‘সিএসআর ফান্ডের নির্দিষ্ট অংশ খেলাধুলায় বাধ্যতামূলক ব্যয়ের উদ্যোগ’
Published: 27th, June 2025 GMT
অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, “সিএসআর (কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি) ফান্ডের একটি নির্দিষ্ট অংশ খেলাধুলার পৃষ্ঠপোষকতায় বাধ্যতামূলকভাবে ব্যয় করার প্রক্রিয়া নিয়ে কাজ করছে সরকার।”
তিনি বলেন, “শুধু ব্যাংক নয়—যেসব কর্পোরেট প্রতিষ্ঠানে সিএসআর ফান্ড ব্যয়ের নিয়ম আছে, সেগুলোর ক্ষেত্রে খেলাধুলাকে একটি নির্দিষ্ট ম্যান্ডেটরি খাত হিসেবে অন্তর্ভুক্ত করতে সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে আলোচনা চলছে।”
আসিফ মাহমুদ বলেন, “তৃতীয় বিশ্বের দেশ হিসেবে সরকারিভাবে ক্রীড়াক্ষেত্রে বাজেট সীমিত থাকে। তাই স্পন্সরদের ভূমিকা গুরুত্বপূর্ণ। সিএসআর ফান্ড বাধ্যতামূলকভাবে খেলাধুলায় ব্যয় করা হলে এই খাতে বড় পরিবর্তন আসবে।”
শুক্রবার (২৭ জুন) জাতীয় টেনিস কমপ্লেক্সে ময়মনসিংহ বিভাগীয় টেনিস প্রতিযোগিতা-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই খেলাধুলার বিকেন্দ্রীকরণে গুরুত্ব দিচ্ছে। স্থানীয় ও বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে খেলোয়াড়দের বিভিন্ন স্তরে প্রতিযোগিতামূলক খেলার সুযোগ তৈরি হবে। এখান থেকে বাছাই করা খেলোয়াড়রা জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পাবে।”
তিনি জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে একটি ন্যাশনাল স্পোর্টস ইনস্টিটিউট প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত হয়েছে এবং এর কার্যক্রম এগিয়ে চলেছে। এ ইনস্টিটিউট প্রতিষ্ঠা হলে সম্ভাবনাময় খেলোয়াড়দের উন্নত প্রশিক্ষণ দেওয়া সম্ভব হবে।
“খেলাধুলা এখন বিজ্ঞানের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। আমরা সেই অনুযায়ী প্রয়োজনীয় অবকাঠামো ও নীতি গ্রহণ করছি। এ কাজগুলো ধারাবাহিকভাবে এগিয়ে নিতে পারলে দেশের খেলাধুলা কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাবে,”— বলেন উপদেষ্টা আসিফ মাহমুদ।
ঢাকা/আসাদ/সাইফ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স এসআর পর য য় সরক র
এছাড়াও পড়ুন:
গণপিটুনির সময় আসা পুলিশ ‘মব’ দেখে ফিরে যায়, পরে এসে নিয়ে যায় লাশ
ছবি: ভিডিও থেকে সংগৃহীত