মাত্র ৪২ বছরেই না ফেরার দেশে পাড়ি জমালেন ‘কাঁটা লাগা’ গার্ল খ্যাত জনপ্রিয় অভিনেত্রী শেফালি জারিওয়ালা। হঠাৎই অসুস্থ হয়ে পড়ার পর তার স্বামী অভিনেত্রীকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যু ঘিরে এরই মধ্যে রহস্য ছড়াচ্ছে। সত্যিই কি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে অন্য কোনো রহস্য। তা জানতেই ময়নাতদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুধু তাই নয়, অভিনেত্রীর বাড়িতে পৌঁছায় ফরেনসিক টিম। শুক্রবার দিবাগত রাত ১টার সময় ময়নাতদন্ত শেষ হলে সেই রিপোর্টেও ধোঁয়াশা কাটেনি। মুম্বাই পুলিশের পক্ষ থেকে ভারতের বেশিরভাগ গণমাধ্যমে এমনটাই নাকি জানানো হয়েছে। আকস্মিক মৃত্যুর পর চর্চায় শেফালির শেষ ইনস্টাগ্রাম পোস্ট।

মৃত্যুর তিন দিন আগে সোশ্যাল মিডিয়ায় গ্ল্যাম অবতারে ফটোশুটে ধরা দিয়েছিলেন তিনি। রুপোলি জাম্পস্যুটে গ্ল্যামারাস লুকে শেফালির লুকের প্রসংশা করেন ভক্তরা। ছবি পোস্টের ক্যাপশনে লিখেছিলেন, ‘ঝলমলে স্টাইলে এসো।’

বিগ বস ১৩-এর প্রতিযোগী ও অভিনেত্রী শেফালি চিরদিন ভক্ত হৃদয়ে ‘কাঁটা লাগা’ গার্ল হিসেবেই থেকে যেতে চান। সাম্প্রতিক অতীতে এক সাক্ষাৎকারে সেই কথা নিজেই বলেছিলেন। সম্প্রতি গোয়ায় একটি অনুষ্ঠানেও অংশ নিয়েছিলেন শেফালি। ইনস্টাগ্রামে যেমন সক্রিয় ছিলেন তেমনই এক্স হ্যান্ডেলেও নিয়মিত পোস্ট শেয়ার করতেন প্রয়াত অভিনেত্রী। অভিনেত্রীর মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তার এক্স হ্যান্ডেলের শেষ পোস্ট।

          View this post on Instagram                      

A post shared by Shefali Jariwala ???? (@shefalijariwala)

 

প্রাক্তন প্রেমিক সিদ্ধার্থ শুক্লাকে নিয়ে একটি পোস্ট শেয়ার করেছিলেন শেফালি। কয়েক মাস আগে প্রয়াত বিগ বস প্রতিযোগী সিদ্ধার্থকে জড়িয়ে একটি ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘বন্ধু আজ তোমার কথা খুব মনে পড়ছে।’

শেফালি জারিওয়ালা ২০০২ সালে ‘কাঁটা লাগা’ মিউজিক ভিডিওর মাধ্যমে রাতারাতি তারকা হয়ে ওঠেন। এই রিমিক্স গানটি তাকে ‘কাঁটা লাগা গার্ল’ হিসেবে পরিচিতি এনে দেয়। তার সাহসী চেহারা এবং নৃত্যশৈলী তৎকালীন পপ সংস্কৃতিতে একটি সাংস্কৃতিক ঘটনা হয়ে ওঠে। এরপর তিনি ‘কাভি আর কাভি পার’ সহ আরও কয়েকটি মিউজিক ভিডিওতে কাজ করেন। ২০০৪ সালে তিনি সালমান খান এবং অক্ষয় কুমার অভিনীত ‘মুঝসে সাদি কারোগি’ চলচ্চিত্রে একটি ছোট ভূমিকায় অভিনয় করেন। 

এছাড়াও তিনি কন্নড় চলচ্চিত্র ‘হুদুগুরু’, ওয়েব সিরিজ ‘বেবি কাম না’ এবং ‘রাত্রি কে যাত্রী’ নামে কয়েকটি প্রকল্পে কাজ করেছেন।

টেলিভিশন জগতে শেফালি ২০০৮ সালে ‘বুগি উগি’ রিয়েলিটি শো দিয়ে আত্মপ্রকাশ করেন। তিনি তার স্বামী পারাগ ত্যাগীর সাথে ‘নাচ বালিয়ে ৫’ এবং ‘নাচ বালিয়ে ৭’-এ অংশগ্রহণ করেন, যেখানে তাদের জুটি দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল। তবে, তার জনপ্রিয়তা সবচেয়ে বেশি বৃদ্ধি পায় সালমান খানের হোস্ট করা ‘বিগ বস ১৩’-এর মাধ্যমে। শো-তে তার সততা, সাহস এবং প্রাক্তন প্রেমিক সিদ্ধার্থ শুক্লার সঙ্গে পুনর্মিলনের মুহূর্তগুলো দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনার বিষয় হয়ে ওঠে। শেফালি তখন বলেছিলেন, ‘আমরা সম্পর্ক ভাঙার পরেও সবসময় সৌহার্দ্যপূর্ণ ছিলাম।’

২০২৪ সালে তিনি ‘শৈতানি রসমে’ নামে একটি টিভি শো-তে অভিনয় করে তার টেলিভিশন ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করেন। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

ইসরায়েলের হাইফা বন্দরে হুতিদের হামলা

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা দাবি করেছে, তারা ইসরায়েলের চারটি গুরুত্বপূর্ণ স্থানে ড্রোন হামলা চালিয়েছে। হাইফা বন্দর, নেগেভ, উম্ম আল-রশরাশ ও বিরসেবায় এ হামলা চালানো হয়েছে।

হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নৃশংস কর্মকান্ডের জবাবে এ হামলা চালানো হয়েছে। হামলায় ছয়টি ড্রোন ব্যবহার করা হয়েছে। ড্রোনগুলো সফলভাবে লক্ষবস্তুতে আঘাত হেনেছে।

গাজায় ইসরায়েলের হামলা বন্ধ না করলে এবং অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত এ ধরনের হামলা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে হুতি।

তবে হামলার বিষয়ে ইসরায়েলের সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় গাজায় অন্তত ৮৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩১ জন ছিলেন ত্রাণপ্রত্যাশী। এ সময় ৫১৩ ফিলিস্তিনি আহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, অনাহারের কারণে গাজায় আরও পাঁচ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুটি শিশু রয়েছে। এ নিয়ে উপত্যকাটিতে অনাহারে মৃত্যুর সংখ্যা ২২৭–এ পৌঁছাল, যাদের মধ্যে ১০৩টি শিশু।

সম্পর্কিত নিবন্ধ