বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষা ২৮ জুন অনুষ্ঠিত হবে। প্রার্থীদের সুবিধার জন্য লিখিত পরীক্ষার প্রস্তুতির পরামর্শ প্রকাশ করা হচ্ছে। আজ শেষ পর্বে থাকছে ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ বিষয়ে প্রস্তুতির পরামর্শ। পরামর্শ দিয়েছেন ঢাকা জজকোর্টের আইনজীবী রিয়াজুর রহমান।

ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ আইনটি অনেক দিক দিয়ে গুরুত্বপূর্ণ। বরাবরের মতো এবারও এই বিষয় থেকে দুটি প্রশ্ন আসতে পারে। এর মধ্যে একটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নের মান থাকবে ১৫ নম্বর।

আইনটি পদ্ধতিগত আইন। অর্থাৎ দণ্ডবিধিসহ অন্যান্য ফৌজদারি আইনের আওতায় বিচার করার পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে। ফৌজদারি আদালতকে শ্রেণিবিভাগ করা হয়েছে এই আইনের মাধ্যমে। একই সঙ্গে প্রতিটি আদালতের এখতিয়ার বা বিচার করার ক্ষমতা সম্পর্কেও বিস্তর আলোচনা করা হয়েছে। সহজ করে বলতে গেলে ফৌজদারি কার্যবিধি আইনে ফৌজদারি আদালতের কর্মপদ্ধতি ও বিচারের প্রক্রিয়া বলা হয়েছে। কার্যত এই আইন আইনজীবী তালিকাভুক্তি লিখিত পরীক্ষা এবং পেশাগত জীবনেও প্রয়োজনীয়।

যেসব বিষয় গুরুত্বপূর্ণ

ফৌজদারি কার্যবিধি আইনটি বেশ বড় হওয়ায় সব ধারা পড়ে মনে রাখা বেশ কষ্টসাধ্য। ফলে গুরুত্বপূর্ণ কয়েকটি ধারার ওপর বেশি জোর দেওয়া উচিত। বিশেষ করে যেসব ধারা থেকে নিয়মিত প্রশ্ন আসে, সেসব ধারা সম্পর্কে স্বচ্ছ ধারণা নিয়েই পরীক্ষার হলে প্রবেশ করা উচিত। যেমন ফৌজদারি আদালতগুলো, আটক, গ্রেপ্তারি পরোয়ানা, অপরাধ দমন, ধারা ১৪৪-১৪৬, এফআইআর, আমলযোগ্য মামলা, আমলঅযোগ্য মামলা অর্থাৎ ধারা ১৫৪-১৭৬ থেকে নিয়মিত প্রশ্ন আসে। ফলে এসব ধারা বা বিষয় থেকে সমস্যামূলক ও রচনামূলক প্রশ্ন অনুশীলন করতে হবে। আমলযোগ্য ও আমলঅযোগ্য মামলার মধ্যে পার্থক্য সম্পর্কেও জানতে হবে। অনেক সময় এগুলো নিয়ে রচনামূলক বা সরলবাক্যে প্রশ্নে আসে।

ফৌজদারি মামলা আমলে নেওয়ার পদ্ধতি, চার্জ গঠন ধারা ২২১-২৪০, ফৌজদারি মামলার বিচার ধারা ২৪১-২৪৫ ও ২৬৫এ-২৬৫এল, এবারের পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই ম্যাজিস্ট্রেট আদালত ও দায়রা আদালতের বিচার প্রক্রিয়া লিখতে গিয়ে গুলিয়ে ফেলেন। এ বিষয়ে সতর্ক থাকতে হবে।

ফৌজদারি কার্যবিধি আইনের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ আপিল ও রিভিশন। ফৌজদারি আইনের এই দুই অংশে তামাদি আইনের প্রয়োগ রয়েছে। ফলে কৌশলী প্রশ্নে তামাদিসংক্রান্ত বিষয় যুক্ত করে প্রশ্ন হতে পারে। তাই সচেতনভাবে আপিল ও রিভিশন পড়তে হবে।

সিআরপিসি বা ফৌজদারি কার্যবিধি আইনের সবচেয়ে জনপ্রিয় বিষয় জামিন বা বেইল। কোন ক্ষেত্রে একজন আসামি জামিন পেতে পারেন, কোন কোন ক্ষেত্রে জামিন পাবেন না, সে বিষয়ে বিস্তর পড়তে হবে। জামিন অংশ থেকে মাঝেমধ্যেই প্রশ্ন আসে। ফৌজদারি আইনের আরেকটি গুরুত্বপূর্ণ ধারা ৫৬১ক। এই ধারা থেকেও প্রশ্ন হতে পারে।

এ ছাড়া গ্রেপ্তার করা ব্যক্তিকে ফৌজদারি আইন অনুসারে সর্বোচ্চ কত ঘণ্টা আটক রাখা যায়, ১৪৪ ও ১৪৫ ধারায় কী বলা আছে, আসামির দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণের পদ্ধতি, তদন্ত ও অনুসন্ধানের মধ্যে পার্থক্য, ফৌজদারি মামলার তদন্তের ব্যাপারে পুলিশকে ক্ষমতা, অপরাধ, নালিশ, তদন্ত, স্পেশাল ম্যাজিস্ট্রেট, তল্লাশি পরোয়ানা, হুলিয়া ও ক্রোক, নিবাহী ম্যাজিস্ট্রেট, নারাজি, পুলিশ ডায়েরি, আমলযোগ্য অপরাধ, আমলঅযোগ্য অপরাধ, অধিকতর তদন্ত, ফাইনাল রিপোর্ট, আসামির ব্যক্তিগত হাজিরা থেকে রেহাই, সংক্ষিপ্ত বিচার, চার্জে ভুলের পরিণতি, অব্যাহতি ও খালাসসংক্রান্ত বিষয়গুলো পড়তে হবে। এসব বিষয় থেকে শর্ট নোট বা টিকাও আসতে পারে।

যেভাবে লেখবেন

সমস্যামূলক প্রশ্নের উত্তর লেখার সময় নির্দিষ্ট ফরমেট অর্থাৎ ঘটনা, বিচার্য বিষয়, সিদ্ধান্ত ও ব্যাখ্যা ক্রমান্বয়ে লিখতে হবে। রচনামূলক প্রশ্নের ক্ষেত্রে বুলেট পয়েন্ট আকারে উত্তরগুলো গুছিয়ে লিখতে হবে। তবে ব্যাখ্যামূলক প্রশ্নের ক্ষেত্রে আইনের যথাযথ ধারা, কেইস রেফারেন্স ও উদাহরণ ব্যবহার করতে হবে। এতে ভালো নম্বর তোলা সম্ভব।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পর ক ষ সব ধ র তদন ত আইন র অপর ধ

এছাড়াও পড়ুন:

রিয়া মনির মামলায় জামিন পেলেন হিরো আলম

রাজধানীর হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে সাবেক স্ত্রী রিয়া মনির করা মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের জামিন মঞ্জুর করেছেন আদালত।

উভয়পক্ষের শুনানি নিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান আজ শনিবার এই আদেশ দেন।

বিকেল ৪টা ১০ মিনিটের দিকে হাতিরঝিল থানা থেকে হিরো আলমকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে পুলিশ। এরপর তাঁকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। কিছুক্ষণ পর পুলিশের কঠোর নিরাপত্তায় তাঁকে সিএমএম আদালতের ৯তলার এজলাসে নেওয়া হয়।

হিরো আলমের পক্ষের আইনজীবীরা তাঁর জামিন চেয়ে শুনানি করেন। বাদীপক্ষের আইনজীবী জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি নিয়ে বিচারক ২০০ টাকা মুচলেকায় তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেন।

এদিকে হিরো আলমের মামলার শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন এই মামলার বাদী রিয়া মনি। তিনি সাংবাদিকদের বলেন, ‘হিরো আলমের একটা শিক্ষা হওয়া দরকার। আমাকে যেমন বিনা কারণে জেল খাটিয়েছে, তারও জেলে থাকা উচিত।’

এর আগে শনিবার বেলা আড়াইটার দিকে রাজধানীর হাতিরঝিল থানাধীন এলাকা থেকে সাবেক স্ত্রী রিয়া মনির দায়ের করা মামলায় হিরো আলমকে গ্রেপ্তার করে পুলিশ।

ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত হিরো আলম ও তাঁর সহযোগী আহসান হাবিব সেলিমের বিরুদ্ধে ১২ নভেম্বর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সেই পরোয়ানা অনুসারেই হিরো আলমকে গ্রেপ্তার করা হয়।

গত ২৩ জুন হাতিরঝিল থানায় রিয়া মনি বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার অভিযোগে সূত্রে জানা গেছে, সম্প্রতি হিরো আলম ও বাদী রিয়া মনির মধ্যে মনোমালিন্য দেখা দেয়। এরপর হিরো আলম বাদীকে তালাক দিয়ে বাসা থেকে বের করে দেন। গত ২১ জুন বাদীর পরিবারের সঙ্গে মীমাংসার কথা বলে হাতিরঝিল থানাধীন এলাকায় একটি বাসায় ডাকা হয়। ওই সময়ে হিরো আলমসহ ১০ থেকে ১২ অজ্ঞাতনামা ব্যক্তি বাদী ও তাঁর পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। পরে তাঁরা বাদীর বর্তমান বাসায় বেআইনিভাবে প্রবেশ করে কাঠের লাঠি দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন অংশে আঘাত করেন। এতে বাদীর শরীরে জখম হয়। এ সময় তাঁর গলায় থাকা দেড় ভরি ওজনের স্বর্ণের হার চুরি করে নিয়ে যাওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

আরও পড়ুনরিয়া মনির মামলায় হিরো আলম গ্রেপ্তার২ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ

  • এই রায়ে কষ্ট পেয়েছি: শেখ হাসিনার আইনজীবী
  • বিশ্ব দেখছে শেখ হাসিনার বিচার
  • হৃদয় থেকে বলছি, শেখ হাসিনা খালাস পেলে খুশি হব: রাষ্ট্রনিযুক্ত আইনজীবী
  • জামিনের পর মামলা নিয়ে মেহজাবীনের বিবৃতি
  • দুই আসামিকে খালাসের বিরুদ্ধে আপিলের অনুমতি পেল রাষ্ট্রপক্ষ
  • এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তিপ্রক্রিয়ায় অভিন্ন নীতিমালা প্রণয়নে নিষ্ক্রিয়তা প্রশ্নে রুল
  • এস আলমের বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগসংক্রান্ত আদেশ স্থগিত
  • মামুন হত্যা মামলায় চার আসামি পাঁচ দিনের রিমান্ডে, অস্ত্র মামলায় ইউসুফের দায় স্বীকার
  • ‎আইনজীবী মাসুদ মিয়ারমৃত্যুতে আইনজীবী সমিতির শোক সভা ও দোয়া
  • রিয়া মনির মামলায় জামিন পেলেন হিরো আলম