অনেক উচ্চপদস্থ কর্মকর্তা ছিল কিন্তু কেউ এগিয়ে আসে নাই। ওই সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একদম মধ্যম সারির মেজর ছিলেন।
তিনি মধ্যম সাড়ির হলে কি হবে তার বুক ভরা ছিল দেশের প্রতি ভালোবাসা ও সাহস। দেশের মানুষ ও দেশের প্রতি অগাধ ভালোবাসা থেকে তিনি জীবনের মায়া ত্যাগ করে এবং তার পরিবারের প্রতিও মায়া না করে সেদিন তিনি চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্রে গিয়ে স্বাধীনতার ঘোষণা করেছিলেন। শুধু স্বাধীনতার ঘোষণা করেই তিনি ক্ষান্ত হননি তিনি যুদ্ধ করেছিলেন পালিয়ে যাননি।
তিনি জেড ফোর্স গঠন করেছিলেন এবং একটি সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। স্বাধীন করেও তিনি ক্ষমতার লোভ করেননি তিনি কিন্তু ব্যারাকে ফিরে গিয়েছিলেন। আর ১৯৭৫ সালে দেশী ও বিদেশি চক্রান্তর মাধ্যমে বাংলাদেশের ভূখণ্ড যখন ধ্বংসের পথে তখনই তিনি সিপাহী জনতা বিপ্লব করে জিয়াউর রহমানের হাতে দেশের ক্ষমতার ভার দিয়েছিলেন।
তিনি কিন্তু সরাসরি ক্ষমতা নিতে চাননি সিপাহী দেয় তার হাতে ক্ষমতা দিয়েছিলেন। তিনি ক্ষমতায় এসে দেশকে একটি তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশের রূপান্তরিত করেছিলেন। বাংলাদেশ যতদিন থাকবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি এদেশের মানুষ ততদিন কৃতজ্ঞতা প্রকাশ করবে এবং শ্রদ্ধাভরে স্মরণ করবে।
ধামগড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স ল ম ওসম ন ব এনপ ন র য়ণগঞ জ ন ব এনপ র স ত র ক রহম ন র ব এনপ র কর ছ ল ন র রহম ন রহম ন র আপন দ র ব এনপ ত ম ওসম ন দর থ ন আম দ র ই সময় গঠন ক আপন র ক ষমত আওয় ম
এছাড়াও পড়ুন:
মিশনপাড়ার শীর্ষ চাঁদাবাজ রিয়াদ গ্রেপ্তার, এলাকাবাসীর স্বস্তি
নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসা আলোচিত চাঁদাবাজ রিয়াদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৪ আগস্ট) ভোরে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর এলাকাজুড়ে স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মাঝে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ জানান, গ্রেপ্তারকৃত রিয়াদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। সে দীর্ঘদিন ধরে মিশনপাড়া ও আশপাশের এলাকায় দোকানপাট, মার্কেট, পরিবহন ও নির্মাণ প্রকল্প থেকে চাঁদা আদায় করতো। স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা তার ভয়ে মুখ খুলতে সাহস পেতো না।
দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, রিয়াদ ও তার সহযোগীরা স্থানীয় ব্যবসায়ী আলী হায়দার মল্লিককে মারধর করে গুরুতর জখম করে এবং প্রাণ নাশের হুমকি দেয়। এ ঘটনায় ভুক্তভোগী অভিযোগ দায়ের করলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে রিয়াদকে গ্রেপ্তার করে।
ওসি আরও জানান, গ্রেপ্তারকৃত রিয়াদের বিরুদ্ধে বাংলাদেশ দণ্ডবিধির ৩২৩/৩২৫/৪২৭/৩৮৫/৫০৬(২) ধারা অনুযায়ী মামলা দায়ের হয়েছে।
এদিকে রিয়াদের গ্রেপ্তারের খবরে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে রিয়াদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন তারা। পুলিশের এই অভিযানে তারা সন্তোষ প্রকাশ করেছেন এবং রিয়াদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।