মানিকগঞ্জ জেলা পরিষদ ২০২৪-২৫ অর্থবছরে মানিকগঞ্জ জেলার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন ছাত্রবৃত্তি দেবে। যেসব শিক্ষার্থী ২০২৪ সালে এসএসসি ও এইচএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাঁরা এই বৃত্তির জন্য জেলা পরিষদের নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা—

আবেদনকারী শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি অথবা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ ৫.

০০, বাণিজ্য বিভাগে ৪.৭৫ এবং মানবিক বিভাগে ৪.৫০ থাকতে হবে। স্নাতক প্রথম বর্ষ পর্যায়ে পড়াশোনা করা শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ ৫.০০, বাণিজ্য বিভাগে ৪.৭৫ এবং মানবিক বিভাগে ৪.৫০ থাকতে হবে। বীর মুক্তিযোদ্ধার পোষ্য প্রার্থীদের ক্ষেত্রে জিপিএ ৪.০০ ও প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে জিপিএ ২.৫০ থাকতে হবে।

শর্ত

১. আবেদনকারীদের অবশ্যই মানিকগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা ও সরকার অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করা শিক্ষার্থী হতে হবে;

২. প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, মানিকগঞ্জ বরাবর আবেদন করতে হবে;

৩. বীর মুক্তিযোদ্ধার পোষ্য প্রমাণের জন্য সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধার কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল বা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে প্রাপ্ত সনদের সত্যায়িত কপি এবং মুক্তিযোদ্ধার সঙ্গে সম্পর্ক প্রমাণের জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের প্রত্যয়নপত্র, প্রতিবন্ধীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সরকারি কার্ড প্রদত্ত প্রতিবন্ধী প্রমাণের সনদের সত্যায়িত কপি দাখিল করতে হবে;

৪. ২০২৪ সালের উত্তীর্ণ ছাত্র ও ছাত্রী যাঁরা এখনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হতে পারেননি তাঁরা সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের সুপারিশসহ আবেদন করতে পারবেন;

৫. আবেদনকারীর নিজ হাতে লিখিত নির্ধারিত আবেদন ফরম, সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের সুপারিশসহ জেলা পরিষদ কার্যালয়ে জমা দিতে হবে;

৬. অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল করা হবে এবং বৃত্তি প্রদানের বিষয়ে মানিকগঞ্জ জেলা পরিষদের সিদ্ধান্ত চূড়ান্ত।

৭. আবেদন ফরম ও বৃত্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে মানিকগঞ্জ জেলা পরিষদের ওয়েবসাইট ও মানিকগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ে।

আরও পড়ুনরাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীন স্নাতক, আবেদন শেষ ৩০ জুন৪৫ মিনিট আগে

আবেদনপত্রের সঙ্গে যা জমা দিতে হবে

১. এসএসসি ও এইচএসসি অথবা সমমান পরীক্ষার নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এক কপি, যা প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা (নামসহ সিল) বা অধ্যয়নরত প্রতিষ্ঠান প্রধান বা বিভাগীয় প্রধান কর্তৃক সত্যায়িত হতে হবে;

২. মানিকগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা প্রমাণের ক্ষেত্রে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভার মেয়র কর্তৃক নাগরিকত্ব সনদের মূল কপি দাখিল করতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ:  ৩০ জুন ২০২৫।

আরও পড়ুনকানাডার আলবার্টা ইউনিভার্সিটির বৃত্তি, স্নাতক–স্নাতকোত্তর–পিএইচডিতে সুযোগ২১ জুন ২০২৫

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ম ন কগঞ জ জ ল ও এইচএসস পর ক ষ

এছাড়াও পড়ুন:

কুমিল্লা বোর্ডে এইচএসসিতে খাতা চ্যালেঞ্জে জিপিএ-৫ পেলেন ২৩ জন

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। এতে কুমিল্লা বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২৩ জন শিক্ষার্থী। ফেল থেকে উত্তীর্ণ হয়েছেন ১০৮ জন।

রবিবার (১৬ নভেম্বর) দুপুরে কুমিল্লা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর এ তথ্য জানা যায়।

আরো পড়ুন:

রাজশাহী বোর্ডে ৮২ হাজার খাতা পুনঃনিরীক্ষণের আবেদন

রঙ হারাচ্ছে অদম্য মেধাবীর ভবিষ্যতের স্বপ্ন

বোর্ড সূত্র জানায়, এ বছর পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছে ২৭ হাজার ১৮১ জন পরীক্ষার্থী। পুনর্নিরীক্ষণের করা হয়েছে ৯৪ হাজার ৬৫টি উত্তরপত্র। এর মধ্যে ২ হাজার ৫৮৯টি উত্তরপত্রে নম্বর পরিবর্তন হয়। নম্বর আপগ্রেড হয়েছে ২ হাজার ২১৩টি এবং গ্রেড পরিবর্তন হয়েছে ৫৮৭ পরীক্ষার্থীর।

ফল পরিবর্তনের মাধ্যমে মোট উত্তীর্ণ বেড়েছে ১০৮ জন এবং জিপিএ-৫ বেড়েছে ২৩টি।

কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাছরীন বলেন, বোর্ডের নিয়ম অনুযায়ী আবেদন গ্রহণ ও খাতা পুনর্নিরীক্ষণের সম্পন্ন করা হয়েছে। শিক্ষার্থীদের খাতা পুনর্মূল্যায়নের পর রবিবার ফলাফল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

ঢাকা/রুবেল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • নীরবতা ভেঙে হঠাৎ রাজনীতিকে ‘না’ বলে দিলেন শমসের মুবিন চৌধুরী
  • শতভাগ পাসের ধারাবাহিকতা ধরে রাখল গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজ
  • যশোর শিক্ষাবোর্ডে নতুন করে জিপিএ-৫ পেলেন ৭২ শিক্ষার্থী
  • পাড়ার মঞ্চ থেকে বড় পর্দায় 
  • রুয়েটের ভর্তি পরীক্ষা ২৩ জানুয়ারি, এবার পরীক্ষা কেন্দ্র ২টি, ২০২২ সালের এসএসসি পাসেও আবেদন
  • এইচএসসিতে পুনর্নিরীক্ষণে জিপিএ-৫ পেলেন আরও ৩২ জন
  • রাজশাহী বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাস করলেন ৫৩ শিক্ষার্থী
  • কুমিল্লা বোর্ডে এইচএসসিতে খাতা চ্যালেঞ্জে জিপিএ-৫ পেলেন ২৩ জন
  • বিকল্প শক্তির উত্থানে নভেম্বরের শেষে ‘জাতীয় কনভেনশন’ করবে বাম ঘরানার দলগুলো
  • থাইল্যান্ডে চালের দাম ১৫ বছরে সর্বনিম্ন, বিশ্ববাজারে এ বছর কমেছে ১৪%