বাছাইপর্ব পেরিয়ে সবার আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে কানাডা
Published: 22nd, June 2025 GMT
বাছাইপর্ব পেরিয়ে সবার আগে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে কানাডা। আমেরিকান অঞ্চলের বাছাইয়ে কাল বাহামা দ্বীপপুঞ্জকে ৭ উইকেটে হারিয়েছে কানাডা। এ জয়ে এক ম্যাচ বাকি রেখেই দলটি মূল পর্বের টিকিট পেয়ে গেছে।
আমেরিকান অঞ্চলের বাছাইয়ের চূড়ান্ত পর্ব চলছে কানাডাতেই। সেখানে খেলছে চার দল—কানাডার সঙ্গে বারমুডা, কেইম্যান দ্বীপপুঞ্জ ও বাহামা দ্বীপপুঞ্জ। প্রত্যেক দল সবার সঙ্গে দুবার করে মুখোমুখি হয়ে মোট ছয় ম্যাচ খেলবে।
আরও পড়ুনএক বছর আগেই টি–টোয়েন্টি বিশ্বকাপের সূচি চূড়ান্ত করল আইসিসি১৮ জুন ২০২৫ঘরের মাঠ ম্যাপল লিফ গ্রাউন্ডে কানাডা নিজেদের প্রথম পাঁচ ম্যাচের সব কটি জিতে ১০ পয়েন্ট তুলে নিয়েছে। দুইয়ে থাকা বারমুডার পয়েন্ট ৬। দুই দলেরই একটি করে ম্যাচ বাকি। আজ বাছাইয়ের শেষ ম্যাচে এই দুই দল মুখোমুখি হবে। ম্যাচটিতে বারমুডা জিতলে পয়েন্ট বেড়ে হবে ৮। এরপরও তারা কানাডার চেয়ে ২ পয়েন্ট পিছিয়ে থাকবে।
আগামী বছর ফেব্রুয়ারি-মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর বসবে ভারত ও শ্রীলঙ্কায়। ২০২৪ আসরের মতো এবারও খেলবে ২০ দল। আয়োজক দেশ হিসেবে ভারত ও শ্রীলঙ্কা অনেক আগেই বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে।
২০২৪ আসরের পারফরম্যান্স বিবেচনায় ২০২৬ আসরের টিকিট পেয়ে গেছে বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের ওপর ভিত্তি করে জায়গা পেয়েছে পাকিস্তান, নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ড।
আরও পড়ুনমাদক–সংশ্লিষ্টতায় গ্রেপ্তার কানাডার ক্রিকেট অধিনায়ক০৪ এপ্রিল ২০২৫কানাডা ১৩তম দল হিসেবে মূল পর্বে খেলা নিশ্চিত করেছে। বাছাই পেরিয়ে আসবে আরও ৭ দল—ইউরোপ থেকে দুটি, আফ্রিকা থেকে দুটি এবং এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে তিনটি। এই তিন অঞ্চলের চূড়ান্ত বাছাই আগামী জুলাই থেকে অক্টোবরের মধ্যে হবে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব শ বক প
এছাড়াও পড়ুন:
ঋতুপর্ণাকে বিসিবির বাড়ি উপহার
বাংলাদেশ নারী ফুটবল দলের তারকা ঋতুপর্ণা চাকমাকে একটি বাড়ি নির্মাণ করে দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বিসিবির সভা শেষে বেরিয়ে এ খবর জানান, পরিচালক ইফতেখার রহমান। এর মধ্যেই প্রকৌশলীর মাধ্যমে বাড়িটির নকশা ও প্রয়োজনীয় অন্যান্য কিছু চূড়ান্ত হয়েছে এবং তা বিসিবির কাছে পাঠিয়েছে ঋতুপর্ণার পরিবার।
রাঙামাটি জেলার কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের মঘাছড়ি গ্রামে বাঁশের বেড়ার একটি বাড়িতে মাকে নিয়ে থাকেন ঋতুপর্ণা। ছোটবেলায় বাবাকে হারানো এই ফুটবলার তার একমাত্র ছোট ভাইকেও হারান বছর তিনেক আগে। বড় তিন বোনের বিয়ে হয়েছে। ২০২৪ সাফ জয়ের পর স্থানীয় প্রশাসনের কাছ থেকে বাড়ি করার জন্য জমি পেয়েছিলেন এই ফুটবলার। সেই জমিতেই এবার বিসিবি ঋতুপর্ণাকে বাড়ি বানিয়ে দেবে।
আরো পড়ুন:
গামিনি মোহ কাটিয়ে হেমিংয়ে বুঁদ
অখণ্ড অবসরে লম্বা সময় ‘যুদ্ধের’ প্রস্তুতি
গত মাসে বাংলাদেশ নারী ফুটবল দল ইতিহাসের এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে। বাছাইপর্বে বাংলাদেশের পারফরম্যান্স ছিল দুর্বার। যার অন্যতম রূপকার ছিলেন ঋতুপর্ণা। এর আগে তার গোলে ২০২৪ সালে বাংলাদেশ জিতেছিল সাফ চ্যাম্পিয়নশিপ। আসরের সেরা ফুটবালের পুরস্কার জিতেছিলেন এই ফরোয়ার্ডই।
ঢাকা/ইয়াসিন