ঈদে মুক্তি পেয়েছে সঞ্জয় সমদ্দারের ‘ইনসাফ’। সিনেমাটি দর্শক টানছে। ২৬ জুন আয়োজন করা হয় সিনেমাটির বিশেষ প্রদর্শনীর। আর সেখান থেকেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয় ‘ইনসাফ-২’ নির্মাণের। 

প্রদর্শনী শেষে সঞ্জয় সমদ্দারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে চঞ্চল চৌধুরী বলেন, “আসলে আজকে এসে আমি চমকে গেছি। ইনসাফ যারা দেখবে, তারাও চমকে যাবে— এটা বলাই যায়। সিনেমাটি অসাধারণ লেগেছে। সঞ্জয় খুব ভালো নির্মাণ করেছেন।”

তবে এ সময় সবচেয়ে আলোড়ন তোলে চঞ্চলের রসিকতা। সিনেমায় শরীফুল রাজের অভিনয় দেখে প্রভাবিত হয়ে তিনি বলেন, “আমার এখনো বিশ্বাস হচ্ছে না রাজ আমার সামনে দাঁড়িয়ে আছে! পর্দায় ওকে দেখে ভয় লেগেছিল— যদি হঠাৎ এখন একটা কোপ দিয়ে বসে! হা হা হা।”

‘ইনসাফ’-এ শরীফুল রাজের বিপরীতে প্রথমবারের মতো বড় পর্দায় বাণিজ্যিক ঘরানার চরিত্রে হাজির হয়েছেন তাসনিয়া ফারিণ। গান, সংলাপ, অ্যাকশন— সবখানেই তার পারফরম্যান্স দর্শকদের চমকে দিয়েছে।

প্রযোজক খোরশেদ আলম খসরু অকপটে বললেন, “এই সিনেমার মাধ্যমে আমরা পেয়েছি একজন নতুন অ্যাকশন হিরোইন। ফারিণ নিজেকে প্রমাণ করেছেন।”

“আজকের ‘ইনসাফ’ সিনেমাকে বিট করবে ‘ইনসাফ-২’। আরও বড় আয়োজন, আধুনিক প্রযুক্তি আর শক্তিশালী গল্প নিয়ে ফিরবে এই ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় কিস্তি।’’ ঘোষণা দেন প্রযোজক।

চিত্রনাট্যের কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে। রাজ-ফারিণ জুটির সঙ্গে এবার যোগ হতে পারেন চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিম। ইঙ্গিত মিলেছে, ‘ইনসাফ ২’ হতে পারে চঞ্চল চৌধুরীকেন্দ্রিক একটি গল্প। বিশেষ করে প্রথম কিস্তির শেষ দৃশ্যে চঞ্চলের আগমন এই সম্ভাবনার জোরালো ইঙ্গিত দেয়।

প্রদর্শনীতে উপস্থিত ছিলেন চলচ্চিত্রের এক ঝাঁক গুণীজন— দেলোয়ার জাহান ঝন্টু, শাহীন সুমন, শাহীন কবির টুটুল, গাজী মাহবুব, ফজলুর রহমান বাবু, প্রযোজক খসরু ও জাহিদ হাসান অভি প্রমুখ।

বাংলা সিনেমায় সাহসী গল্প, স্টাইলিশ নির্মাণ ও নতুন প্রজন্মের তারকাদের নিয়ে ‘ইনসাফ’ যেন তৈরি করেছে এক নতুন ধারার সূচনা। ‘ইনসাফ-২’ সেই ধারা কতটা এগিয়ে নেবে তা সময়ই বলে দেবে। 
 

ঢাকা/রাহাত//

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইনস ফ ২

এছাড়াও পড়ুন:

বাংলাদেশের কাছে হারের কারণ ব্যাখ্যায় যা বললেন রশিদ খান

এশিয়া কাপের পর দ্বিপক্ষীয় সিরিজের প্রথম ম্যাচেও বাংলাদেশের কাছে হারল আফগানিস্তান। কাল শারজাতে বাংলাদেশের কাছে ৪ উইকেটে হেরেছে রশিদ খানের দল। এই হারে দলের ব্যাটিং ও বোলিং দুই বিভাগকেই দুষছেন আফগান অধিনায়ক রশিদ খান।

আফগানিস্তানের ১৫১ রান তাড়া করতে নেমে বাংলাদেশ উদ্বোধনী জুটি তুলেছে ১০৯ রান। তখন জয় মনে হচ্ছিল সময়ের ব্যাপার। কিন্তু আচমকাই বাংলাদেশের ব্যাটিংয়ে বড় ধস নামে। ১১.৪ ওভার থেকে ১৫.৪ ওভারের মধ্যে ২৪ বলে বাংলাদেশ ৯ রানে ৬ উইকেট হারালে ম্যাচে ফেরে আফগানিস্তান। কিন্তু এভাবে ঘুরে দাঁড়িয়েও শেষ পর্যন্ত জিততে পারেনি তারা।

আফগানিস্তানের ঘুরে দাঁড়ানোয় সবচেয়ে বড় ভূমিকা ছিল রশিদের। ১৮ রানে ৪ উইকেট নেন এই লেগ স্পিনার। এর মধ্য দিয়ে দারুণ এক কীর্তিও গড়েন তিনি। অধিনায়ক হিসেবে এ নিয়ে পঞ্চমবার ইনিংসে ৪ উইকেট নিলেন রশিদ।

টেস্ট খেলুড়ে দেশগুলোর অধিনায়কদের মধ্যে টি–টোয়েন্টিতে আর কোনো অধিনায়ক এতবার ইনিংসে ৪ উইকেট নিতে পারেননি। বাংলাদেশের সাকিব আল হাসান ও শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা দুবার করে ইনিংসে ন্যূনতম ৪ উইকেট নিয়েছেন।

কাল ৪ উইকেট নিয়েছেন রশিদ

সম্পর্কিত নিবন্ধ