বাছাইপর্ব পেরিয়ে সবার আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে কানাডা
Published: 22nd, June 2025 GMT
বাছাইপর্ব পেরিয়ে সবার আগে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে কানাডা। আমেরিকান অঞ্চলের বাছাইয়ে কাল বাহামা দ্বীপপুঞ্জকে ৭ উইকেটে হারিয়েছে কানাডা। এ জয়ে এক ম্যাচ বাকি রেখেই দলটি মূল পর্বের টিকিট পেয়ে গেছে।
আমেরিকান অঞ্চলের বাছাইয়ের চূড়ান্ত পর্ব চলছে কানাডাতেই। সেখানে খেলছে চার দল—কানাডার সঙ্গে বারমুডা, কেইম্যান দ্বীপপুঞ্জ ও বাহামা দ্বীপপুঞ্জ। প্রত্যেক দল সবার সঙ্গে দুবার করে মুখোমুখি হয়ে মোট ছয় ম্যাচ খেলবে।
আরও পড়ুনএক বছর আগেই টি–টোয়েন্টি বিশ্বকাপের সূচি চূড়ান্ত করল আইসিসি১৮ জুন ২০২৫ঘরের মাঠ ম্যাপল লিফ গ্রাউন্ডে কানাডা নিজেদের প্রথম পাঁচ ম্যাচের সব কটি জিতে ১০ পয়েন্ট তুলে নিয়েছে। দুইয়ে থাকা বারমুডার পয়েন্ট ৬। দুই দলেরই একটি করে ম্যাচ বাকি। আজ বাছাইয়ের শেষ ম্যাচে এই দুই দল মুখোমুখি হবে। ম্যাচটিতে বারমুডা জিতলে পয়েন্ট বেড়ে হবে ৮। এরপরও তারা কানাডার চেয়ে ২ পয়েন্ট পিছিয়ে থাকবে।
আগামী বছর ফেব্রুয়ারি-মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর বসবে ভারত ও শ্রীলঙ্কায়। ২০২৪ আসরের মতো এবারও খেলবে ২০ দল। আয়োজক দেশ হিসেবে ভারত ও শ্রীলঙ্কা অনেক আগেই বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে।
২০২৪ আসরের পারফরম্যান্স বিবেচনায় ২০২৬ আসরের টিকিট পেয়ে গেছে বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের ওপর ভিত্তি করে জায়গা পেয়েছে পাকিস্তান, নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ড।
আরও পড়ুনমাদক–সংশ্লিষ্টতায় গ্রেপ্তার কানাডার ক্রিকেট অধিনায়ক০৪ এপ্রিল ২০২৫কানাডা ১৩তম দল হিসেবে মূল পর্বে খেলা নিশ্চিত করেছে। বাছাই পেরিয়ে আসবে আরও ৭ দল—ইউরোপ থেকে দুটি, আফ্রিকা থেকে দুটি এবং এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে তিনটি। এই তিন অঞ্চলের চূড়ান্ত বাছাই আগামী জুলাই থেকে অক্টোবরের মধ্যে হবে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব শ বক প
এছাড়াও পড়ুন:
বাংলাদেশ নৌবাহিনী নেবে অফিসার ক্যাডেট, নিয়োগ পেতে করুন আবেদন
বাংলাদেশ নৌবাহিনীতে ২০২৬ সালের অফিসার ক্যাডেট ব্যাচে (দ্বিতীয় গ্রুপ) ভর্তিপ্রক্রিয়া শুরু চলছে। আবেদনপ্রক্রিয়া শেষ হবে ১৬ নভেম্বর ২০২৫। যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণঅফিসার ক্যাডেট
শিক্ষাগত যোগ্যতা
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক/ সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে যেকোনো একটিতে ন্যূনতম জিপিএ ৫.০০, অপরটিতে ন্যূনতম জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় অন্তর্ভুক্ত থাকতে হবে।
অথবা, ইংরেজি মাধ্যমের প্রার্থীদের জন্য ও লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটিতে এ গ্রেড, তিনটিতে বি গ্রেড থাকতে হবে এবং এ লেভেলের জন্য ন্যূনতম একটিতে এ গ্রেড এবং দুটি বিষয়ে বি গ্রেড পেয়ে উত্তীর্ণ। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় অন্তর্ভুক্ত থাকতে হবে।
সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক/ সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে যেকোনো একটিতে ন্যূনতম জিপিএ ৫.০০ অপরটিতে ন্যূনতম জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় থাকতে হবে।
২০২৫ সালের এইচএসসি/ সমমান পরীক্ষার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বয়সসীমা ও শারীরিক যোগ্যতা০১/০৭/২০২৬ তারিখে প্রার্থীর বয়স হতে হবে ১৬ বছর ৬ মাস থেকে ২১ বছর (এইচএসসি/সমমান পাস) এবং ১৮ থেকে ২৩ বছর (স্নাতক প্রার্থীদের জন্য)।
প্রার্থীর শারীরিক উচ্চতা কমপক্ষে ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি) ও বুকের মাপ ৩০ ইঞ্চি (স্বাভাবিক) এবং ৩২ ইঞ্চি (প্রসারিত) হতে হবে। নারী প্রার্থীদের জন্য উচ্চতা ১.৬০ মিটার (৫ ফুট ৩ ইঞ্চি) ও বুকের মাপ ২৮/৩০ ইঞ্চি নির্ধারিত।
দৃষ্টি ৬/৬ থাকতে হবে (LASIK/PRK/SMILE করানো যাবে না)।
বেতন ও ভাতাপ্রশিক্ষণকালীন অবস্থায় নিয়মিত ভাতা প্রদান করা হবে।
সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তির পর অফিসার পদে যোগদান করলে নিয়ম অনুযায়ী বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা দেওয়া হবে।
আবেদনপ্রক্রিয়াপ্রার্থীদের ওয়েবসাইটে গিয়ে “APPLY NOW” বাটনে ক্লিক করে আবেদন করতে হবে। ফরম পূরণের সময় Personal Information Form ও Commission Form Commission-1A সঠিকভাবে পূরণ করে জমা দিতে হবে। পেমেন্ট ও ফরম জমা দেওয়ার পর Tracking Number দিয়ে সাইন ইন করতে হবে।
আবেদন ফিআবেদন ফি ৭০০ টাকা। পেমেন্ট করা যাবে মোবাইল ব্যাংকিং, ব্যাংক কার্ড বা অন্যান্য মাধ্যমে।
আরও পড়ুনশিল্প মন্ত্রণালয়ে ৯মসহ বিভিন্ন গ্রেডে নিয়োগ, পদ ৩৫১১ নভেম্বর ২০২৫আবেদনের শেষ তারিখ ১৬ নভেম্বর ২০২৫
নির্দেশনা
প্রার্থীর ন্যূনতম উচ্চতা ও ওজন নির্ধারিত মানের হতে হবে।
পূর্ববর্তী কোনো নিয়োগ পরীক্ষায় চূড়ান্তভাবে অযোগ্যঘোষিত প্রার্থীরা আবেদন করতে পারবেন না।
কোনো ভুয়া তথ্য প্রদান করলে প্রার্থী অযোগ্যঘোষিত হবেন।
পরীক্ষার সময় প্রার্থীকে প্রিন্ট করা প্রবেশপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে।
আরও পড়ুনকৃষি মন্ত্রণালয়ে ১২ থেকে ২০তম গ্রেডে নিয়োগ, পদসংখ্যা ২৬০৮ নভেম্বর ২০২৫অন্যান্য গুরুত্বপূর্ণ তারিখপ্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও সাক্ষাৎকার: ২৬ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত।
লিখিত পরীক্ষা (ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও মনস্তত্ত্ব): ১২ ডিসেম্বর ২০২৫।
চূড়ান্ত মেডিকেল ও বাছাই: ১৮ থেকে ২৮ জানুয়ারি ২০২৬।
যোগদানের সম্ভাব্য সময়: ২১ জুলাই ২০২৬।
আরও পড়ুনকারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ২১৮১৩ নভেম্বর ২০২৫