ইউক্রেনে এবার দিনের আলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালাল রাশিয়া। মঙ্গলবার দুই দফায় পরিচালিত ওই হামলায় দক্ষিণ-পূর্বাঞ্চলীয় নিপ্রোপেত্রোভস্কের রাজধানী দিনিপ্রো ও এর পার্শ্ববর্তী এলাকায় অন্তত ১৭ জন প্রাণ হারিয়েছেন। খবর রয়টার্সের।

আঞ্চলিক গভর্নর সেরহিই লাইস্যাক বলেছেন, দিনিপ্রোতে ১৫ জন নিহত এবং ১৮ শিশুসহ দুই শতাধিক মানুষ আহত হয়েছেন। প্রায় ১০ কিলোমিটার দূরবর্তী সামার শহরে আরও দু’জন প্রাণ হারিয়েছেন। ইউক্রেনে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বেশির ভাগ সময় গভীর রাতে পরিচালনা করে আসছে রাশিয়া।

দিনিপ্রোর মেয়র বরিস ফিলাতোভ বলেছেন, দিনের আলোয় চালানো বিরল রুশ হামলায় আবাসিক ভবন, শিক্ষাপ্রতিষ্ঠানসহ শহরজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই হামলা যখন হলো, ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তখন পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করতে নেদারল্যান্ডসে রয়েছেন। নিজ দেশের ক্রমবর্ধমান সামরিক খাতে বিনিয়োগ এবং রুশ অস্ত্র তৈরিতে প্রয়োজনীয় সরবরাহ আটকে দেওয়ার জন্য মিত্রদের কাছে আহ্বান জানাতে সেখানে গেছেন তিনি।

হামলার খবর পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জেলেনস্কি লিখেছেন, এই যুদ্ধে কোন পক্ষে সমর্থন জানাতে হবে, তা নির্ধারণ করা জটিল কিছু নয়। ইউক্রেনের পাশে থাকা মানে জীবন রক্ষা করা। ন্যাটো সম্মেলনের পার্শ্ব বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও জেলেনস্কির সাক্ষাতের সম্ভাবনা রয়েছে।


 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ইউক র ন ইউক র ন

এছাড়াও পড়ুন:

জুলাই সনদে ছাড় নয়

জুলাই সনদের ক্ষেত্রে সরকারকে এক বিন্দুও ছাড় দেবেন না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘গত এক বছর ছাড় দিয়েছি। জুলাই ঘোষণাপত্রে ছাড় দিয়েছি। জুলাই সনদে কোনো ছাড় হবে না। এক পার্সেন্ট ছাড়ও জুলাই সনদে দেওয়া হবে না।’

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে মঙ্গলবার এনসিপির যুব সংগঠন জাতীয় যুব শক্তি আয়োজিত ‘জাতীয় যুব সম্মেলন ২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম এ কথা বলেন। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

নাহিদ ইসলাম বলেন, ‘যে মৌলিক সংস্কারের রূপরেখা জনগণের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, যে নতুন বন্দোবস্তের কথা আমরা বলেছি, সেটিতে গণতন্ত্র নিশ্চিত হবে, স্বৈরাচার আর ফিরে আসতে পারবে না। রাষ্ট্রকাঠামোকে গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলব। সে জুলাই সনদে আমরা এক বিন্দু পরিমাণ ছাড় দেব না।’

নাহিদ বলেন, বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় সংকট হচ্ছে স্থিতিশীলতা এবং জাতীয় ঐক্য ধরে রাখা। যদি রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে জাতীয় ঐক্য ধরে রাখতে না পারে, দেশের স্থিতিশীলতা নিশ্চিতে নিজেদের মধ্যে ছাড় দেওয়ার মানসিকতা তৈরি না হয়, তাহলে আরেকটি এক–এগারো আসবে। কারণ, ইতিহাসে এটাই দেখা গেছে।

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা বলতে চাই, সমীকরণ এখনো শেষ হয়ে যায় নাই। ফলে যারা এখনই সমীকরণ মিলিয়ে ফেলছে, তারা ভুল পথে হাঁটছে। গণ-অভ্যুত্থানের শক্তি এখনো রাজপথে আছে।’

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে এনসিপির যুব সংগঠন জাতীয় যুবশক্তি আয়োজিত ‘জাতীয় যুব সম্মেলন ২০২৫’ অনুষ্ঠানে বক্তব্য দেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন। মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে

সম্পর্কিত নিবন্ধ