রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত এক ব্যক্তি মারা গেছেন। চলতি বছর ডেঙ্গুতে এ হাসপাতালে এটাই প্রথম মৃত্যু। আজ বুধবার হাসপাতাল থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

মৃত ব্যক্তির নাম কবির হোসেন (৩৭)। তিনি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তপুর উপজেলার রুকুনপুরের গোলাম রাব্বানীর ছেলে। তিনি কৃষিকাজ করতেন। ডেঙ্গু জ্বরে আক্রান্ত ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস জানান, গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়।

হাসপাতাল থেকে পাঠানো প্রতিবেদনে বলা হয়েছে, কবির হোসেন ১৯ জুন দুপুরে ভর্তি হন। পাঁচ দিন ধরে জ্বরে ভুগছিলেন, পরে গতকাল রাতে তিনি মারা যান। অন্য কোথাও তাঁর ভ্রমণের ইতিহাস নেই।

হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালে শিশুসহ পাঁচজন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। তাঁদের মধ্যে দুজন পুরুষ ও তিনজন নারী। একটি শিশুও রয়েছে। এর মধ্যে ২৭ বছর বয়সী এক নারী নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। তাঁরা সবাই চাঁপাইনবাবগঞ্জ সদরের বাসিন্দা। ভর্তি হওয়া রোগীরা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন।

হাসপাতাল থেকে পাঠানো প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর এখন পর্যন্ত ৭৫ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ৬৯ জন চিকিৎসা নিয়েছেন। ১ জন মারা গেছেন। আরও ৫ জন চিকিৎসা নিচ্ছেন।

নিহত কবিরের ভাই সাখাওয়াত হোসেন বলেন, কয়েক দিন আগে জ্বরসহ বিভিন্ন জটিলতা নিয়ে তাঁর ভাইকে হাসপাতালে ভর্তি করানো হয়। ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাঁর শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। পরে তাঁকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত ৩টার দিকে তাঁর মৃত্যু হয়েছে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার আগে কবির হোসেন এলাকার বাইরে যাননি। এলাকাতেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

এ বিষয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস বলেন, হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। হাসপাতালে এখনো পাঁচজন চিকিৎসাধীন। এর মধ্যে একজন আইসিইউতে চিকিৎসাধীন।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাইবার সিকিউরিটি প্রোগ্রাম, আবেদন শেষ ২৬ আগস্ট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে জুলাই ২০২৫ সেমিস্টারে প্রফেশনাল মাস্টার্স ইন ইনফরমেশন অ্যান্ড সাইবার সিকিউরিটি (PMICS) প্রোগ্রামে ভর্তিতে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

প্রোগ্রামের বৈশিষ্ট্য

১. এটি ৩৬ ক্রেডিট ঘণ্টা।

২. ক্লাসের সময়: শুক্র ও শনিবার সকাল ১০টা থেকে রাত ৯টা এবং অন্যান্য দিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্লাস।

৩. এটি তিন সেমিস্টারের প্রোগ্রাম।

ভর্তির যোগ্যতা

১. সিএসই/সিএস/আইটি/এসই/সিআইটি/আইসিটি/ইসিই/ইটিই/ইইই ইত্যাদি আইটি/আইসিটি-সম্পর্কিত বিষয়ে গ্র্যাজুয়েশন থাকতে হবে।

২. সিজিপিএ কমপক্ষে ২.৫০ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। সিজিপিএ–২.৫০ নিচে থাকলে আবেদন গ্রহণযোগ্য হবে না।

৩. চাকরিজীবীরা অগ্রাধিকার পাবেন।

৪. দেশি–বিদেশি সব শিক্ষার্থী আবেদন করতে পারবেন। বিদেশি ডিগ্রির ক্ষেত্রে এ অনুষদের অফিস থেকে সমতা নিরূপণ করতে হবে।

৫. তথ্য যাচাই শেষ হলে ভর্তি পরীক্ষার ফি তিন হাজার টাকা দিয়ে অনলাইনে জমা দিতে হবে।

আরও পড়ুনজাপানি ভাষা শিক্ষা কোর্স, ভর্তি ফি মাত্র এক হাজার টাকা০৯ আগস্ট ২০২৫ভর্তির বিস্তারিত তথ্য

১. আবেদনপত্র জমার শেষ তারিখ: ২৬ আগস্ট ২০২৫।

২. ভর্তি পরীক্ষার তারিখ: ২৯ আগস্ট ২০২৫ শুক্রবার, সকাল ১০টা ৩০ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট।

আরও পড়ুনঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪টি বিষয়ে মাস্টার্স প্রোগ্রাম, জিপিএ–২.৫ হলেই আবেদন০৯ আগস্ট ২০২৫

৩. পরীক্ষার ফল প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২ টায়।

৪. ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ: ২৬ সেপ্টেম্বর ২০২৫।

* অনলাইনে আবেদনের জন্য ভিজিট করুন: https://pmics.cse.du.ac.bd/

* বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: www.pmics.cse.du.ac.bd

আরও পড়ুনযুক্তরাজ্যের চেভেনিং বৃত্তি, ১৫০টির বেশি বিশ্ববিদ্যালয়ের একটিতে পড়তে চাইলে করুন আবেদন১০ আগস্ট ২০২৫

সম্পর্কিত নিবন্ধ