পটুয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসে বিচারিক কার্যক্রম চলাকালে আইনজীবীদের দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় আসামিদেরও মারধর করা হয়। আজ বুধবার দুপুরে আদালতের এজলাসে হওয়া ঘটনা আদালত চত্বরে ছড়িয়ে পড়লে উত্তেজনা তৈরি হয়।

এ ঘটনার প্রতিবাদে আদালত চত্বরে বিক্ষোভ মিছিল করেছে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের একটি অংশ। এ ছাড়া ঘটনার পর আইনজীবী সমিতি জরুরি সভা ডেকে কয়েকজন আইনজীবীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পেশকার মো.

আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, আজ এজলাসের ভেতরে শুধু আইনজীবী ও আসামিদের মধ্যে বাগ্‌বিতণ্ডার ঘটনা ঘটেছে। এরপর যা হয়েছে, তা এজলাসের বাইরে।

জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক ও আসামিপক্ষের আইনজীবী আবদুল্লাহ আল নোমান জানান, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলামসহ বিএনপির ২১ জন নেতা-কর্মীর বিরুদ্ধে শাহীন নামের এক ব্যক্তি একটি মামলা করেছেন। আজ দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটির জামিন শুনানি চলছিল। এ সময় বিচারক বাদী ও আসামিপক্ষের আইনজীবীর বক্তব্য শুনে আসামিদের জামিন মঞ্জুর করেন। তাঁর ভাষ্যমতে, জামিন মঞ্জুর হওয়ার পর বাদীপক্ষের আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শরীফ মোহাম্মদ সালাউদ্দিন এজলাসের ভেতরে আইনজীবী শাহিন সেরনিয়াবাতকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। প্রতিবাদ করলে তাঁকেও মারধর করা হয়। একপর্যায়ে শরীফ সালাহউদ্দিন ও তাঁর ঘনিষ্ঠ আইনজীবীরা জামিন পাওয়া আসামিদের মারধর করেন।

মামলার আসামি স্বেচ্ছাসেবক দলের নেতা আমিনুল ইসলাম বলেন, একটি রাজনৈতিক মামলায় তাঁকেসহ কলাপাড়া উপজেলার ২১ জন নেতা-কর্মীকে আসামি করা হয়। ওই মামলায় হাজিরা দিতে তাঁরা আজ আদালতে আসেন। বিচারক জামিন মঞ্জুর করেন। এতে বাদীপক্ষের আইনজীবী শরীফ মোহাম্মদ সালাহউদ্দিনসহ তাঁর ঘনিষ্ঠ আইনজীবীরা ক্ষুব্ধ হয়ে এজলাসের ভেতর বাগ্‌বিতণ্ডায় লিপ্ত হয়ে তাঁদের মারধর করেন। পরে আদালতের করিডরে অবস্থানকালে তাঁরা তাঁদের (আসামি) অকথ্য ভাষায় গালমন্দ করেন।

বাদীপক্ষের আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শরীফ মোহাম্মদ সালাহউদ্দিন প্রথম আলোকে বলেন, এজলাসে একটি মামলার শুনানি চলছিল। শুনানিতে আসামিপক্ষের আইনজীবী হিসেবে আবদুল্লাহ আল নোমানসহ কয়েকজন আইনজীবী অংশ নেন এবং বাদীপক্ষে তিনিসহ কয়েকজন অংশ নেন। বিচারক শুনানি শেষে আসামিদের জামিন মঞ্জুর করেন। এতে বাদী ও আসামিপক্ষের আইনজীবীদের মধ্যে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। তিনি আরও বলেন, আইনজীবী আবদুল্লাহ আল নোমান মামলার বাদী শাহিন মৃধাকে আওয়ামী লীগ তকমা দিয়ে আদালত চত্বরে স্লোগান দিয়ে বহিরাগত ব্যক্তিদের ডেকে উত্তেজনা ছড়ান। এরপর তাঁর লোকজন আইনজীবী সমিতির প্রধান ফটকে গিয়ে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন, যা জেলা আইনজীবী সমিতির সম্মানহানির শামিল। এ জন্য জেলা আইনজীবী সমিতি বিকেলে জরুরি সভা ডেকে আইনজীবী নোমানসহ জড়িত ব্যক্তিদের কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

পটুয়াখালী আদালত পুলিশের পরিদর্শক মো. কামাল হোসেন প্রথম আলোকে বলেন, আজ আদালতের বিচার কার্যক্রম চলাকালে আইনজীবীদের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা শুনেছেন। পরে বিষয়টি নিশ্চিত হয়ে তিনি পুলিশ সুপারকে জানিয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. সাজেদুল ইসলাম বলেন, দুপুরে আদালতে আইনজীবীদের মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার তথ্য পেয়েছেন। তবে এ বিষয়ে কোনো পক্ষ পুলিশের কাছে কোনো অভিযোগ করেনি।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আস ম দ র এজল স র ও আস ম র কর ন র ঘটন

এছাড়াও পড়ুন:

রিয়া মনির মামলায় জামিন পেলেন হিরো আলম

রাজধানীর হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে সাবেক স্ত্রী রিয়া মনির করা মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের জামিন মঞ্জুর করেছেন আদালত।

উভয়পক্ষের শুনানি নিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান আজ শনিবার এই আদেশ দেন।

বিকেল ৪টা ১০ মিনিটের দিকে হাতিরঝিল থানা থেকে হিরো আলমকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে পুলিশ। এরপর তাঁকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। কিছুক্ষণ পর পুলিশের কঠোর নিরাপত্তায় তাঁকে সিএমএম আদালতের ৯তলার এজলাসে নেওয়া হয়।

হিরো আলমের পক্ষের আইনজীবীরা তাঁর জামিন চেয়ে শুনানি করেন। বাদীপক্ষের আইনজীবী জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি নিয়ে বিচারক ২০০ টাকা মুচলেকায় তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেন।

এদিকে হিরো আলমের মামলার শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন এই মামলার বাদী রিয়া মনি। তিনি সাংবাদিকদের বলেন, ‘হিরো আলমের একটা শিক্ষা হওয়া দরকার। আমাকে যেমন বিনা কারণে জেল খাটিয়েছে, তারও জেলে থাকা উচিত।’

এর আগে শনিবার বেলা আড়াইটার দিকে রাজধানীর হাতিরঝিল থানাধীন এলাকা থেকে সাবেক স্ত্রী রিয়া মনির দায়ের করা মামলায় হিরো আলমকে গ্রেপ্তার করে পুলিশ।

ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত হিরো আলম ও তাঁর সহযোগী আহসান হাবিব সেলিমের বিরুদ্ধে ১২ নভেম্বর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সেই পরোয়ানা অনুসারেই হিরো আলমকে গ্রেপ্তার করা হয়।

গত ২৩ জুন হাতিরঝিল থানায় রিয়া মনি বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার অভিযোগে সূত্রে জানা গেছে, সম্প্রতি হিরো আলম ও বাদী রিয়া মনির মধ্যে মনোমালিন্য দেখা দেয়। এরপর হিরো আলম বাদীকে তালাক দিয়ে বাসা থেকে বের করে দেন। গত ২১ জুন বাদীর পরিবারের সঙ্গে মীমাংসার কথা বলে হাতিরঝিল থানাধীন এলাকায় একটি বাসায় ডাকা হয়। ওই সময়ে হিরো আলমসহ ১০ থেকে ১২ অজ্ঞাতনামা ব্যক্তি বাদী ও তাঁর পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। পরে তাঁরা বাদীর বর্তমান বাসায় বেআইনিভাবে প্রবেশ করে কাঠের লাঠি দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন অংশে আঘাত করেন। এতে বাদীর শরীরে জখম হয়। এ সময় তাঁর গলায় থাকা দেড় ভরি ওজনের স্বর্ণের হার চুরি করে নিয়ে যাওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

আরও পড়ুনরিয়া মনির মামলায় হিরো আলম গ্রেপ্তার২ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ

  • এই রায়ে কষ্ট পেয়েছি: শেখ হাসিনার আইনজীবী
  • বিশ্ব দেখছে শেখ হাসিনার বিচার
  • হৃদয় থেকে বলছি, শেখ হাসিনা খালাস পেলে খুশি হব: রাষ্ট্রনিযুক্ত আইনজীবী
  • জামিনের পর মামলা নিয়ে মেহজাবীনের বিবৃতি
  • দুই আসামিকে খালাসের বিরুদ্ধে আপিলের অনুমতি পেল রাষ্ট্রপক্ষ
  • এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তিপ্রক্রিয়ায় অভিন্ন নীতিমালা প্রণয়নে নিষ্ক্রিয়তা প্রশ্নে রুল
  • এস আলমের বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগসংক্রান্ত আদেশ স্থগিত
  • মামুন হত্যা মামলায় চার আসামি পাঁচ দিনের রিমান্ডে, অস্ত্র মামলায় ইউসুফের দায় স্বীকার
  • ‎আইনজীবী মাসুদ মিয়ারমৃত্যুতে আইনজীবী সমিতির শোক সভা ও দোয়া
  • রিয়া মনির মামলায় জামিন পেলেন হিরো আলম