মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে ন্যাটো সম্মেলনে ইউক্রেনকে কোনো সামরিক সহায়তার প্রতিশ্রুতি দেননি। তবে তিনি বলেছেন, ইউক্রেনের কাছে ‘প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থা’ বিক্রির চেষ্টা করবেন।

ইউক্রেনের ইউরোপীয় মিত্ররা এ বছর সামরিক সহায়তা বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছে। কারণ, যুক্তরাষ্ট্র সাময়িকভাবে সহায়তা বন্ধ রেখেছে। এরই মধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আবারও বলেছেন, তিনি পুরো ইউক্রেন রাশিয়ার অংশ করতে চান।

ন্যাটো মহাসচিব মার্ক রুটে বলেছেন, এই মুহূর্তে ইউরোপ ও কানাডা ইউক্রেনকে মোট ৩ হাজার ৫০০ কোটি ডলারের সামরিক সহায়তা দেবে বলে ঘোষণা দিয়েছে। গত বছর পুরো বছরে তা ছিল প্রায় ৫ হাজার কোটি ডলার। এবার ৬ মাস পূর্ণ হওয়ার আগেই প্রায় ৩ হাজার ৫০০ কোটি ডলার পৌঁছে গেছে। কেউ কেউ বলছেন, তা ৪ হাজার কোটি ডলারের কাছাকাছি।

ন্যাটো মহাসচিব মার্ক রুটে বলেছেন, এই মুহূর্তে ইউরোপ ও কানাডা ইউক্রেনকে মোট ৩ হাজার ৫০০ কোটি ডলারের সামরিক সহায়তা দেবে বলে ঘোষণা দিয়েছে। গত বছর পুরো বছরে তা ছিল প্রায় ৫ হাজার কোটি ডলার। এবার ৬ মাস পূর্ণ হওয়ার আগেই প্রায় ৩ হাজার ৫০০ কোটি ডলার পৌঁছে গেছে।

এই ইউরোপীয় সহায়তা কিছুটা হলেও ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে কোনো সহায়তা না দেওয়ার ঘাটতি পূরণ করছে।

গত এপ্রিলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থা কেনার আগ্রহ প্রকাশ করেন। প্রতিদিনের রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা থেকে আত্মরক্ষা করতে পারে এই প্রতিরক্ষাব্যবস্থা দরকার।

ট্রাম্প প্রশাসন এরপর কিছু অস্ত্র বিক্রি করলেও তা ছিল কেবল এফ–১৬ যুদ্ধবিমানের যন্ত্রাংশ।

হেগে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে জেলেনস্কি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে প্যাট্রিয়ট–ব্যবস্থা নিয়ে আলোচনা করেছেন বলে জানান। গত বুধবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘কিছু দেওয়া সম্ভব কি না, তা আমরা দেখতে পারি। সেগুলো পাওয়া খুব কঠিন। আমরাও এগুলো ব্যবহার করছি এবং ইসরায়েলকেও দিচ্ছি।’

যুদ্ধবিরতির শর্ত হিসেবে ইউক্রেনের কাছে তার মিত্রদের অস্ত্র সরবরাহ বন্ধের দাবি জানিয়েছে রাশিয়া। গত শনিবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভও সে কথা মনে করিয়ে দিয়েছেন।

২১ জুন টেলিগ্রামে প্রেসিডেন্ট জেলেনস্কি লিখেন, পুতিন এবার একেবারে খোলাখুলি বলেই দিয়েছেন, হ্যাঁ, তিনি পুরো ইউক্রেন চান। শুধু তা-ই নয়, তিনি বেলারুশ, বাল্টিক রাষ্ট্রগুলো, মলদোভা, ককেশাস এবং কাজাখস্তানের কথাও বলছেন।পুতিন যা বললেন

২০ জুন সেন্ট পিটার্সবার্গে এক সম্মেলনে ভ্লাদিমির পুতিন বলেন, ‘আমি বহুবার বলেছি, রুশ ও ইউক্রেনীয়রা একই জাতি। এই অর্থে, পুরো ইউক্রেনই আমাদের।’

পুতিন আরও বলেন, ‘আমাদের একটা পুরোনো প্রবাদ আছে, যেখানে রুশ সেনা পা রাখে, সেটা আমাদের হয়ে যায়।’

পুতিনের এই বক্তব্যের উত্তরে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই সিবিহা বলেন, যেখানে রুশ সেনা যায়, সেখানে শুধু মৃত্যু, ধ্বংস আর নরক নেমে আসে।

২১ জুন টেলিগ্রামে প্রেসিডেন্ট জেলেনস্কি লেখেন, পুতিন এবার একেবারে খোলাখুলি বলেই দিয়েছেন, হ্যাঁ, তিনি পুরো ইউক্রেন চান। শুধু তা-ই নয়, তিনি বেলারুশ, বাল্টিক রাষ্ট্রগুলো, মলদোভা, ককেশাস এবং কাজাখস্তানের কথাও বলছেন।

জার্মানির সামরিক কর্মকর্তারাও পুতিনের সম্প্রসারণবাদ নিয়ে একমত। সম্প্রতি ফাঁস হওয়া এক কৌশলপত্রে বলা হয়, রাশিয়া ন্যাটোর বিরুদ্ধে বড় ধরনের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এবং চলতি দশকের শেষ নাগাদ সে লক্ষ্য পূরণের চেষ্টায় আছে।

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস বলেন, ‘আমরা অনেক দিন ধরেই বাল্টিক রাষ্ট্রগুলোর বিষয়ে রাশিয়ার সতর্কবার্তা উপেক্ষা করেছি। এখন বুঝতে পেরেছি, এটা আমাদের ভুল ছিল। এ উপলব্ধি থেকে আর ফেরার উপায় নেই। বিশ্ব আর আগের মতো শান্তিতে ফিরে যাবে না।’

এ কারণে জার্মানি ও অন্য ইউরোপীয় ন্যাটো সদস্যরা সিদ্ধান্ত নিয়েছে, ২০৩৫ সালের মধ্যে তারা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করবে।

এর মধ্যে ১ দশমিক ৫ শতাংশ ব্যয় হবে দ্বৈত ব্যবহারযোগ্য অবকাঠামো, জরুরি স্বাস্থ্যসেবা, সাইবার সুরক্ষা ও নাগরিক সুরক্ষাব্যবস্থায়।

ট্রাম্পের অবস্থান

পুতিনের প্রতি আগে সহানুভূতিশীল মনোভাব দেখানো ট্রাম্প এবার কিছুটা ভিন্ন সুরে বলেন, ‘আমি মনে করি, তিনি একজন বিভ্রান্ত মানুষ। আমি খুব অবাক হয়েছি। ভাবতাম, এই যুদ্ধ সহজেই মিটে যাবে। এখন মনে হচ্ছে, পুতিনকেই এই যুদ্ধ বন্ধ করতে হবে।’

ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম দিকে বলেছিলেন, ইউক্রেনকেই যুদ্ধ থামানোর দায়িত্ব নিতে হবে।

মাঠে যুদ্ধ

ইউক্রেনের সেনাবাহিনীর দাবি, ন্যাটো সম্মেলনের সপ্তাহজুড়ে রাশিয়া প্রায় প্রতিদিন ২০০ বার করে আক্রমণ চালিয়েছে।

জেলেনস্কি গত শনিবার জানান, ইউক্রেনে এখন ৬ লাখ ৯৫ হাজার রুশ সেনা রয়েছে। আর সুমি এলাকায় নতুন ফ্রন্ট তৈরি করতে আরও ৫২ হাজার সেনা মোতায়েনের চেষ্টা চালাচ্ছে।

জেলেনস্কি বলেন, ‘এই সপ্তাহে তারা সুমির দিকে ২০০ মিটার এগিয়েছিল। আমরা আবার ২০০ থেকে ৪০০ মিটার পেছনে ঠেলে দিয়েছি।’

পুতিনের প্রতি আগে সহানুভূতিশীল মনোভাব দেখানো ট্রাম্প এবার কিছুটা ভিন্ন সুরে বলেন, ‘আমি মনে করি, তিনি একজন বিভ্রান্ত মানুষ। আমি খুব অবাক হয়েছি, ভাবতাম এই যুদ্ধ সহজেই মিটে যাবে। এখন মনে হচ্ছে, পুতিনকেই এই যুদ্ধ বন্ধ করতে হবে।’আকাশ থেকে হামলা

রাশিয়া ইউক্রেনের সাধারণ মানুষকে ভীত করে তোলার উদ্দেশ্যে নিয়মিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। ১৯ জুন কিয়েভে রুশ হামলায় ৩০ জন নিহত ও ১৭২ জন আহত হন।

জেলেনস্কি বলেন, ‘আমি কিয়েভের রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত একটি বাড়িতে গিয়েছিলাম। সাধারণ একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিং, ক্ষেপণাস্ত্রটি সব তলা ভেদ করে বেজমেন্ট পর্যন্ত চলে গেছে। মাত্র একটি হামলাতেই ২৩ জন মারা গেছেন।’

জেলেনস্কি বলেন, এ হামলার কোনো সামরিক উদ্দেশ্য ছিল না। রাশিয়ার জন্য এটা কোনো লাভ বয়ে আনেনি।

রাশিয়া একই রাতে ওদেসা, খারকিভ ও আশপাশের এলাকায় ২০টির বেশি ড্রোন হামলা চালিয়েছে। ওদেসায় চারতলা একটি ভবনে আগুন ধরে যায়, ভবনের একাংশ ভেঙে পড়ে। এতে ফায়ার সার্ভিসের তিন কর্মী আহত হন।

গত সোমবার কিয়েভে ড্রোন হামলায় অন্তত সাতজন নিহত হন। জেলেনস্কি বলেন, ‘মোট ৩৫২টি ড্রোন ও ১৬টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। এর মধ্যে উত্তর কোরিয়ার তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ছিল।’

গত মঙ্গলবার নিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে রাশিয়ার ড্রোন হামলায় ২০ জন নিহত ও প্রায় ৩০০ জন আহত হন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ৩ হ জ র ৫০০ ক ট ইউক র ন র এই য দ ধ আম দ র বল ছ ন ইউর প

এছাড়াও পড়ুন:

সানডের গোল, চ্যালেঞ্জ লিগের প্লে-অফে কিংসের জয় ‎

এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে-অফে সিরিয়ার ক্লাব আল-কারামাহকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশের পরাশক্তি বসুন্ধরা কিংস। মঙ্গলবার রাতে দোহার সুহাইম বিন হামাদ স্টেডিয়ামে ম্যাচের একমাত্র গোলটি করেছেন কিংসের ‎নাইজেরিয়ান ফরোয়ার্ড ইমানুয়েল সানডে।

ম্যাচের ৭ মিনিটেই এগিয়ে যায় কিংস। কর্নার থেকে উড়ে আসা বল আল-কারামাহর ডি-বক্সে পেয়ে জটলার ভেতর থেকেই কোনাকুনি শট নেন সানডে। তাঁর সেই শট পোস্ট ছুঁয়ে জালে জড়ায়।

‎এক গোল হজমের পর কিছুটা তেড়েফুঁড়ে আক্রমণ করে গেছে আল-কারামাহ। কিন্তু কিংসের রক্ষণ ভাঙতে পারেনি তারা। অন্যদিকে ব্যবধান দ্বিগুণ করার ভালো কয়েকটা সুযোগ পায় কিংসও। তবে কাজে লাগাতে পারেনি তারাও।

৩৪ মিনিটের ডান প্রান্ত ধরে এগিয়ে আসা রাকিব হোসেনের ক্রস কোনোমতে আটকান আল-কারামাহর এক ডিফেন্ডার। ৪২ মিনিটে গোলকিপারকে একা পেয়েও লক্ষ্যভেদ করতে পারেননি কিংসের রাফায়েল অগুস্তো। ৬৬ মিনিটে কিংসের জার্সিতে অভিষেক হয় ইংল্যান্ডের সান্ডারল্যান্ড অনূর্ধ্ব–২১ দলের সাবেক মিডফিল্ডার কিউবা মিচেলের। ‎

‎ম্যাচের শেষদিকে মরিয়া হয়ে একের পর এক আক্রমণ করেও কাঙ্খিত গোলের দেখা পায়নি কারামাহ। কিংসের জমাট রক্ষণে তাদের বেশ কয়েকটি আক্রমণ আটকা পড়ে। গোলপোস্ট আগলে রাখার কাজটাও দারুণভাবে করেছেন কিংসের মেহেদী হাসান।

‎মঙ্গলবার একই প্রতিযোগিতায় কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেডের কাছে ২-০ গোলে হেরে প্লে-অফ থেকেই বিদায় নিয়েছে বাংলাদেশের আরেক ক্লাব আবাহনী লিমিটেড। যারা এর আগে পাঁচবার চ্যালেঞ্জ লিগে খেলে কোনোবারই গ্রুপ পর্ব পেরোতে পারেনি।‎

‎গত আসরে বাংলাদেশ থেকে অংশ নিয়েছিল বসুন্ধরা কিংস। সেবার তারা গ্রুপ পর্বে তিন ম্যাচের একটিও জেতেনি।

প্রধান কোচ ছাড়াই আজ চ্যালেঞ্জ লিগ খেলতে নামে কিংস। কিছুদিন আগে কিংস সভাপতি ইমরুল হাসান নিশ্চিত করেছিলেন যে, ব্রাজিলিয়ান কোচ সার্জিও ফারিয়াস কিংসে যোগ দেবেন। এএফসি-মিশনের আগে কাতারে গিয়ে দলের দায়িত্ব নেওয়ার কথা ছিল এই ব্রাজিলিয়ান কোচের।‎

‎কিন্তু হঠাৎ করেই গত সোমবার ইরাকি ক্লাব দোহোক এসসি সামাজিক মাধ্যমে ফারিয়াসকে দলে ভেড়ানোর ছবি প্রকাশ করে। আজ তাই কিংসের ডাগআউট থেকে দলকে সামলেছেন সহকারি কোচ মাহাবুব হোসেন।‎

‎২০ দল নিয়ে হবে টুর্নামেন্টের গ্রুপ পর্ব। যেখানে সরাসরি জায়গা করে নিয়েছে ১১ দল। বাকি ৯ দল প্লে-অফ বিজয়ী। আগামী ২৫ অক্টোবর থেকে আগামী বছরের ৯ মে পর্যন্ত হবে টুর্নামেন্টের মূল পর্ব।

২০০৫ সালে এএফসি প্রেসিডেন্টস কাপ নামে শুরু হওয়া এ টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ তিনবার চ্যাম্পিয়ন হয়েছে তাজিকিস্তানের ক্লাব রেগার-তাদাজ তুরসুনজোদা। বর্তমান চ্যাম্পিয়ন তুর্কমেনিস্তানের এফকে আরকাদাগ।

সম্পর্কিত নিবন্ধ