সিলেটে দেড় মাসের শিশুকে গলাকেটে হত্যা, বাবার সুস্থতার দিকে তাকিয়ে পুলিশ
Published: 26th, June 2025 GMT
সিলেটে দেড় মাসের শিশুকে গলা কেটে হত্যার ঘটনায় এখনো অন্ধকারে পুলিশ। তবে আইসিউতে থাকা বাবা আতিকুর রহমানের সুস্থতার দিকে তাকিয়ে আছেন তারা। ইতিমধ্যে তার আঙ্গুলের ছাপও সংগ্রহ করা হয়েছে।
বুধবার নগরীর মেজরটিলা ইসলামপুর এলাকার দেড় মাস বয়সী কন্যা শিশু ইনায়া রহমানের গলাকাটা মরদেহ এবং তার বাবা আতিকুর রহমানের অর্ধ গলাকাটা অবস্থায় উদ্ধার করা হয়। গুরুতর আহত অবস্থায় বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তিনি চিকিৎসাধীন।
প্রতিবেশীরা জানান, বুধবার দুপুরে স্ত্রী ও সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়েন আতিকুর রহমান। বিকেল ৫ টার দিকে হঠাৎ ঘর থেকে চিৎকার শুনে আশপাশের লোকজন গিয়ে দেখতে পান আতিকুর অর্ধ গলাকাটা অবস্থায় মেঝেতে পড়ে আছেন, পাশে তার দেড় মাসের শিশু ইনায়ার রক্তে ভেসে যাচ্ছে। দ্রুত তাদের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন আর আতিকুরকে পাঠানো হয় আইসিউতে।
প্রাথমিকভাবে এটি পারিবারিক ঘটনা হিসেবে মনে হলেও, আসল রহস্য এখনও স্পষ্ট নয়। আসল রহস্যের সন্ধানে রয়েছে পুলিশ।
শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.
এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাইফুল ইসলাম জানান, আতিকুর রহমানের ফিঙ্গার প্রিন্টসহ সব আলামত পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পুলিশের একাধিক টিম ঘটনার তদন্ত করছে।
তবে নিহত শিশুর মা ঝুমা বেগম সাংবাদিকদের জানিয়েছেন, তিনি হঠাৎ দেখেন, মেয়ের গলা কাটছেন তার স্বামী। এরপর তার স্বামীও নিজের গলা কাটতে থাকেন। তার চিৎকারে শুনে লোকজন এগিয়ে আসেন। তারাই মেয়ে ও তার স্বামীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
মাগুরায় খাস জমিতে হচ্ছে লিচুবাগান
মাগুরা সদর উপজেলার আঠারোখাদা ইউনিয়নের দেবীনগর এলাকায় উদ্ধার করা ১১.৫৮ একর খাস জমিতে লিচুবাগান গড়ার কার্যক্রম হাতে নিয়েছে জেলা প্রশাসন।
শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান রবিবার (১০ আগস্ট) বিকেলে লিচুর চারা রোপণ করে এ কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. অহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
শিল্প সচিব বলেছেন, এ উদ্যোগের মাধ্যমে অনাবাদী খাস জমির যথাযথ ব্যবহারের পাশাপাশি কৃষিভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারিত হবে এবং স্থানীয়দের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
জেলা প্রশাসনের উদ্যোগে খাস জমি উদ্ধার করে লিচুবাগান করার কার্যক্রম পরিবেশ সংরক্ষণ এবং ফল উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ঢাকা/শাহীন/রফিক